SSC MTS GK in Bengali Part-3

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK in Bengali Part-3

সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম SSC MTS GK in Bengali Part-3 পর্বের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে।এই প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন‍্য গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তর গুলি।

SSC MTS GK in Bengali Part-3 :

1. কোন আঁশ খালি চোখে দেখা যায় না ?

উত্তর: প্লাকইড

2. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না ?

উত্তর: তিমি

3. পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কী বলে ?

উত্তর: পুসা বিন

4. মৌমাছি কতদিন বাঁচে ?

উত্তর: ৫০-৬০ দিন

5. কোন ভিটামিন কে বায়োটিন বলে ?

উত্তর: ভিটামিন H অপর নাম ভিটামিন B7

6. মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রোগ কোন বয়সে দেখা যায় ?

উত্তর: ৪০-৪৫ বছর

7. ফ্যাট কিসে দ্রবণীয় ?

উত্তর: ইথার ও ক্লোরোফর্ম

8. ক্রেবস চক্রে মোট কত অনু ATP তৈরি হয় ?

উত্তর: ১২ অনু

9. Intersex অবস্থা কাকে বলে ?

উত্তর: কোনো জীব স্ত্রী ও পুরুষ লিঙ্গের মাঝামাঝি দশা প্রাপ্ত হলে।

10. তেল ট্যানিন , ধাতব কেলাস ইত্যাদি কোন কোশ সঞ্চয় করে ?

উত্তর: ইডিওব্লাস্ট

11. অস্থিকোশ কয় ধরণের ও কী কী ?

উত্তর: তিন ধরনের যথা- Osteoblast , Osteoclast ও Osteocyte

12. নিউরোস্পোরা ছত্রাক কোথায় ব্যবহৃত হয় ?

উত্তর: জেনেটিক্সে গবেষণাগারে উপাদান হিসাবে

13. বায়োটা কী ?

উত্তর: কোনো নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ ।

14. রান্নার গ্যাসে ( LPG ) কোন – কোন উপাদান থাকে ?

উত্তর: বিউটেন ও প্রোপেন

15. উদত্যাগী পদার্থগুলি কোনটি ?

উত্তর: সোডিয়াম কার্বনেট

16. ব্রোমিন কী ?

উত্তর: এক ধরনের তরল অধাতু

17. কোন কঠিন পদার্থের দ্রাব্যতা , উষ্ণতা বাড়লে কমে যায় ?

উত্তর: অ্যামোনিয়াম সালফেট

18. চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার কী পরিবর্তন হয় ?

উত্তর: বাড়বে

19. জৈব তেল থেকে ডালডা তৈরিতে কী ব‍্যবহৃত হয় ?

উত্তর: তরল হাইড্রোজেন

20. রকেটে জ্বালানী হিসাবে কী ব্যবহৃত হয় ?

উত্তর: তরল হাইড্রোজেন

পড়ুন : আগের পর্ব -2 

1 thought on “SSC MTS GK in Bengali Part-3”

Leave a Comment