বসন্ত ঋতুর হোলি উৎসব 2023 উৎযাপন ইতিহাস | Holi Festival 2023

টেলিগ্ৰামে জয়েন করুন

বসন্ত ঋতুর হোলি উৎসব 2023 উৎযাপন | Holi Festival 2023

হোলি উৎসব 2023

বসন্ত ঋতুর হোলি উৎসব 2022 উৎযাপন | Holi Festival 2022

উৎসব মানেই একটা আনন্দ আর যদি সেই উৎসবটি হয়ে যায় “রঙের উৎসব” তাহলে তো কোনো কথায় নেই । ফাল্গুন মাসের পূর্ণিমার দিনে যা মার্চের মাঝামাঝি সময়ে বসন্তের এই রঙিন উৎসবটি পালিত হয় । এই উৎসবটি বাঙালিদের কাছে “দোলযাত্রা” বা “বসন্ত উৎসব” নামে পরিচিত ।

আমাদের ভারতীয় দের কাছে এই হৌলি উৎসব একটি অত‍্যন্ত আনন্দের উৎসব নামে চির পরিচিত, ভারত ছাড়াও পৃথিবীর নানা প্রান্তে আনন্দের সাথে বিভিন্ন রং এবং ফুলের সহিত পালিত হয় এই  রঙিন উৎসবটি । এই হোলি উৎসব বা দোলযাত্রা হচ্ছে ভক্ত এবং ভগবান শ্রী  কৃষ্ণের নীকট আনন্দের বহিঃপ্রকাশ ঘটানোর একটি উৎসব । এই আনন্দের উৎসবটি বৃন্দাবন ব্রজ বাসীগন প্রায় কুড়ি দিনেরও বেশি সময় ধরে উৎযাপন করে থাকে ।

হোলি শব্দের উৎপত্তি, হোলির ইতিহাস ও  তাৎপর্য :

সুত্র: weekipedia

আমরা প্রায় সকলেই এই হোলি উৎসবটি  কেউবা জেনে কিংবা না জেনে পালন করে আসছি কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি এর উৎপত্তি বা ইতিহাস সম্পর্কে, তবে আসুন আমারা আজকে হোলির ইতিহাস সম্পর্কে জানি ।  হোলি হিন্দু সমাজের প্রাচীনতম একটি উৎসব যীশু খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে  হর্ষবর্ধন নামে কোন এক রাজা এই হোলি উৎসব পালন করত এবং আলবিরুনীর বিবরণ থেকে তথ্য মেলে মধ্যযুগের কোন কোন অঞ্চলে মুসলমানরাও এই হোলি উৎসবের সঙ্গে যুক্ত ছিল ।

মধ্যযুগের সেই সময় এই উৎসবকে হোলি উৎসব নয় হোলিকা উৎসব বলা হত । স্কন্দপুরাণে হোলি উৎসবের সূচনা সম্পর্কে জানা যায় যে শ্রী বিষ্ণুর ভক্ত হিরণ্যকশ্যপ নামে এক রাজা ছিলেন তিনি শ্রী বিষ্ণুর আরাধনা করতেন । হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদকে তার পিতার উপাসনা করতে বলায় তিনি রাজি ছিলেন না প্রহ্লাদ ছিলেন একজন শ্রী বিষ্ণুর প্রকৃত ভক্ত । হিরণ্য কশ্যপ তার পুত্র প্রহ্লাদ কে মেরে ফেলার ফন্দি করেছিল প্রবিনী রাক্ষস বোন হোলিকা কে দিয়ে । হোলিকা প্রহ্লাদ কে আগুনে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করে , হোলিকার এক মায়াবী শাল ছিল তা তাকে আগুন থেকে থেকে রক্ষা করতো ।

