বিপরীত বিভেদন কাকে বলে | What is De Differentiation

টেলিগ্ৰামে জয়েন করুন

বিপরীত বিভেদন কাকে বলে | What is De Differentiation

বিপরীত বিভেদন কাকে বলে : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা বিপরীত বিভেদন কি বা কাকে বলে সেই সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

বিপরীত বিভেদন কাকে বলে :

বিভেদিত কোষগুলি যে প্রক্রিয়ায় পুনরায় সাধারণ কোশে রূপান্তরিত হয়ে বিভাজনে অংশগ্রহণ করে, তাকে বিপরীত বিভেদন বলে।

ভাজক কলা থেকে বিভাজন প্রক্রিয়ায় প্যারেনকাইমা নামক স্থায়ী কলার সৃষ্টি হয়। গৌণ বৃদ্ধির সময় নালিকা বান্ডিলের মধ্যবর্তী স্থানগুলিতে অবস্থিত প্যারেনকাইমা কোশগুলি তাদের বৈশিষ্ট্য হারিয়ে আবার ভাজক কলায় রূপান্তরিত হয়। নালিকা বান্ডিলের অন্তর্বর্তী এই ভাজক কলাস্তরকে ইন্টারফ্যাসিকুলার ক্যামবিয়াম
বলে।

কাষ্ঠল উদ্ভিদের বহিঃস্তরের নীচে অবস্থিত প্যারেনকাইমা কলার একটি স্তরও অনুরূপভাবে বিপরীত বিভেদনের মাধ্যমে ফেলোজেন
নামক ভাজক কলায় রূপান্তরিত হয়।

আরও পড়ুন : 

বিভেদন কাকে বলে ?

মনোযোগ কাকে বলে ? 

Leave a Comment