নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ‍্যায় প্রশ্ন উত্তর PDF | Class 9 Life Science Chapter 1 Question Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ‍্যায় প্রশ্ন উত্তর PDF | Class 9 Life Science Chapter 1 Question Answerনবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ‍্যায় প্রশ্ন উত্তর – Class 9 Life Science Chapter 1 Question Answer : এখানে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ‍্যায় প্রশ্ন উত্তর গুলি প্রদান করলাম। যদি আপনি একজন নবম শ্রেণীর ছাত্র-ছাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ‍্যায় প্রশ্ন উত্তর গুলি দেখা অবশ‍্যক।

প্রিয় ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হল। তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ‍্যায় প্রশ্ন উত্তর :

1. সজীব বস্তু ও পরিবেশের আন্তঃবিক্রিয়ার বহিঃপ্রকাশকে কি বলে ?

উ: জীবন

2. সব জীবেরই মূল জীবনের ভৌত ভিত্তি কি ?

উ:  প্রোটোপ্লাজম

3. জীবদেহের সব ধরনের রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে কি বলে ?

উ:বিপাক

4. অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে ‘ এই মতবাদটিকে কি বলা হয় ?

উ: রাসায়নিক উৎপত্তির মতবাদ

5. জীব সৃষ্টির আগে পৃথিবীর পরিবেশের একটি বিশেষ বৈশিষ্ট্য হল-

উ: অক্সিজেন গ্যাসের অনুপস্থিতি

6. জীবনের রাসায়নিক উৎপত্তির প্রথম ধাপ কি ?

উ: সরল জৈব যৌগের উৎপত্তি

7. জীবনের রাসায়নিক উৎপত্তির তৃতীয় পর্যায়ে গঠিত হয়–

উ: কোয়াসারভেট

8. বেশির ভাগ জীববিজ্ঞানীর মতে , পৃথিবীতে প্রথম কোশের  আবির্ভাব ঘটে-

উ: সমুদ্রে

9. প্রোটিনয়েডের ধারণা দেন বিশিষ্ট বিজ্ঞানী

উ: ফক্স

10. প্রোটোবায়ন্ট গঠিত হয় কীসের সংযুক্তির ফলে ?

উ: নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন

11. জীবনের উদ্ভবে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল-

উ: নিউক্লিওটাইড

12. জীবনের জৈবরাসায়নিক উৎপত্তি তত্ত্ব প্রথম প্রবর্তন করেন কে ?

উ:ওপারিন

13. ইউরে এবং মিলার তাঁদের পরীক্ষায় অ্যামোনিয়ার সঙ্গে ব্যবহার করেন-

উ: CH4, H2O ও H2

14. মাইক্রোস্ফিয়ার কথাটি উল্লেখ করেন কে ?

উ: সিডনি ফক্স

15. জীব সৃষ্টির সময়ে আদি সমুদ্রের জলকে বলা হত জৈব পদার্থের উয় লঘু তরল ‘ – এই মতবাদের প্রবক্তা কে ?

উ: হ্যালডেন

16. জীব সৃষ্টির সময়ে পৃথিবীর বায়ুমণ্ডল ছিল-

উ: বিজারিত

17. বিশ্বের প্রথম বায়ুমণ্ডলের বেশির ভাগ যা দিয়ে গঠিত ছিল , তা হল-

উ: হাইড্রোজেন

18.‘ জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে ‘ -এই সিদ্ধান্তটি কে বলেছেন ?

উ: লুই পাস্তুর

19. পৃথিবীতে আবির্ভূত প্রথম সালোকসংশ্লেষকারী জীব কী?

উ:  সায়ানোব্যাকটেরিয়া

20. কত বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল ?

উ:  3.7 বিলিয়ন বছর আগে

21.‘ বায়োলজি ’ শব্দের প্রবর্তক কে ?

উ:  ল্যামার্ক

22. জীববিদ্যার কোন শাখায় জীবদেহের নানাবিধ কলা ও কোশ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় ?

উ: হিস্টোলজি

23. জীববিদ্যার কোন শাখায় জীবদেহের বিভিন্ন রোগের প্রকৃতি , আলোচনা করা হয় ?

