SSC MTS GK in Bengali Part-4

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK in Bengali Part-4

SSC MTS GK in Bengali Part-4 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS GK in Bengali এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর গুলি।

SSC MTS GK in Bengali Part-4 :

1. ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ?

A. মধ্যপ্রদেশ
B. তামিলনাড়ু
C. মহারাষ্ট্র
D.উত্তরপ্রদেশ

উত্তর : C

2. নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত ?

A. আইনস্টাইন
B. নিলস বোর
C. হাইজেনবার্গ
D.মাদাম কুরি

উত্তর : A

3. কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস- উৎসব পালন করে ?

A. অস্ট্রেলিয়া
B. ইউ.এস.এ.
C. গ্রেট ব্রিটেন
D. কানাডা

উত্তর : A

4. আলফ্রেড নোবেল কোনটির উদ্ভাবনা করেছিলেন ?

A. X- রশ্মি
B. ডায়নামো
C. ডিনামাইট
D.  ডিজেল ইঞ্জিন

উত্তর : C

5. রজার ফেডেরার কোন খেলার সাথে যুক্ত ?

A. ফুটবল
B. ব্যাডমিন্টন
C. হকি
D. টেনিস

উত্তর : D

6. নাসার মহাকাশযান যা মূলত বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম হল-

A. জুনো
B. ডন
C. ইউরোপা
D. গ্যালিলিও

উত্তর : A

7. মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?

A. ৪৪ টি
B. ৪৬ টি
C. ৪৮ টি
D. ২৩ টি

উত্তর : B

8. জাতীয় প্রযুক্তি দিবস পালিত করা হয় কোন দিনে ?

A. ১ লা মে
B. ১১ ই মে
C. ১২ ই মে
D. ১৪ ই মে

উত্তর : B

9. ভারতের জাতীয় পাখির নাম কি ?

A. কাক
B. ঈগল
C. শারস
D. ময়ূর

উত্তর : D

10. আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় ?

A. ১৫ ই জুন
B. ১ লা মে
C. ৫ ই মে
D. ১০ ই মে

উত্তর : B

11. সর্বশেষ গঠিত ভারতীয় নতুন রাজ্যটির নাম কি ?

A. তেলেঙ্গানা
B. ছত্তিসগড়
C. উত্তরাখণ্ড
D. ঝাড়খণ্ড

উত্তর : A

12. মহেঞ্জোদাড়ো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন ?

A. জন মার্শাল
B.  দয়ারাম সাহানি
C. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
D. বিপিন ঘোষ

উত্তর : C

13. হিমোগ্লোবিনের কাজ কি ?

A.  রক্তাল্পতা রোধ করা
B. ব্যাকটেরিয়া ধ্বংস করা
C. অক্সিজেন পরিবহন করা
D. শক্তির ব্যবহার করা

উত্তর : C

14. এঞ্জেল জলপ্রপাত অবস্থিত কোথায় ?

A. জিম্বাবোয়ে
B. ভেনেজুয়েলা
C. কানাডা
D. সুইজারল্যান্ড

উত্তর : B

15. বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয় কবে ?

A. ৫ ই জুন
B. ১৬ ই সেপ্টেম্বর
C. ১২ ই মে
D. ২২ শে এপ্রিল

উত্তর : D

আরও পড়ুন : আগের পর্ব -3

1 thought on “SSC MTS GK in Bengali Part-4”

Leave a Comment