বন পরিষেবা দপ্তরে কর্মী নিয়োগ 2023 | Govt Job Recruitment 2023

টেলিগ্ৰামে জয়েন করুন

বন পরিষেবা দপ্তরে কর্মী নিয়োগ 2023 | Govt Job Recruitment 2023

বন পরিষেবা দপ্তরে কর্মী নিয়োগ 2023: এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বনো পরিষেবা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস করে থাকলে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত তথ্যগুলি নিজে দেখে নেয়া যাক।

বন পরিষেবা দপ্তরে কর্মী নিয়োগ 2023 :

◆ আবেদন পদ্ধতি :

1. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের জন‍্য নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করুন।

2. নিজের সকল প্রকার তথ্য প্রদান করে অনলাইন রেজিষ্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।

3. আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।

4. আবেদনের সময় অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।

5. শেষে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার সহ যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করতে বললে একে একে আপলোড করে দিন।

6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে এক কপি সঙ্গে রাখবেন।

◆ প্রয়োজনীয় ডকুমেন্ট: 

1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আথবা জম্ন সার্টিফিকেট।
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড আথবা আধার কার্ড।
3. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সই।
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।

◆ নিয়োগকারী সংস্থা: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তথা (UPSC) এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়ান তথা ভারতীয় ফরেস্ট সার্ভিসে কর্মী নিয়োগ করা হবে।

◆ শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্র আপনি যেকোনো শাখার ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে পারেন।

চাকরির খবর : ভারতীয় রেলে কর্মী নিয়োগ

◆ বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে ন্যুনতম বয়স রাখা হয়েছে 21-32 বছর। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

◆ আবেদনের শেষ দিন : আগামী 21 ফেব্রুয়ারি 2023 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটি প্রদান করা হলো।

Official Website > Clik Here

Official Notice > Clik Here

Leave a Comment