ট্রাকিয়া কাকে বলে ? ট্রাকিয়ার গঠন, বৈশিষ্ট্য ও কাজ

টেলিগ্ৰামে জয়েন করুন

ট্রাকিয়া কাকে বলে ? ট্রাকিয়ার গঠন, বৈশিষ্ট্য ও কাজ

ট্রাকিয়া কাকে বলে : সুপ্রিয় বিদ‍্যার্থীরা আজকের পর্বটিতে শেয়ার করলাম ট্রাকিয়া কাকে বলে এবং ট্রাকিয়ার গঠন, বৈশিষ্ট্য ও কাজ সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত আলোচনাটি।

ট্রাকিয়া কাকে বলে :

প্রান্তপ্রাচীরবিহীন, নলাকৃতি সারিবদ্ধভাবে অবস্থিত , মৃত জাইলেম কোশকে ট্রাকিয়া বলে।

ট্রাকিয়ার বৈশিষ্ট্য :

জাইলেম কলার একটি গঠনগত উপাদান হল ট্রাকিয়া বা ভেসেল , ট্রাকিয়ার বৈশিষ্ট্যগুলি হল-

1. উভয়প্রান্ত উন্মুক্ত ট্রাকিয়াগুলি পরপর এক সারিতে নলের মতো সজ্জিত থাকে।

2. এদের প্রস্থপ্রাচীর অবলুপ্ত হওয়ায় এরা লম্বা নলের আকার ধারণ করে।

3. এদের প্রোটোপ্লাজম না থাকার ফলে এরা মৃত।

4. কোশপ্রাকার লিগনিনযুক্ত হওয়ার ফলে পুরু হয় এবং পার্শ্বপ্রাকার কৃপযুক্ত হয়।

5. কোশের মধ্যে বেশিরভাগ অংশ ফাঁকা থাকে।

6. স্থূলীভবনের জন্য কোশপ্রাকারে বিভিন্ন ধরনের অলংকরণ দেখা যায়।

ট্রাকিয়ার অবস্থান :

প্রায় সমস্ত গুপ্তবীজী এবং নিটাম নামক ব্যক্তবীজী উদ্ভিদের জাইলেম কলায় ট্রাকিয়া অবস্থান করে।

পড়ুন : কোষ

ট্রাকিয়ার কাজ :

ট্রাকিয়ার প্রধান কাজগুলি হল-

1. উদ্ভিদ অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।

2. ট্রাকিয়া জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহণ করে।

আরও পড়ুন : 

ট্রাকিড কাকে বলে ? গঠন, অবস্থান ও কাজ

Leave a Comment