তাপ কাকে বলে ? তাপের একক , প্রকারভেদ এবং তাপ ও তাপমাত্রার পার্থক্য | What is Heat

টেলিগ্ৰামে জয়েন করুন

তাপ কাকে বলে ? তাপের একক , প্রকারভেদ এবং তাপ ও তাপমাত্রার পার্থক্য | What is Heat

সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে তাপ কাকে বলে সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি। যা তোমাদের জন‍্য খুবই সাহায্যকারী হবে।

তাপ কাকে বলে : 

তাপ হলো এক প্রকার শক্তি যা গ্ৰহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু সাধারণত ঠান্ডা হয় তাকেই তাপ বলে।

অন্যভাবে বলা যায়, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়।

কোন গরম বস্তুতে হাত দিলে আমরা গরম অনুভব করি আবার কোন ঠান্ডা বস্তুতে হাত দিলে আমরা ঠান্ডা অনুভব করি। বিভিন্ন রকম তাপ আমাদের শরীরে বিভিন্ন রকম অনুভূতির সৃষ্টি করে। গরম, ঠান্ডা কিংবা সাধারণ জলে হাত দিলে আমাদের যে অনুভূতির পার্থক্য তৈরী হয় তার প্রধান কারণ হলো তাপ।

তাপের প্রকারভেদ :

তাপ প্রধানত তিন প্রকার যথা-১. বোধগম্য তাপ, ২. লীন তাপ, ৩.বিকীর্ণ তাপ

১.বোধগম্য তাপ কাকে বলে : যে তাপ গ্রহণে বস্তুর উষ্ণত বাড়ে এবং বর্জনে উষ্ণতা কমে তাকে বোধগম্য তাপ বলে।

২. লীনতাপ কাকে বলে : যে তাপ বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ কঠিনকে তরলে বা তরলকে বাষ্পে রূপান্তরিত করে তাকে লীনতাপ বলে।

৩. বিকীর্ণ তাপ : বিকিরণ পদ্ধতিতে যে তাপ একস্থান থেকে অন্যস্থানে সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে।

তাপের একক :

১. CGS পদ্ধতিতে তাপের একক ক্যালরি।

২. SI পদ্ধতিতে তাপের একক জুল।

৩. ক্যালরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়।

তাপ ও তাপমাত্রার পার্থক্য :

তাপ তাপমাত্রা
তাপ এক প্রকার শক্তি যা গরম বা ঠাণ্ডার অনুভুতি জম্মায়।তাপমাত্রা কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তু
তাপীয় সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে, না তাপ বর্জ
করবে তা নির্ধারণ করে।
তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না।তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে।
তাপের একক ক্যালরি।তাপমাত্রার একক ডিগ্রী সেলসিয়াস, ডিগ্রী ফারেনহাইট
কেলভিন প্রভৃতি ।
তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালরিমিটার।তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার।

আরও পড়ুন :

পর্বত কাকে বলে ? পর্বতের শ্রেণীবিভাগ ?

অগ্নুৎপাত কাকে বলে ? অগ্নুৎপাতের কারণ ও ফলাফল ?

Leave a Comment