জাফরি রুপী জলনির্গম প্রণালী কাকে বলে | জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকসমূহ

টেলিগ্ৰামে জয়েন করুন

জাফরি রুপী জলনির্গম প্রণালী কাকে বলে

জাফরি রুপী জলনির্গম প্রণালী কাকে বলে : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম জাফরি রুপী জলনির্গম প্রণালী কাকে বলে এবং জাফরি রূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকসমূহ সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনাটি।

জাফরি রুপী জলনির্গম প্রণালী কাকে বলে  :

কোনো কোনো নদী ব্যবস্থায় অনুগামী নদীর সঙ্গে পরবর্তী নদী, পরবর্তী নদীর সঙ্গে বিপরা ও পুনর্ভবা নদী সমকোণে মিলিত হয়। এ ছাড়া গৌণ অনুগামী নদী, গৌণ পরবর্তী নদী ও অন্যান্য নদী সমূহ এভাবে পরস্পরের সঙ্গে সমকোণে মিলিত হয়। এভাবে প্রধান ও অপ্রধান সমস্ত নদী পরস্পর সমকোণে মিলিত হয়ে খড়খড়ি বা ঝিল্লিযুক্ত জালিকার মতো নকশা গঠন করে, তাই একে জাফরিরূপী নদী নকশা বল হয়। এই নদীগুলি পুরোপুরি ভূতাত্ত্বিক গঠনকে অনুসরণ করে তাদের উপত্যকা গঠন করে। উদাহরণ- আরাবল্লি পার্বত্য অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল প্রভৃতি।

জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকসমূহ :

যে নদী ব‍্যবস্থায় প্রধান ও অপ্রধান সমস্ত নদী পরস্পর সমকোণে মিলিত হয়ে খড়খড়ি বা ঝিল্লিযুক্ত জালিকার মতো যে নদী নকশা গঠন করে, তাকে জাফরিরূপী জলনির্গম প্রণালী কাকে বলে। এই ধরনের নদী নকশা গঠনের প্রধান নিয়ন্ত্রকগুলি নীচে আলোচনা করা হল-

i. পরস্পর কঠিন ও কোমল শিলা দিয়ে নিমজ্জিত সমনতি সম্পন্ন উত্থিত ভূভাগের অবস্থান।

ii. যে কোনো বড়ো ভাঁজের প্রান্তদেশের সমনতি গঠনের কঠিন শিলার ওপর অনুগামী নদী এবং কোমল শিলার ওপর পরবর্তী নদীর সৃষ্টি।

পড়ুন : প্রবাল প্রাচীর কাকে বলে ? 

iv. সমান্তরাল ও পরস্পর লম্বভাবে ছেদযুক্ত ফাটল ও জোড়মুখের অবস্থান।

iii. ফালির ন‍্যায় পরপর কঠিন ও কোমল শিলা দিয়ে গঠিত সমান চ্যুতিরেখার অবস্থান।

 

আরও পড়ুন :

জলনির্গম প্রণালী কাকে বলে ? জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রণ সমূহ 

প্রবাল প্রাচীর কাকে বলে ? প্রবাল প্রাচীরের উৎপত্তি, গড়ে ওঠার কারণ ও বৈশিষ্ট্য

পর্যায়ন কাকে বলে ? 

Leave a Comment