SSC MTS GK in Bengali Part-2

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK in Bengali Part-2

SSC MTS GK in Bengali Part-2 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম MTS GK in Bengali এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । চলুন দেখে নেওয়া যাক SSC MTS GK in Bengali Part-2 এর প্রশ্ন গুলি।

SSC MTS GK in Bengali Part-2 :

1. সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?

উত্তর : অ্যানাবিনা নস্টক

2. কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা ?

উত্তর : সীসা

3. পিউটার ধাতু সংকর উপাদানে কি কি থাকে ?

উত্তর : ৫০ % সীসা ও ৫০ % টিন

4. সোরেল সিমেন্ট কি কাজে ব্যাবহার করা হয় ?

উত্তর : দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়

5. স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয় ?

উত্তর : ইস্পাত

6. যে কোনো লেখ ফলে কোন অ্যাসিড থাকে ?

উত্তর : সাইট্রিক অ্যাসিড

7. টায়ালিন কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ?

উত্তর : শ্বেতসার

8. কলেরা ব্যাকটেরিয়ার আকৃতি কেমন ?

উত্তর : কমাকৃতি

9. ভাউকোরিয়া কী ?

উত্তর : একটি সিনোসাইটিক শৈবাল

10.  নিউমোনিয়া ব্যাকটেরিয়ার আকৃতি কেমন ?

উত্তর : গোলাকার

11. কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় ?

উত্তর : মিউকরের

12. মাইক্রোস্ফিয়ার প্রকল্পের প্রবক্তা হলেন ?

উত্তর : এস ডব্লু ফক্স

13. The Origin of Life On Earth ‘ বইটির লেখক হলেন ?

উত্তর : ওপারিন

14. নিষেকছাড়া বীজবিহীন ফল উৎপাদন কে বলে ?

উত্তর : পার্থেনোকাৰ্পি

15. তেঁতুলে কোন এসিড থাকে ?

উত্তর : টারটারিক এসিড

16. আমলকিতে কোন এসিড থাকে ?

উত্তর : অক্সালিক এসিড

17. আঙ্গুরে কোন এসিড থাকে ?

উত্তর : টারটারিক ও ম‍্যালিক এসিড

18. টমেটোতে কোন এসিড থাকে ?

উত্তর : সাইট্রিক এসিড

19. লেবুর রসে কোন এসিড থাকে ?

উত্তর : সাইট্রিক এসিড

20. আপেলে কোন এসিড থাকে ?

উত্তর : ম্যালিক এসিড

আগের পর্ব :

SSC MTS GK in Bengali Part-1

1 thought on “SSC MTS GK in Bengali Part-2”

Leave a Comment