Madhyamik Geography Suggestion 2023 | মাধ‍্যমিক ভূগোল সাজেশন ২০২৩

টেলিগ্ৰামে জয়েন করুন

Madhyamik Geography Suggestion 2023 | মাধ‍্যমিক ভূগোল সাজেশন ২০২৩

Madhyamik Geography Suggestion 2023-মাধ‍্যমিক ভূগোল সাজেশন ২০২৩ আপনার প্রস্তুতি সূক্ষ্ম করতে এবং WBBSE ভূগোল পরীক্ষা 2023-এ ভাল পারফর্ম করার জন্য আপনার আত্মবিশ্বাস বাড়াতে পরীক্ষার আগে অনুসরণ করার জন্য শীর্ষ সাজেশন জানুন।

WBBSE ক্লাস 10 সাজেশন 2023: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE 23 ফেব্রুয়ারি, 2023, থেকে অফলাইন মোডে বোর্ড পরীক্ষা পরিচালনা করতে চলেছে। তাই, বিষয়ভিত্তিক পরীক্ষায় ভাল স্কোর করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই সমস্ত সাজেশন ও নমুনা পেপারগুলি গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে। আমরা এখানে 10 তম শ্রেণীর সমস্ত বিষয়ের জন্য WBBSE ভূগোল মাধ্যমিক সাজেশন ২০২৩ সরবরাহ করেছি। নতুন প্রশ্নপত্রের বিন্যাসের সাথে নিজেকে পরিচিত করতে এই Madhyamik Geography Suggestion 2023 সাজেশন অনুসরণ করুন।

Madhyamik Geography Suggestion 2023 :

বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ

এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলি হল-

1. নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও ?

2. সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ ?

3. হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও ?

4. বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও ?

5. হিমবাহ ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এর বিবরণ    দাও ?

বায়ুমণ্ডল

Madhyamik Geography Suggestion 2023 অবলম্বনে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল –

1. বায়ুমণ্ডলের স্তর গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও ?

2. বায়ুর উষ্ণতার তারতম্যের তিনটি কারণ লেখ ?

3. নিয়ত বায়ু ও চাপ বলায়ের মধ্যে সম্পর্ক আলোচনা কর ?

4. বৃষ্টিপাত কত প্রকার এবং কি কি সংক্ষিপ্ত আলোচনা কর ?

5. মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা কর ?

6. বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্নিং এর কারণগুলি লেখ ?

বারিমন্ডল

1. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা কর ?

2. জোয়ার ভাটার কারণ ও প্রভাব আলোচনা কর ?

ভারত

1. পশ্চিম /পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও ?

2. ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ আলোচনা কর ?

3. উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য আলোচনা কর ?

4. ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা কর ?

5. মাটির শ্রেণীবিভাগ করে দুটির বিবরণ দাও ?

6. স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ কর এবং দুটির বিবরণ দাও ?

7. চা, কফি, আখ, কার্পাস চাষের অনুকূল পরিবেশ আলোচনা কর ?

8. কার্পাস, পেট্রো রসায়ন ও ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ ?

9. পরিবহনের গুরুত্ব আলোচনা কর ?

সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক ভূগোল পরীক্ষা 2023 এর জন্য এই চারটি অধ্যায় থেকে তোমাদের বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বাকি অধ্যায় গুলি থেকে কোন বড়ো প্রশ্ন আসবে না। 

আরও পড়ুন : পরিবেশ দূষণ 

4 thoughts on “Madhyamik Geography Suggestion 2023 | মাধ‍্যমিক ভূগোল সাজেশন ২০২৩”

Leave a Comment