হিরণ‍্যকশ্যপের কথামতো প্রহ্লাদ কে কোলে নিয়ে হোলিকা আগুনে ঝাঁপ দেওয়ায় হোলিকার সেই অগ্নিরক্ষক মায়াবী শাল শী বিষ্ণুর কৃপায় হোলিকার পরিবর্তে প্রহ্লাদকে আবৃত করে যার করণে আগুনে পুড়ে হোলিকার মৃত্যু ঘটে । এই হোলিকার নাম অনুসারেই হোলি শব্দের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয় । ভগবান শ্রী বিষ্ণু হিরণ্যকশ্যপ কে নরসিংহ রূপে বধ করেছিল সেই আনন্দে আজও হোলি উৎসব পালিত হয়ে আসছে ।

ন‍্যাড়া পোড়া বা হোলিকা দহন  এর ইতিহাস :

হোলি উৎসব 2022 | হোলিকা দহন

বসন্ত শেষের এই উৎসবকে বছরের শেষ আনন্দিত উৎসব বলে মনে করা হয় । যখন হোলিকা প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে আগুনে ভস্ম হয়ে গিয়েছিল হোলিকার এই কাহিনী চাঁচর বা হোলিকা দহন নামে প্রচলিত যা দোলের আগের দিন সম্পন্ন হয় সাধারণ অর্থে একে ন‍্যাঁড়া পোড়াও বলা হয়ে থাকে । ন্যাঁড়াপোড়ার দিন খড়ের মানুষ তৈরি করে হোলিকার উদ্দেশ্যে সেই খড়ে আগুনে পুড়িয়ে দিয়ে হোলিকা দহন হিসেবে পালন করা হয়ে থাকে ।

হোলিতে রং ব‍্যবহার করা হয়  কেন :

প্রত‍্যেক বাঙালি তথা ভারতবাসীগন “দোল পূর্ণিমার” এই দোল উৎসবের অপেক্ষায় রত থাকেন সারা বছর ধরে। পশ্চিমবঙ্গের “শান্তিনিকেতনে বসন্ত উৎসব” হিসাবে আনন্দর সহিত পালন করা হয় এই দিনটি , এই পবিত্র দিনটি প্রত্যেক বাঙালি তথা ভারতীয়রা খুবই সামঞ্জস্যতার সঙ্গে পালন করে থাকে । এ বছর অর্থাৎ হোলি উৎসব 2023 এর উদযাপনের দিনটি হল 8 ই মার্চ যা ফাল্গুনের ২৩ তারিখের বুধবারে। বৈষ্ণব তথ্যসূত্রে দোল পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়তম রাধা ও অন্যান্য গোপীদের উদ্দেশ্যে আবির খেলায় মগ্ন হয়েছিলেন । তাই এই দিনটিকে  অনুসরণ করেই সমস্ত মানুষ বর্গ রং খেলায় মেতে ওঠেন ।

প্রাচীনকালের দিনে এখনকার মতো হোলি খেলার এত রঙ ছিল না তখনকার দিনের মানুষেরা নিম, হলুদ, পলাশ ইত্যাদি গাছের রং ব্যবহার করে হোলি খেলা  করতো ।

এই দিনটিতে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা একত্রিত হয়ে বসন্তের এই রঙের উৎসবে  গা ভাসিয়ে মেতে ওঠেন । সর্বশেষ রঙের এই বর্ষনের সমাপ্তি ঘটলে দেহের বিভিন্ন অঙ্গ থেকে রঙ পরিষ্কার করে  গুরুজনদেরকে মিষ্টিমুখ করিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করা হয় ।

হোলির গান : আসুন আমরা কিছু সুন্দর হোলির বাংলা গান শ্রবন করি ।

আরও পড়ুন : আত্মহত্যার কিসের জন‍্য

1. বসন্ত উৎসব 2023 কবে ?

উ: 8 March যা ফাল্গুন মাসের ২৩ তারিখ বুধবার।

2. 2023 এ দোল পূর্ণিমা কবে ?

উ : 7 মার্চ

3. Basanta utsav date 2023 Santiniketan ?

উ: 8 March

4. Basanta utsav 2023 in kolkata.

উ: 8 March

5. Dol 2023 date in West Bengal.

উ: 8 March

 

Leave a Comment