Madhyamik Bengali Suggestion 2023 | মাধ‍্যমিক বাংলা সাজেশন ২০২৩

টেলিগ্ৰামে জয়েন করুন

Madhyamik Bengali Suggestion 2023 | মাধ‍্যমিক বাংলা সাজেশন ২০২৩

Madhyamik Bengali Suggestion 2023 | মাধ‍্যমিক বাংলা সাজেশন ২০২৩ আপনার প্রস্তুতির সূক্ষ্ম সুর করতে এবং WBBSE বাংলা পরীক্ষা 2023-এ ভাল পারফর্ম করার জন্য আপনার আত্মবিশ্বাস বাড়াতে পরীক্ষার আগে অনুসরণ করার জন্য শীর্ষ এই Madhyamik Bengali Suggestion 2023 টি জানুন।

Madhyamik Bengali Suggestion 2023 – মাধ‍্যমিক বাংলা সাজেসন ২০২৩ পশ্চিমবঙ্গ মাধ‍্যমিক পরীক্ষার সাজেশন ২০২৩ (West Bengal Secondary Class 10th Bengali Suggestion 2023) নিম্নে দেওয়া হল।এই পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ এর প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ।

WBBSE ক্লাস 10 সাজেশন 2023: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE 23 ফেব্রুয়ারি, 2023, থেকে অফলাইন মোডে বাংলা বোর্ড পরীক্ষা পরিচালনা করতে চলেছে। তাই, বিষয়ভিত্তিক পরীক্ষায় ভাল স্কোর করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই সমস্ত সাজেশন ও নমুনা পেপারগুলি গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে। আমরা এখানে 10 তম শ্রেণীর সমস্ত বিষয়ের জন্য WBBSE বাংলা মাধ্যমিক সাজেশন সরবরাহ করেছি। নতুন প্রশ্নপত্রের বিন্যাসের সাথে নিজেকে পরিচিত করতে এই Madhyamik Bengali Suggestion 2023 টি অনুসরণ করুন।

Madhyamik Bengali Suggestion 2023

বাংলা গল্প 

জ্ঞানচক্ষু

1. জ্ঞানচক্ষু গল্পর কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্রটি আলোচনা কর ?

2. “তোমার গল্প আমি ছাপিয়ে দেবো” বক্তা কে সে কি ছাপিয়েছিল কোথায় কিভাবে ছাপিয়েছে ছাপানোর পরিণতি কি  হয়েছিল ?

3. “তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে
অপমানের”- কোন দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে? ভোক্তার কাছে কেন এগুলো দুঃখ অপমান?

4. “শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন”- কোন দুঃখের মুহূর্তে কথা বলা হয়েছে সেই মুহূর্তে তখন কী সংকল্প করে?

বহুরূপী

1. “খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা- সে কিভাবে পাগল সেজে ছিল? একথা বলার কারণ কি? 3

2.” হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে”- নাটকীয় বৈচিত্র কি ? 3

3.”আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো”কে কাদের খেলা দেখাবে খেলাটি কেমন ছিল ? 3

4. “খাঁটি মানুষ তো নয়”- বক্তা কে ? তিনি খাঁটি মানুষ নন কেন ? 3

5. “জগদীশ বাবু যে কি কান্ড করেছেন”- কে জগদীশবাবু তিনি কি কাণ্ড করেছেন?3

6. একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় এবং কেন ? 3

পথের দাবী 

এ বছর পথের দাবী গল্প থেকে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কোন বড় প্রশ্ন আসবেনা শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই হবে।

অদল বদল

Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য অদল বদল গল্প থেকে 3 ও ৫ নম্বর মানের প্রশ্ন আসা সম্ভাবনা রয়েছে।

1. “এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো- কোন আওয়াজের কথা বলা হয়েছে ? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল?

2.” কি খাঁটি কথা”- খাঁটি কথাটা কি। মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও ?

3.” ইসাবের মেজাজ চড়ে গেল”- ইসাব কে তার মেজাজ চড়ে গেল কেন ?

4. ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ? কার কথা বলা হয়েছে ? খাঁটি জিনিসটা কি তা লেখ ?

