ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন | বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরামের অবদান

টেলিগ্ৰামে জয়েন করুন

ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন | বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরামের অবদান

ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে তোমাদের সাথে শেয়ার করলাম বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন সেই সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত আলোচনাটি।

ক্ষুদিরামের অবদান | ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন :

ভূমিকা : ভারতের বিপ্লবী আন্দোলনে অসামান্য আত্মত্যাগের নজির রেখেছেন বাংলার অগ্নিপুত্র ক্ষুদিরাম বসু (1889-1908 খ্রি.)।

1. বিপ্লবী জীবনের সূচনা : ক্ষুদিরাম বসু ছাত্রাবস্থায় তাঁর শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর ভাবাদর্শে অনুপ্রাণিত হন এবং বৈপ্লবিক কাজ করার উদ্দেশ্যে যুগান্তর দলে যোগ দেন। তিনি পুলিশ কর্তাদের ওপর বোমা হামলার (1905 খ্রি.) দায়ে তিন বছর জেলে কাটান। ছাড়া পেয়ে যুগান্তর দলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তিনি ট্রেন ডাকাতিতে (1907 খ্রি.) অংশ নেন।

2. কিংসফোউকে হত্যার প্রচেষ্টা : যুগান্তর দলের বারীন্দ্র কুমার ঘোষ প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসুর হাতে অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব দেন। ইতিমধ্যে কিংসফোর্ড বদলি হয়ে কলকাতা থেকে মুজফফরপুর চলে গেলে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মুজফফরপুর যান। সেখানে তাঁরা বোমা মেরে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত মিসেস কেনেডি ও তাঁর কন্যাকে হত্যা করেন।

3. ফাঁসি : কেনেডি হত্যার পর প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেও ক্ষুদিরাম ধরা পড়েন। বিচারে ( আলিপুর বোমা মামলা, 1908 খ্রি.) ক্ষুদিরামের ফাঁসি হয় 11 আগস্ট 1908 খ্রি.। তিনি ভয়লেশহীনভাবে ফাঁসির দড়ি গলায় পড়েন।

4. প্রেরণা : ক্ষুদিরাম তাঁর জীবন উৎসর্গ করে প্রমাণ করেন যে, জীবনের চেয়ে মৃত্যু মহান। তাই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশবাসী যে-কোনো মূল্য দিতে প্রস্তুত। তিনি দুঃসাহসিক কাজকর্ম এবং আত্মত্যাগের যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন তা দেশের তরুণ সমাজকে বিপ্লবে উদ্বুদ্ধ করে।

মূল‍্যায়ন : স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ক্ষুদিরামের আত্মবলিদান ইতিহাসের এক বিরল দৃষ্টান্ড। তাঁর মৃত্যুতে ভারতীয় যুবমানসে যে আগুন জ্বলে ওঠে, তা কিছুকালের মধ্যে দাবানলের সৃষ্টি করে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবর্তী করে।

আরও পড়ুন : 

কল্পনা দত্ত স্মরণীয় কেন

প্রীতিলতা ওয়েদ্দেদার স্মরণীয় কেন

লীলা রায় স্মরণীয় কেন

মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন

1 thought on “ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন | বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরামের অবদান”

Leave a Comment