কোয়াশিওরকর কাকে বলে ? কোয়াশিওরকর রোগের লক্ষণ ও প্রতিকার | What is Kawashiorkor

টেলিগ্ৰামে জয়েন করুন

কোয়াশিওরকর কাকে বলে ? কোয়াশিওরকর রোগের লক্ষণ ও প্রতিকার | What is Kawashiorkor

What is Kawashiorkor : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা কোয়াশিওরকর কাকে বলে এবং কোয়াশিওরকর রোগের লক্ষণপ্রতিকার সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

কোয়াশিওরকর কাকে বলে :

প্রোটিন খাদ্যের অভাব ঘটলে যে অপুষ্টিজনিত রোগ দেখা দেয় তাকে কোয়াশিওরকর বলে।

কোয়াশিওরকর রোগের লক্ষণ :

i. বয়সের তুলনায় ওজন কমে যায়।

ii. বৃদ্ধি ব্যাহত হয় এবং খুব রোগা দেখায়।

iii. পেশি শীর্ণ ও নিস্তেজ হয়ে পড়ে।

iv. ত্বক বিবর্ণ, আঁশযুক্ত ও ভঙ্গুর হয়। ত্বক ফেটে যায় ও পোড়া দাগের মতো দেখায়।

v. চুল বিবর্ণ হয়, পড়ে যায় এবং ক্রমশ লালচে হতে থাকে।

vi. খাদ্যে অনীহা।

vii. উদারাময় লক্ষণ প্রকাশ পায়।

viii. পেট বড়ো হয়, চোখ সামনের দিকে ঠেলে বেরিয়ে আসে।

ix.  হাত-পা ক্রমশ সরু হতে থাকে, পা-গুলি বেঁকে যায়।

কোয়াশিওরকর রোগের প্রতিকার :

শিশুকে উপযুক্ত পরিমাণে প্রোটিন ও ক্যালোরিসমৃদ্ধ খাবার দিয়ে এই রোগের প্রতিকার সম্ভব।

আরও পড়ুন :

ম‍্যারাসমাস কাকে বলে এবং এই রোগের লক্ষণ ও প্রতিকার ? 

Leave a Comment