উ: প‍্যাথোলজি

24. জীববিদ্যার কোন শাখায় জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয় ?

উ: বিবর্তনীয় জীববিদ্যা

25. জীববিদ্যার কোন শাখায় ভ্রূণের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় ?

উ: এমব্রায়োলজি

26. জীববিদ্যার কোন শাখায় পরজীবী উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে আলোচনা করা হয় ?

উ: প্যারাসাইটোলজি

27. জীববিদ্যার কোন শাখায় জীবাশ্ম পরীক্ষানিরীক্ষার মাধ্যমে প্রাগৈতিহাসিক জীব সম্বন্ধে আলোচনা করা হয় ?

উ: প্যালিয়ন্টোলজি

28. জীবজগতের শ্রেণিবিন্যাসের রীতিনীতি সম্পর্কে জীববিদ্যার কোন শাখায় আলোচনা করা হয় ?

উ: ট‍্যাক্সোনমি

29. রাশিশাস্ত্রের সঙ্গে জীববিদ্যার সম্পর্কিত শাখা কোনটি ?

উ: বায়োমেট্রি

30. জীববিদ্যা ও ইলেকট্রনিক্স – এর সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাটি হল-

উ: বায়োনিক্স

31. মহাকাশবিজ্ঞান ও জীববিদ্যার সহযোগে গঠিত বিজ্ঞানের বিশেষ শাখা হল-

উ: স্পেস বায়োলজি

32. ভূগোল , সমাজবিজ্ঞান , মনোবিজ্ঞান , পুরাতত্ত্ববিজ্ঞান ইত্যাদির সঙ্গে সম্পর্কিত জীববিদ্যার শাখাটি হল—

উ: অ্যানথ্রোপোলজি

33. সিস্টেমা ন্যাচুরি ( Systema Naturae ) গ্রন্থটির রচয়িতা কে ?

উ: লিনিয়াস

34. দ্বিপদ নামকরণ প্রথার প্রবর্তন করেন কোন বিজ্ঞানী ?

উ: লিনিয়াস

35. দ্বিপদ নামকরণের প্রথম ও দ্বিতীয় পদটি যথাক্রমে―

উ: গণ ও প্রজাতির নাম

36. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন এককটি হল―

উ: প্রজাতি

37. ট্যাক্সোনমিক হায়ারার্কি স্তরের সংখ্যা কটি ?

উ: 7 টি

38. শ্রেণিবিন্যাসে হায়ারার্কি প্রচলন করেন কে ?

উ: লিনিয়াসকে

39. হুইটেকার জীবজগতকে কয়ভাগে ভাগ করেন ?

উ: 5 ভাগে

40. জীবের স্বীকৃত শ্রেণিবিন্যাস পদ্ধতির প্রত্যেকটি একককে কি বলে ?

উ: ট্যাক্সন

41. ট্যাক্সোনমির জনক বলে কাকে ?

উ: কুভিয়ারকে

42. লিনিয়াস কোন দেশের প্রকৃতিবিদ ছিলেন ?

উ: সুইডেন

43. আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি ?

উ:  Mangifera indica

44. কোশপ্রাচীরে কাইটিন দেখা যায়–

উ: ফাংগিতে

45.মোনেরা গোত্রভুক্ত জীবটি হল―

উ: এশ্চেরেশিয়া

46. নিউক্লিয় পর্দা অনুপস্থিত-

উ: মোনেরাতে

47. হুইটেকার প্রণীত জীবের পাঁচটি জগতের মধ্যে ডায়াটম , ডাইনোফ্ল্যাজেলেট – দের স্থান

উ: প্রোটিস্টাতে

48. হুইটেকার প্রণীত জীবের পাঁচটি জগতের মধ্যে আর্কিব্যাকটেরিয়া , ইউব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়ার স্থান কোথায় ?

উ: মোনেরাতে

49. বহুশর্করা ও অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত কোশপ্রাচীর বর্তমান-

উ: মোনেরাতে

50. ইউক্যারিওটিক এককোশী জীবদের কি বলে ?