5.”কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে “-বক্তাকে। প্রসঙ্গটি তাৎপর্য লেখ।

6.” হঠাৎ অমৃতের যাথায় একটা বুদ্ধি খেলে গেল” অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল?

7.” অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে” অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে? কিভাবে ?

8. আজ থেকে আপনার ছেলে আমার বক্তা এ কথা কাকে কেন বলেছিল ?

নদীর বিদ্রোহ 

এই গল্প থেকে এ বছর ৩ অথবা ৫ নম্বরের প্রশ্ন আসা সম্ভবনা প্রবল

1.”নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে” নদী কখন বিদ্রোহ করেছিল ? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখ?

2.” নিজের এই পাগলামীতে যেন আনন্দ উপভোগ করেন “কার পাগলামির কথা বলা হয়েছে?উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও?

3. নদীর বিদ্রোহ গল্পের নদীর বিদ্রোহী হয়ে ওঠার কি কারণ বলে তোমার মনে হয় ?

4 “নদীর জন্য নদের চাঁদের এতো মায়া একটু স্বাভাবিক” কেন স্বাভাবিক ব্যাখ্যা করো ?

5. “নদীকে এইভাবে ভালবাসার একটা কৈফিয়ৎ নদের চাঁদ দিয়েছিল” নদের চাঁদের পেশা কি। সে কি কৈফিয়ৎ দিয়েছিল?

6.” নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে “-কিসের জন্য? কেন?

7. “বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের” কেন? ৪. নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের চরিত্র লেখ ?

9.”চিঠি পকেটেই ছিল”-কোন চিঠি ?তার পরিণতি
কি হয়েছিল?

10.” পাঁচদিন নদীকে দেখা হয় নাই”- কার, কেন, এতে তার উৎসুক্যবোধের পরিচয় দাও ?

কবিতা :

অসুখী একজন

এই কবিতা থেকে এ বছর 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। Madhyamik Bengali Suggestion 2023 এর সম্ভাব্য প্রশ্নগুলি হল।

1. “তারপর যুদ্ধ এলো”- যুদ্ধ কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কি হয়েছিল ?

2.” আর সেই মেয়েটি আমার অপেক্ষায়”- কোন মেয়েটির কথা বলা হয়েছে, আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি?

3.” যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ-কয়লা ” কেন কি হয়েছিল বর্ণনা করো?

4.” রক্তের একটা কালো দাগ”- কোথায়, কখন, কার রক্তের দাগ এর কথা এখানে বলা হয়েছে ?

5. “শিশুরা খুন হল সেই মেয়েটির মৃত্যু হল না” – কি কারণে শিশুরা খুন হল? মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি ?

6.” তারপর যুদ্ধ এলো”- যুদ্ধ ভয়ঙ্কর রূপ এর পরিচয় দাও ?

7. অসুখী একজন কবিতায় অসুখী কে? কেন ?

আয় আরো বেঁধে বেঁধে থাকি

এই কবিতা থেকে 3 ও 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যেগুলি তোমরা Madhyamik Bengali Suggestion 2023 এ পেয়ে যাবে।

1. “আমাদের ডান পাশে ধ্বস”- আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন- তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন ?

2. “পায়ে পায়ে হিমানীর বাঁধ”- কাদের পায়ে পায়ে হিমানীর বাঁধ ? এই বিষয়ে গভীর বক্তব্য কি ?

3. “আমাদের পথ নেই কোন”- কেন পথ নেই ? যাদের পথ নেই তারা কারা ?

4. “আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি” কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায় ?

5. “আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে” কেন ? কাদের শিশুদের এরকম অবস্থা-?

6. “আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা” বক্তাদের ইতিহাস কেন এমন ? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য ?

আফ্রিকা

এই কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। 3 মার্কের প্রশ্ন আসতে পারে।

1. “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে” ওরা কারা ? ওদের পরিচয় দাও ?

2. “নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে” যাদের বলতে কাদের বলা হয়েছে ? তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি ?

3. “দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে” কখন কে দাঁড়াবে ?

