বিভেদন কাকে বলে | What is Differentiation

টেলিগ্ৰামে জয়েন করুন

বিভেদন কাকে বলে | What is Differentiation

সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা বিভেদন কাকে বলে সেই সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

বিভেদন কাকে বলে :

শুধুমাত্র কোশ বিভাজন বা কোশের আয়তন বৃদ্ধির ফলে উদ্ভিদের বৃদ্ধি সম্ভব নয়। কোশপুঞ্জ থেকে বিভিন্ন কলা বা উদ্ভিদ অঙ্গ গঠিত হয়। এই প্রক্রিয়াকে বিভেদন বলে।

সংজ্ঞা :

বিভেদন হল কোশের স্থায়ী ও গুণগত পরিবর্তন যার ফলে উদ্ভিদে বিভিন্ন আকৃতি ও প্রকৃতির কোষ, কলা বা অঙ্গের সৃষ্টি হয়।

বিভেদনের ফলেই বিভিন্ন অঙ্গের বা কোষের সৃষ্টি হয় যারা পৃথক পৃথক গঠনবিশিষ্ট হয় এবং ভিন্ন ধরনের যান্ত্রিক বা শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। এইভাবেই উদ্ভিদে শ্রমের বিভাজন স্থাপিত হয়।

আরও পড়ুন : 

মনোযোগ কাকে বলে এবং মনোযোগের শ্রেণীবিভাগ, প্রকৃতি ও বৈশিষ্ট্য ? 

1 thought on “বিভেদন কাকে বলে | What is Differentiation”

Leave a Comment