ম‍্যারাসমাস কাকে বলে ? ম‍্যারাসমাস রোগের লক্ষণ ও প্রতিকার | What is Marasmus

টেলিগ্ৰামে জয়েন করুন

ম‍্যারাসমাস কাকে বলে ? ম‍্যারাসমাস রোগের লক্ষণ ও প্রতিকার | What is Marasmus

What is Marasmus: সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা ম‍্যারাসমাস কাকে বলে এবং ম‍্যারাসমাস রোগের লক্ষণপ্রতিকার সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

ম‍্যারাসমাস কাকে বলে :

খাদ্যে প্রোটিনের ঘাটতির পাশাপাশি মোট ক্যালোরির ঘাটতির ফলে 6 মাস থেকে 1 বছরের শিশুদের দেহে যে রোগলক্ষণ প্রকাশ পায় তাকে ম্যারাসমাস বলে।

ম‍্যারাসমাস রোগের লক্ষণ :

i. পেশি দ্রুত ধ্বংস হয়ে শিশু শীর্ণকায় ও অস্থিচর্মসার হয়ে পড়ে।

ii. হাত-পা সরু হয়ে যায়।

iii. ত্বক শুষ্ক ও ভাঁজসম্পন্ন হয়। মুখমণ্ডল বুড়োদের মতো দেখায়।

iv. কপালের হাড় উঁচু হয়, চোখ কোটরে ঢুকে যায় এবং বুকের পাঁজর বেরিয়ে আসে। ফলে পাঁজর বাইরে থেকে গোনা যায়।

v. দৈহিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়।

vi. ঘুমের গোলযোগ দেখা দেয়।

ম‍্যারাসমাস রোগের প্রতিকার :

শিশুদের মাতৃদুগ্ধ এবং 6 মাস বয়স থেকে উপযুক্ত ক্যালোরিসম্পন্ন সুষম খাদ্য সরবরাহ করতে হবে এবং খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে।

আরও পড়ুন : 

ভাইরাস কাকে বলে ? ভাইরাসের আবিষ্কার, প্রকৃতি, উৎপত্তি, অবস্থান, আকার ও বৈশিষ্ট্য ?