4. “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে”- তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে – তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে ?

5. সভ্যের বর্বর লোক- সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন ?

6. “অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল”- অশুভ ধ্বনি কি ? দিনের অন্তিম তাৎপর্য কি?

7. গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে- কারা অন্ধ তাৎপর্য লেখ ?

8. “চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে”- তোমার বলতে কার কথা বলা হয়েছে ? তার অপমানিত ইতিহাসের অন্যান্য দাও ?

অভিষেক

Madhyamik Bengali Suggestion 2023 | মাধ‍্যমিক বাংলা সাজেশন ২০২৩ অবলম্বনে অভিষেক কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

1. “নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা”-পিতা ও পুত্রের পরিচয় দাও কবিতার পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ ?

2. অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ কর ?

3.”হেনকালে প্রমীলা সুন্দরী”- হেনকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে ? সেই সময় কি ঘটেছিল বিবরণ দাও ?

প্রলয়োউল্লাস

Madhyamik Bengali Suggestion 2023 অবলম্বনে এই কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 5 মার্কের প্রশ্ন আসবে না।

1.”অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর” চরাচর স্তব্ধ কেন ? অট্টরোলের হট্টগোল কি ?

2. সর্বনাশী জ্বালামুখী কে কেন ?

3. “কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর”- কাল ভয়ংকর কে ? তার ভয়ংকরের রূপের বর্ণনা দাও ?

4.”তোরা সব জয়ধ্বনী কর”- তোরা বলতে কাদের বোঝানো হয়েছে ? তারা জয়ধ্বনি করবে কাদের জন‍্য ?

5. গড়তে জানে সে চিরসুন্দর কে কি গড়তে জানে ?

অস্ত্রের বিরুদ্ধে গান

এই কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে-

1.”গানের বর্ম আজ পড়েছি গায়ে”- কে এই বর্ম গায়ে পড়েছে। গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ কর ?

2. “অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে”- অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কিভাবে প্রতিষ্ঠিত করেছে ? অস্ত্র কিসের প্রতীক ?

3. গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে কবিতা অম্বলম্বনে লেখ ?

4. আমার শুধু একটা কোকিল- বক্তা কে ? কোকিল শব্দটি ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে দাও ?

5. মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন ?

6. “গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড় কুটো”- বক্তা কে ? তার বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা কর ?

সিন্ধুতীরে

Madhyamik Bengali Suggestion 2023 অবলম্বনে এই কবিতার গুরুত্বপূর্ণ ৩ ও ৫ মার্কের প্রশ্ন গুলি হল ।

1. “পঞ্চকন্যা পাইলা চেতন” পঞ্চকন্যা কে ? তারা কিভাবে চেতন লাভ করেছিল ?

2. সিন্ধুতীরে কবিতা অবলম্বনে সমুদ্র কন্যার আচার-আচরণ ব্যাখ্যা কর ?

3. সিন্ধুতীরছ দেখি দিব্যস্থান দিব্যস্থানের বর্ণনা দাও ?

4. সিন্ধুতীরে কবিতায় প্রধান দুই চরিত্র পদ্মা ও পদ্মাবতীর পরিচয় দাও ?

5. বিধি মোরে না করো নৈরাশ- এটি কার প্রার্থনা ? এমন পার্থনার কারন কি ?

6. সিন্ধুতীরে রহিছে মাঞ্জস- মাঞ্জস শব্দের অর্থ কি ? তা কে দেখতে পেয়েছিল, দেখতে পাওয়ার কারণ কি ?

7. রূপে অতি রম্ভা যিনি- রম্ভা কে ? তার রূপের বর্ণনা করো ?

নাটক

সিরাজউদ্দৌলা

Madhyamik Bengali Suggestion 2023 অবলম্বনে এই নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল।

1. জানিনা আজ কার রক্ত সে চায় পলাশী! রাক্ষসী পলাশী কে ? কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে তাৎপর্য বুঝিয়ে দাও ?

2. সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা  ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ কর ?

3. “আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো” বক্তা কে ? তিনি কোন অক্ষমতার জন্য ক্ষমা চেয়েছেন ?

