SSC MTS GK in Bengali part-1 | এম টি এস জেনারেল নলেজ পর্ব-১

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK in Bengali part-1 | এম টি এস জেনারেল নলেজ  পর্ব-১

SSC MTS GK in Bengali part-1 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে MTS Gk in bengali এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর প্রদান করা হল। এই প্রশ্নগুলি তোমাদের আগামী SSC MTS, KP, WBP ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো দেখে নেওয়া যাক SSC MTS GK in Bengali part-1 এর প্রশ্ন উত্তর গুলি।

SSC MTS GK in Bengali :

1. আন্তঃআনবিক শক্তি কি ?

উ: আকর্ষন শক্তি

2. অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?

উ: আকর্ষন শক্তি বৃদ্ধি পায় না

3. পদার্থের তিন অবস্থার কারন কি ?

উ: আন্তঃআনবিক শক্তির পার্থক্য

4. কোনটির আয়তন নেই ?

উ: গ্যাসীয় পদার্থের

5. জল কয় অবস্থায় থাকতে পারে ?

উ: ৩ অবস্থায়

6. সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?

উ: ঊর্ধ্বপাতন

7. কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?

উ: লবন

8. আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের ?

উ: নাইট্রোজেন

9. তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে ?

উ: সমীভবন

10. পায়রার বায়ুথলির সংখ্যা কটি ?

উ: ৯ টি

11. স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে কীসের সংখ্যা বেশি ?

উ: পত্ররন্ধ্রের সংখ‍্যা

12. গোলকৃমি ও ফিতাকৃমি যথাক্রমে কোন পর্বের অন্তর্গত ?

উ: নিমাথেলমিনথিস ও প্লাটিহেলমিনথিস

13. ল্যাকটিক অ্যাসিড থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় ?

উ: 36 KCL

14. ফিতাকৃমির মুখ্য পোষক কে ?

উ: মানুষ

15. পলিপেপটাইড সংশ্লেষে অক্ষম কে ?

উ: Psendogene বা ছদ্মজিন , যা DNA র একটি খন্ডক

16. জীবাণুর প্রোটিন দিয়ে তৈরি আবরণকে কী বলে ?

উ: ক্যাপসিড

17. কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?

উ: আড্রিনালিন

18. লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ?

উ: ২৪ টি ভাগে

19. প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?

উ: বেন্থাম ও হুকার

20. পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?

উ: প্লাস্টিড

আরও পড়ুন :

Kolkata Police Gk in Bengali

2 thoughts on “SSC MTS GK in Bengali part-1 | এম টি এস জেনারেল নলেজ পর্ব-১”

Leave a Comment