উ: প্রোটিস্টা

51. বহুকোশী , কোশপ্রাচীরযুক্ত , সালোকসংশ্লেষে অক্ষম জীবরা কোন জগতের অন্তর্গত ?

উ: ফাংগি

52. সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে কি বলে ?

উ: থ‍্যালাস

53. যে সকল ব্রায়োফাইট – দের দেহ থ্যালাস প্রকৃতির তাদের কি বলে ?

উ: লিভারওয়ার্ট

54. ফাইলিড ‘ বলতে কি বোঝায় ?

উ: পাতার মতো অংশ

55 একটি একবীজপত্রী উদ্ভিদ হল―

উ: ভুট্টা

56. একটি উন্নত শ্রেণির অপুষ্পক উদ্ভিদ হল―

উ: ফার্ন

57. কোশে সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকে-

উ: ফাংগির

58. দুটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হল—

উ: পাইনাস ও সাইকাস

59. একটি মাত্র বীজপত্র থাকে কোন উদ্ভিদের ?

উ: নারকেলে

60. প্রথম বীজের আবির্ভাব ঘটে কোন উদ্ভিদগোষ্ঠী থেকে ?

উ: ব্যক্তবীজী

61. লিঙ্গধর দশা ও রেণুধর দশা স্বাধীনভাবে থাকে কোন জাতীয় উদ্ভিদের ?

উ: ফার্নজাতীয় উদ্ভিদে

62. কার জীবনচক্রে লিঙ্গধর দশা প্রধান ?

উ: ব্রায়োফাইটা

63. শিরদাঁড়াবিশিষ্ট প্রাণীদের কি বলা হয় ?

উ: মেরুদণ্ডী

64. বহিঃকর্ণছত্র থাকে

উ: স্তন্যপায়ীর

65. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ দেখা যায় কোন পর্বের প্রাণীদের ?

উ: অ্যানিলিডা

66. কোম্বপ্লেট বর্তমান কোন প্রাণীটিতে  ?

উ: টিনোফোরা

67. গ্যাস্ট্রোভাস্কুলার গহব্বর থাকে―

উ: নিডারিয়ায়

68. দেহত্বকে নিডোব্লাস্ট কোশ থাকে―

উ: নিডারিয়াতে

69. কোন পর্বের প্রাণীদের দেহ ম্যান্টল নামক পর্দা দিয়ে ঢাকা ?

উ: মোলাস্কা

70. মাংসল পদ দেখা যায় –

উ: মোলাস্কাতে

71. কোয়ানোসাইট কোশ দেখা যায়–

উ: পরিফেরাতে

72. ছদ্ম – সিলোম কোন পর্বের প্রাণীদের একটি সাধারণ বৈশিষ্ট্য ?

উ:  অ্যাস্কেলমিনথেস

73. অন্তঃকঙ্কাল দেখা যায়–

উ: ম্যামেলিয়াতে

74. মোলাস্কার কোন অংশটি চর্বনে সাহায্য করে ?

উ: র‍্যাডুলা

75. মেসোগ্লিয়া দেখা যায়–

উ: এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝে

76. শিখা কোশ বা ফ্লেম সেল কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ ?

উ: গ্ল্যাটিহেলমিনথেস

77. সিটা অথবা প্যারাপোডিয়া কোন পর্বের প্রাণীদের গমনাঙ্গ ?

উ: অ্যানিলিডা

78. জলসংবহনতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের দেহে ?

উ: একাইনোডার্মাটা

79. জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেন কোন বিজ্ঞানী ?

উ: আর . এইচ. হুইটেকার

80. ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম প্রবর্তন করেন ?

উ: ডি ক‍্যানডোল

আরও পড়ুন : 

পরিবেশ দূষণ কাকে বলে ? প্রকারভেদ ,কারণ ও ফলাফল 

PDF DOWNLOAD ZONE

File Name : নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ‍্যায় প্রশ্ন উত্তর
Language : বাংলা 
Size: 110 KB
Clik Here To Download

 

2 thoughts on “নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ‍্যায় প্রশ্ন উত্তর PDF | Class 9 Life Science Chapter 1 Question Answer”

Leave a Comment