4. “মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প”- বলতে কাকে বোঝানো হয়েছে ? বক্তার এমন মন্তব্যের কারণ কি ?

5. “হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা”- এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখ ?

6. আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন। প্রতিহিংসার কারণ কি?

7. তার আদেশে হাসিমুখেই মৃত্যুকে বরণ করবো, এখানে কার আদেশের কথা বলা হয়েছে তাৎপর্য বুঝিয়ে দাও ?

8. জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা কর ?

9. বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন। এই উক্তিটির মাধ্যমে বক্তার কোন মানসিকতার পরিচয় পেয়েছে ?

প্রবন্ধ

Madhyamik Bengali Suggestion 2023 এ দুটি প্রবন্ধ থেকে তোমরা যে কোনো একটি প্রবোন্ধর প্রশ্ন ভালো করে পড়লে কমন পেয়ে যাবে।

হারিয়ে যাওয়া কালি কলম

1. “কথায় বলে কালি কলম মন লেখে তিনজন”- এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা কর ?

2. সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোট অনুষ্ঠান’- বক্তা এ কথা কেন বলেছে ? অনুষ্ঠানটির পরিচয় দাও ?

3. দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত ? প্রবন্ধ অনুসারে রকমারী দোয়াতের পরিচয় দাও ? কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল পরিচয় দাও ?

4. “সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু”- কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন ? কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে কবির সংশয় ?

5. ফাউন্টেন পেন কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব সৃষ্টি করেছিল ?

6. “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই” কারা-কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন ?

7. “লাঁঠি তোমার দিন ফুরাইয়াছে” কার রচনা ? প্রাবন্ধিক কোন প্রসঙ্গে কথাটি ব্যবহার করেছেন ?

বাংলা ভাষায় বিজ্ঞান

Madhyamik Bengali Suggestion 2023 অবলম্বনে বাংলা ভাষায় বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল।

1. “এই দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না “- কোন দোষের কথা বলা হয়েছে ? বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত  হবে ?

2. “আমাদের অলংকারিকগন শব্দের  ত্রিবিধ কথা বলেছেন”- আলংকারিক বলতে কী বোঝায় ? ত্রিবিশ বিষয়টি বর্ণনা কর ?

3. “তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যায়”- তাদের বলতে তাদের বোঝানো হয়েছে? তাদের দুটি শ্রেণীতে ভাগ করার কারণ কি ?

কোনি

Madhyamik Bengali Suggestion 2023 কোনি এর সম্ভাব্য প্রশ্নগুলো হল-

পাঠ-1

1.ঘাটে থৈথৈ ভিড়” কোথাকার ঘাটে ভিড়? ভিড় এর কারণ কি?ভিড় এর বর্ণনা দাও?

2.” আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি” বারুণী কি? কাঁচা আমের ছড়াছড়ি কেন? আম দেখলে কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়? বাড়িতে গঙ্গার ঘাটে কাদের বেশি?

পাঠ-2

1.”চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে” প্রজাপতি কি? আগে ডানা মেলতে পারেনি কেন? এখন কিভাবে ডানা মেলেছে ?

2. “প্রথমদিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতী কে, সে বিদ্রোহী হয়েছিল কেন বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো

পাঠ-3

1. “না ওরা জুপিটারের শত্রু”- ওরা কারা? ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি লেখ?

2. “আমি এবার সত্যি কারের কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেবে একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি” কথাটি কে কাকে বলেছে ?কখন এই কথা বলা হয়েছে উক্তিটির তাৎপর্য লেখ?

পাঠ-4

1. “ক্ষিতীশ অবাক হয়ে গেল” ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল? তাকে কি বলে সম্বোধন করেছে প্রসঙ্গ নির্দেশ করো?

2. ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগল শুধু একজনকেই” একজন বলতে কার কথা বলা হয়েছে? কোথাকার ঘটনার কথা বলা হয়েছে?

পাঠ-5

1. “চিত্কার একটা হতাশায় ভেঙে পড়ল”- কার চিৎকার এর কথা বলা হয়েছে ? সে চিৎকার করছিল কেন তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি?

