ট্রাকিড কাকে বলে ? এর গঠন, অবস্থান ও কাজ

টেলিগ্ৰামে জয়েন করুন

ট্রাকিড কাকে বলে ? এর গঠন, অবস্থান ও কাজ

ট্রাকিড কাকে বলে : সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ট্রাকিড কাকে বলে এবং ট্রাকিডের গঠন, অবস্থান ও কাজ সম্পর্কে।

ট্রাকিড কাকে বলে :

লিগনিনযুক্ত, স্থূল কোশপ্রাকারবিশিষ্ট, সপাড় কূপযুক্ত, দু – প্রান্ত বদ্ধ , ছুঁচোলো ও লম্বাটে মৃত জাইলেম কোশকে ট্রাকিড বলে।

ট্রাকিডের গঠন :

ট্রাকিড হল জাইলেম কলার একটি উপাদান। এর গঠনগত বৈশিষ্ট্য গুলি নীচে আলোচনা করা হল-

আরও পড়ুন : কলা

1. ট্রাকিড লম্বা, দুই প্রান্ত বন্ধ ও ছুঁচোলো । এর কোশ প্রোটোপ্লাজমবিহীন ও মৃত। কোশগুলি প্রস্থচ্ছেদে কৌণিক প্রকৃতির হয়।

2.বেশি পরিমাণে লিগনিন জমা হওয়ায় কোশপ্রাকার খুব পুরু হয় ।

3. কোশে বড়ো গহ্বর উপস্থিত রয়েছে।

4. কোশপ্রাকার অসংখ্য কুপযুক্ত হয়।

5. স্থূলীভবনের জন্য কোশপ্রাকারে বিভিন্ন রকম অলংকরণ দেখা যায়।

ট্রাকিডের অবস্থান :

সপুষ্পক উদ্ভিদ ও টেরিডোফাইট জাতীয় উদ্ভিদের মূল ও কাণ্ডের জাইলেম কলায় ট্রাকিড অবস্থিত।

ট্রাকিডের কাজ :

ট্রাকিডের গুরুত্বপূর্ণ কাজগুলি হল-

1. ট্রাকিড জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহণে অংশগ্রহণ করে।

2. এটি উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করে।

3. কোনো কোনো ক্ষেত্রে এটি জল সঞ্চয় করে।

আরও পড়ুন : 

নিউক্লিয়াস কাকে বলে ? গঠন, অবস্থান ও কাজ 

1 thought on “ট্রাকিড কাকে বলে ? এর গঠন, অবস্থান ও কাজ”

Leave a Comment