বর্তমানে কে কোন পদে আছে 2023 | List Of Who is in Which Position 2023

টেলিগ্ৰামে জয়েন করুন

বর্তমানে কে কোন পদে আছে 2023 | List Of Who is in Which Position 2023

বর্তমানে কে কোন পদে আছে 2023 : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা বর্তমানে কে কোন পদে আছে 2023 ভারতে সেই সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে। চলুন দেখে নেওয়া যাক বর্তমানে ভারতে কে কোন পদে আছে

বিভিন্ন উচ্চ পর্যায়ের ব‍্যক্তি এবং তাদের অবস্থান পরিবর্তন হতে থাকে এই পোষ্টে ভারতে বর্তমানে কে কোন পদে আছে 2023 সেই সম্পর্কে আলোচনা করলাম। এই সম্পর্কিত প্রশ্ন গুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমানে কে কোন পদে আছে 2023 :

1. বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম কী?

A. প্রতিভা পাটিল
B. দ্রৌপদী মুর্মু
C. প্ৰণব মুখার্জী
D. অর্জুন মুন্ডা

উত্তর : B

2. বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির নাম কী?

A. প্রতিভা পাটিল
B. দ্রৌপদী মুর্মু
C. জদীপ ধানখড়
D. অর্জুন মুন্ডা

উত্তর : C

3. বর্তমানে ভারতের প্রধান মন্ত্রীর নাম কী ?

A. এস জয়শংকর
B. দ্রৌপদী মুর্মু
C. নরেন্দ্র মোদী
D. অর্জুন মুন্ডা

উত্তর : C

4. বর্তমানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কী ?

A. এস জয়শংকর
B. দ্রৌপদী মুর্মু
C. অমিত শাহ
D. অর্জুন মুন্ডা

উত্তর : C

5. বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী ?

A. রাজনাথ সিংহ
B. দ্রৌপদী মুর্মু
C. নরেন্দ্র মোদী
D. অর্জুন মুন্ডা

উত্তর : A

6. বর্তমানে ভারতের সড়ক পরিবহন মন্ত্রীর নাম কী?

A. এস জয়শংকর
B. দ্রৌপদী মুর্মু
C. নিতিন গাদকারী
D. অর্জুন মুন্ডা

উত্তর : C

7. বর্তমানে ভারতের রেল মন্ত্রীর নাম কী ?

A. এস জয়শংকর
B. দ্রৌপদী মুর্মু
C. ধর্মেন্দ্র প্রধান
D. অশ্বিনী বৈষ্ণব

উত্তর : D

8. বর্তমানে ভারতের স্বাস্থ্য মন্ত্রীর নাম কী ?

A. এস জয়শংকর
B. মনসুথ মান্দাবিয়া
C. নরেন্দ্র মোদী
D. অর্জুন মুন্ডা

উত্তর : B

9. বর্তমানে ভারতের আইন মন্ত্রীর নাম কী ?

A. অর্জুন রাম মেঘওয়াল
B. কিরণ রিজিজু
C. রাজনাথ সিংহ
D. সর্বনন্দা সোনবল

উত্তর : A

10. বর্তমানে ভারতের আদিবাসী বিষয়ক মন্ত্রীর নাম কী ?

A. কিরণ রিজিজু
B. অর্জুন মুন্ডা
C. দ্রৌপদী মুর্মু
D. ধর্মেন্দ্র প্রধান

উত্তর : B

11. বর্তমানে ভারতের মুখ্য সচিবের নাম কী?

A. রাজীব শুক্লা
B. রাজীব সিনহা
C. রাজীব গৌবা
D. রাজীব করাত

উত্তর : C

12. বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক এর গভর্নর এর নাম কী ?

A. শক্তিকান্ত দাস
B. অর্জুন মুন্ডা
C. দ্রৌপদী মুর্মু
D. ধর্মেন্দ্র প্রধান

উত্তর : A

13. বর্তমানে ISRO র চেয়ারম্যান এর নাম কী ?

A. অজয় কুমার ভালা
B. এস সোমনাথ
C. দিনেশ থাড়া
D. রাজীব শুক্লা

উত্তর : B

14. বর্তমানে DRDO র চেয়ারম্যান এর নাম কী ?

A. KV কামাত
B. অজয় কুমার ভালা
C. এস সোমনাথ
D. দিনেশ খাড়া

উত্তর : A

15. বর্তমানে SBI র চেয়ারম্যান এর নাম কী ?

A. অজয় কুমার ভালা
B. এস সোমনাথ
C. দিনেশ কুমার খাড়া
D. রাজীব শুক্লা

উত্তর : C

16. বর্তমানে CBDT র চেয়ারম্যান এর নাম কী ?

A. অনিতা কাপুর
B. এস সোমনাথ
C. দিনেশ থাড়া
D. রাজীব শুক্লা

উত্তর : A

17. বর্তমানে আর্মি চিফ এর নাম কী ?

A. জেনারেল মনোজ পান্ডে
B. অ্যাডমিরাল আর হরি কুমার
C. এয়ার চিফ মার্শাল ভার চৌধুরী
D. জেনারেল বিপিন রবাত

উত্তর : A

18. বর্তমানে নৌসেনা প্রধান এর নাম কী ?

A. জেনারেল মনোজ পান্ডে
B. অ্যাডমিরাল আর হরি কুমার
C. এয়ার চিফ মার্শাল ভার চৌধুরী
D. জেনারেল বিপিন রবাত

উত্তর : B

19. বর্তমানে বায়ুসেনা প্রধান এর নাম কী ?

A. জেনারেল মনোজ পান্ডে
B. অ্যাডমিরাল আর হরি কুমার
C. এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী
D. জেনারেল বিপিন রবাত

উত্তর : C

20. বর্তমানে UPSC র চেয়ারম্যান কে ?

A. এস সোমনাথ
B. দিনেশ খাড়া
C. রাজীব শুক্লা
D. মনোজ সোনি

উত্তর : D

21. বর্তমানে SSC র চেয়ারম্যান কে ?

A. এস সোমনাথ
B. দিনেশ থাড়া
C. এস কিশোর
D. রাজীব শুক্লা

উত্তর : C

22. বর্তমানে SEBI এর চেয়ারম্যান কে ?

A. মাধবী পুরী বাচ
B. দিনেশ খাড়া
C. এস কিশোর
D. রাজীব শুক্লা

উত্তর : A

23. বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী কে ?

A. এস জয়শংকর
B. অর্জুন মুন্ডা
C. দ্রৌপদী মুর্মু
D. ধর্মেন্দ্র প্রধান

উত্তর : A

24. বর্তমানে ভারতের অর্থ মন্ত্রী কে ?

A. মাধবী পুরী বাচ
B. নির্মলা সীতারমান
C. এস জয়শংকর
D. ধর্মেন্দ্র প্রধান

উত্তর : B

25. বর্তমানে ভারতের শিক্ষা মন্ত্রী কে?

A. কে শিবান
B. অনুরাগ ঠাকুর
C. এস জয়শংকর
D. ধর্মেন্দ্র প্রধান

উত্তর : D

আরও দেখুন :

পদ্ম পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা 

নোবেল পুরস্কার 2022 বিজয়ীদের তালিকা

Leave a Comment