পাঠ-6

1. “বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করল চিকচিক করে উঠল চোখ দুটো” কার সম্পর্কে কথা বলা হয়েছে? কেন তার এই অবস্থা?

2. “সাতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার “কে কাকে কথাটি বলেছে? কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখ?

পাঠ-7

1.”কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে” কে কাকে একথা বলেছে? কার সম্পর্কে এ কথা?কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো?

পাঠ-8

1 “গাছে অনেক দূর উঠে গেছে মই কেড়ে নিলে নামতে পারবো না “কে কাকে একথা বলেছে? কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? অর্থ পরিস্ফুট কর?

পাঠ-9

1.” এটা বুকের মধ্যে পুষে রাখুক “কথাটি কে ভেবেছে? কথাটির তাৎপর্য লেখ?

পাঠ-10

1. “একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়” কে কাকে কথাটি বলেছে? প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো?

পাঠ-12

1.” ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেলো ” থ হয়ে যাওয়ার কারণ কি?সে কিভাবে প্রতিবাদ জানিয়েছিল? ক্ষিতীশ এর সঙ্গে কাদের কিরূপ বাদানুবাদ হয়েছিল?

পাঠ-13

1. “অত হিংসা ভালো নয়”- কে কাকে বলেছে? কখন বলেছে? এই উক্তির মধ্যে বক্তার চরিত্রের কোনদিকে ফটে ওঠে?

সম্মিলিত প্রশ্ন

1.কোনি উপন্যাসে লীলাবতী, ক্ষিতীশসিংহ, কোনির চরিত্র বিশ্লেষণ করো ?

প্রতিবেদন রচনা 

Madhyamik Bengali Suggestion 2023 এর গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা গুলি হল –

1. তোমাদের বিদ্যালয়ে পালিত বা অনুষ্ঠিত যে কোন একটি উৎসবের বর্ণনা ? (স্বাধীনতা দিবস 75 তম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শিক্ষক দিবস, প্লাস্টিক বিরোধী আন্দোলন, নেতাজি, রবীন্দ্রনাথ অথবা রামমোহন জয়ন্তী)

2. তোমাদের এলাকায় কোন কিছুর উদ্বোধন বা পালন ?

3. বিশেষ কোন ব্যক্তির প্রয়াণ অর্থাৎ মৃত্যু বার্তা ?

4. সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা বা যে কোন একটা পথ দুর্ঘটনা ?

5. টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ?

6. ডেঙ্গু ম্যালেরিয়া বা কোন রোগের প্রকোপ ?

7. কোন খেলায় ভারতের সাফল্য (কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য)

8. জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণ ?

সংলাপ রচনা 

Madhyamik Bengali Suggestion 2023 এর সংলাপ থেকে সম্ভব‍্য প্রশ্ন গুলি হল-

1. পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?

2. বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?

3. রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?

4. প্রাকৃতিক দুর্যোগে ও ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ ?

5. প্লাস্টিক বা মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?

6. চারিদিকে অরণ্যবিন্যাশে বিপন্ন প্রকৃতি এই নিয়ে সংলাপ ?

7. শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?

8.ছাত্রজীবনে গ্ৰন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?

9. মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?

বঙ্গানুবাদ

বঙ্গানুবাদ গুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে।

রচনা

Madhyamik Bengali Suggestion 2023 এর সম্ভাব্য রচনাবলী হল –

1. বিজ্ঞান ও কুসংস্কার

2. বাংলার উৎসব

3. বাংলার ঋতু বা তোমার প্রিয় ঋতু

আরও দেখুন :

Madhyamik Geography Suggestion 2023 : Clik Here

Madhyamik History Suggestion 2023 : Clik Here

6 thoughts on “Madhyamik Bengali Suggestion 2023 | মাধ‍্যমিক বাংলা সাজেশন ২০২৩”

  1. আপনি কি করে বলছেন পথের দাবী থেকে বড়ো প্রশ্ন আসবে না 🤨
    আপনি কি 100% sure

    Reply
  2. This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!

    Reply

Leave a Comment