Madhyamik History Suggestion 2023 | মাধ‍্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

টেলিগ্ৰামে জয়েন করুন

Madhyamik History Suggestion 2023 | মাধ‍্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

Madhyamik History Suggestion 2023 | মাধ‍্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ আপনার প্রস্তুতি সূক্ষ্ম করতে এবং WBBSE ইতিহাস পরীক্ষা 2023-এ ভালো পারফর্ম করার জন্য আপনার আত্মবিশ্বাস বাড়াতে পরীক্ষার আগে অনুসরণ করার জন্য শীর্ষ সাজেশন জানুন।

WBBSE ক্লাস 10 সাজেশন 2023: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE 23 ফেব্রুয়ারি, 2023, থেকে অফলাইন মোডে বাংলা পরীক্ষা পরিচালনা করতে চলেছে। তাই, বিষয়ভিত্তিক পরীক্ষায় ভাল স্কোর করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই সমস্ত সাজেশন ও নমুনা পেপারগুলি গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে। আমরা এখানে 10 তম শ্রেণীর সমস্ত বিষয়ের জন্য WBBSE ইতিহাস মাধ্যমিক সাজেশন সরবরাহ করেছি। নতুন প্রশ্নপত্রের বিন্যাসের সাথে নিজেকে পরিচিত করতে এই Madhyamik History Suggestion 2023 | মাধ‍্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ অনুসরণ করুন।

Madhyamik History Suggestion 2023 :

পর্ষদের নিয়ম অনুযায়ী এবছর প্রথম এবং শেষ অধ্যায় থেকে কোন 8 মার্কের প্রশ্ন থাকবে না।

2.সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

1. শিক্ষা বিস্তারে পাচ‍্যবাদী ও  পাশ্চাত্য বাদীর বিতর্ক কি ? উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর ?

2. বাংলা নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা কর ? এর সীমাবদ্ধতা গুলি লেখ ?

3. ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল বা নব্য বঙ্গ আন্দোলনের পরিচয় দাও এবং এই আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা কর ?

4. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন এবং রামমোহনের নেতৃত্বে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা কর?

5. নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা কর ?

6. ১৯ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনের ব্রাহ্মসমাজ গুলির ভূমিকা আলোচনা কর ? ব্রাহ্মসমাজ কেন বিভাজিত হয়েছিল ?

3. প্রতিরোধ ও বিদ্রোহ

Madhyamik History Suggestion 2023 অবলম্বনে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল।

1. নীল বিদ্রোহ কেন ঘটেছিল বিদ্রোহের বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা কর ?

2. সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে আলোচনা কর ?

4. সংঘবদ্ধতার গোড়ার কথা

1. উনিশ শতকের বাংলায় রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে তা আলোচনা কর ? 8

2. সংক্ষেপে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা       কর ? 8

4 মার্কের প্রশ্ন :

1. আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয় ? 4

2. ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ? 4

3. গগনেন্দ্রনাথ ঠাকুরের কল্পচিত্র কিভাবে উপনিবেশিক সমাজে সমালোচনা করে ?4

4. মহারানীর ঘোষণাপত্র ? টীকা 4

5. বিকল্প চিন্তা ও উদ্যোগ

Madhyamik History Suggestion 2023 অবলম্বনে এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল-

1. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও ? 8

2. উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা কর ? 8

3. উনিশ শতকের বাংলায় ছাপাখানার বিকাশ ও ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা কর ? 8

4 মার্কের প্রশ্ন : 

1.. বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা ? 4

2. বসু বিজ্ঞান মন্দির ? টীকা 4

3. ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক কি আলোচনা কর ? 4

4. কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা আলোচনা কর ? 4

5. বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ  সায়েন্স এর ভূমিকা ? 4

6. বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন

Madhyamik History Suggestion 2023 অবলম্বনে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল-

1. ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আলোচনা কর ? ওয়ার্কস এন্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে টীকা লেখ ?

2. ভারতের উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর ?

7. বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

4 মার্কের প্রশ্ন :

1. মিরাট ষড়যন্ত্র মামলা ? টীকা 4

2. বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও ? 4

3. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা ? 4

4. একা আন্দোলন সম্পর্কে আলোচনা. কর ? 4

7. বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

1. সশস্ত্র বিরোধী আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা আলোচনা কর ? 8

2. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ? 8

আরও দেখুন : 

Madhyamik Geography Suggestion 2023 : Clik Here 

1 thought on “Madhyamik History Suggestion 2023 | মাধ‍্যমিক ইতিহাস সাজেশন ২০২৩”

Leave a Comment