চন্দ্রযান ১ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর | Chandrayaan 3 GK in Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

চন্দ্রযান ১ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর

চন্দ্রযান ১ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর : ভারত চন্দ্রযান ১ সফল ভাবে উৎক্ষেপণ করছিল 22 অক্টোবর 2008 সালে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে (ISRO দ্বারা) । আজকের এই পর্বটিতে কিছু গুরুত্বপূর্ণ চন্দ্রযান ১ সম্পর্কে জিকে প্রশ্ন উত্তর প্রদান করলাম। চলুন দেখে নেওয়া যাক চন্দ্রযান ১ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর গুলি।

চন্দ্রযান ১ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা চন্দ্রযান ১ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

চন্দ্রযান ১ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর :

1. মিশন চন্দ্রযান-1 কোন সংস্থা লঞ্চ করেছিল?

A. ISRO
B. NASA
C. DRDO
D. কোনোটিই নয়

উত্তর : A

2. মিশন চন্দ্রযান- কবে লঞ্চ করা হয়েছিল?

A. 15 জুলাই 2009
B. 22 অক্টোবর 2008
C. 20 আগস্ট 2006
D. 14 জুলাই 2020

উত্তর : B

3. চন্দ্রযান 1 মিশনের উদ্দেশ্য কি ছিল ?

A. চাঁদে জল ও বরফ খোঁজ করা
B. খনিজ ও রাসায়নিক পদার্থ খোঁজ করা
C. চাঁদে থ্রিডি ছবি তৈরি করা
D. উপরের সবগুলি

উত্তর : D

4. মিশন চন্দ্রযান-1 কোথায় থেকে লঞ্চ করা হয়েছিল ?

A. বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার
B. সতীশ ধাওয়ান স্পেস সেন্টার,শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ)
C. ইসরো
D. কোনোটিই নয়

উত্তর : B

5. চন্দ্রযান-1 চাঁদের কক্ষপথে কবে প্রবেশ করেছিল ?

A. 6 নভেম্বর 2008
B. 10 নভেম্বর 2008
C. 8 নভেম্বর 2008
D.11 নভেম্বর 2008

উত্তর : C

6. চন্দ্রযান-1 কে কোন রকেটের সাহায্যে লঞ্চ করা হয়েছিল ?

A. LVM3-M4
B. PSLV C-18
C. PSLV C-25
D. PSLV C-11

উত্তর : D

7. চন্দ্রযান-1 এর ল্যান্ডিং পয়েন্টের নাম কি রাখা হয়েছিল ?

A. জওহর পয়েন্ট
B. ইন্দিরা পয়েন্ট
C. রাজেন্দ্র পয়েন্ট
D. রাজীব পয়েন্ট

উত্তর : A

8. চন্দ্রযান মিশন 1 লঞ্চ করার সময় ইসরোর অধ্যক্ষ কে ছিলেন ?

A. কে.রাধাকৃষ্ণন
B. শোলেস কুমার
C. জি. মাধবন নায়ার
D. কে. সিবান

উত্তর : C

9. চন্দ্রযান মিশন-1 লঞ্চ করার সময় ভারতের প্রধানমন্ত্রী কে
ছিলেন?

A. মনমোহন সিং
B. নরেন্দ্র মোদি
C. অটল বিহারী বাজপেয়ী
D. প্রণব মুখার্জি

উত্তর : A

10. চন্দ্ৰযান মিশন-1 লঞ্চ করার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন ?

A. রামনাথ কোবিন্দ
B. রাজেন্দ্র প্রসাদ
C. প্রণব মুখার্জি
D. প্রতিভা পাতিল

উত্তর : D

11. চন্দ্রযান-1 মিশন কত বছর কার্য করার জন্য লঞ্চ করা হয়েছিল?

A. 3 বছর
B. 2 বছর
C. 5 বছর
D. 9 বছর

উত্তর : B

12. চন্দ্রযান-1 এর সাথে যোগাযোগ কবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ?

A. 20 আগস্ট 2009
B. 25 আগস্ট 2009
C. 28 আগস্ট 2009
D. 30 আগস্ট 2009

উত্তর : C

13. আমেরিকার অন্তরীক্ষ এজেন্সি নাসা চন্দ্রযান-1 কবে খুঁজে পেয়েছিল?

A. 2015
B. 2014
C. 2020
D. 2017

উত্তর : D

আরও দেখুন :

চন্দ্রযান ৩ সম্পর্কে জিকে প্রশ্ন উত্তর 

1 thought on “চন্দ্রযান ১ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর | Chandrayaan 3 GK in Bengali”

Leave a Comment