Child Psychology Mock Test | শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব – ৪

টেলিগ্ৰামে জয়েন করুন

Child Psychology Mock Test | শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব - ৪

Child Psychology Mock Test – শিশু মনস্তত্ত্ব মকটেস্ট : সুপ্রিয় বিদ‍্যার্থীরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম Child Psychology Mock Test – শিশু শিক্ষা মকটেস্ট পর্ব -৪ নিয়ে । আজকের এই মকটেস্টটিতে কিছু শিশু মনস্তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। চলুন দেখে নেওয়া যাক আজকের Child Psychology Mock Test Part-4 পর্বটি।

Child Psychology Mock Test Part – 4

1. পরিণমন হল একটি কি প্রক্রিয়া ?

A. জৈবিক প্রক্রিয়া
B. মনস্তাত্ত্বিক প্রক্রিয়া
C. কৃত্রিম প্রক্রিয়া
D. শারীরিক প্রক্রিয়া

উত্তর : A

2. কোন জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য মানুষের দেহে প্রকাশিত হয় না ?

A. প্রচ্ছন্ন জিন
B. নিষ্ক্রিয় জিন
C. প্রকট জিন
D. কোনোটিই নয়

উত্তর : A

3. মনোবিদ পিকুনাস মানুষের জীবনবিকাশকে কটি পর্যায়ে ভাগ করেছেন ?

A. 5 টি
B. 10 টি
C. 7 টি
D. 12 টি

উত্তর : B

4. নবজাতক শিশুর দ্বিতীয় বর্ষে বৃদ্ধির হার

A. প্রথম বর্ষের তুলনায় দ্রুত হয়
B. প্রথম বর্ষের তুলনায় মন্থর হয়
C. প্রথম বর্ষের ন্যায় একই হয়
D. ঘৃণ দশার তুলনায় দ্রুত হয়

উত্তর : A

5. শিশুর শারীরিক , মানসিক , আবেগজনিত প্রভৃতি নানাদিকের উন্নত ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়া কোনটি ?

A. বিকাশ
B. বৃদ্ধি
C. উপযোজন
D. অভিযোজন

উত্তর : A

6. শিশু বিকাশের ক্ষেত্রে যে তথ্যটি সত্য বলে বিবেচিত হয় , সেটি কোনটি ?

A. শিশুর আবেগের প্রশিক্ষণ
B. শিশুর আবেগের পরিবর্তন ঘটানো
C. শিশুর আবেগ প্রকাশের স্বাধীনতা দেওয়া
D. শিশুর আবেগ সৃষ্টি হওয়ার আগেই সেগুলিকে অবদমন করা প্রয়োজন

উত্তর : B

7. শিশু বড়োদের কথা অনুকরণ করা শুরু করে

A. 3-6 মাস বয়সে
B. 8-9 মাস বয়সে
C. 2-4 বছর বয়সে
C. 10-12 মাস বয়সে

উত্তর : B

8. মনোবিদ গ্যারেটের মতে , সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যাঙ্ক ( IQ ) কত ?

A. 60-79
B. 90-109
C. 80-89
D. 110-120

উত্তর : B

9. আক্ষরিক বুদ্ধি অভীক্ষাগুলি কোন ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় ?

A. নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে
B. সাক্ষর ব্যক্তির ক্ষেত্রে
C. ছোটো শিশুদের ক্ষেত্রে
D. বিশেষ ধরনের শিশুদের ক্ষেত্রে

উত্তর : B

10. শিশুর বিকাশ প্রক্রিয়াটি কোন দশায় শুরু হয় ?

A. ভূমিষ্ট দশা
B. বাল্যদশা
C. ভ্রণজ দশা
D. জন্মগত দশা

উত্তর : C

11. আগ্রহের ব্যক্তিগত উপাদান হিসেবে বিবেচিত হয় না

A. শিশুর প্রবৃত্তিমূলক আচরণ
B. শিশুর বয়স
C. শিশুর লিঙ্গ
D. সাংস্কৃতিক পরিকাঠামো

উত্তর : D

12. শিশুদের ক্ষেত্রে নীচের কোন দশাটি ‘ প্রতিযোগিতামূলক সামাজিকীকরণ দশা ‘ হিসেবে বিবেচিত হয় ?

A. শৈশবকাল
B. বাল্যকাল
C. বয়ঃসন্ধিকাল
D. পরিণত বয়স্ককাল

উত্তর : B

13. তীব্রতা , আয়তন , স্থায়িত্ব , স্বাতন্ত্র্য প্রভৃতি হল , মনযোগের

A. মনোগত নির্ধারক
B. দেহগত নির্ধারক
C. বিষয়গত নির্ধারক
D. বস্তুগত নির্ধারক

উত্তর : D

14. শিশুর শিক্ষায় বিরূপ প্রভাব বিস্তার করে , এমন প্রক্ষোভ হল-

A. ভয়
B.দুঃখ ও বিরক্তি
C. রাগ
D. সবকটি

উত্তর : D

15. ” শিশুদের জীবনের প্রধান শক্তির উৎস হল স্বতঃস্ফূর্ত সক্রিয়তা ও আনন্দময় খেলা “এটি কে বলেছেন

A. হলওয়েল কুক
B. ফ্রয়েবেল
C. রুশো
D. মন্তেসরি

উত্তর : A

16. একজন শিক্ষিকার কাছে নীচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ?

A. ক্লাসের শৃঙ্খলা বজায় রাখা
B. একজন সুবক্তা হওয়া
C. ক্লাসে সঠিক সময়ে হাজির হওয়া
D. ছাত্রছাত্রীদের দুর্বোধ্য বিষয়গুলি নিরসন করা

উত্তর : D

17. একজন শিক্ষক হবেন-

A. সময়নিষ্ঠ
B. সৎ
C. কর্তব্যপরায়ণ
D. অধ্যাবসায়শীল

উত্তর : C

18. একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নীচের কোন্ উদ্দেশ্যের প্রতি আপনি অধিক ঝোঁক দেবেন ?

A. পাঠ্যসূচি অনুযায়ী তথ্য পরিবেশন করা
B. ছাত্রছাত্রীদের নোটস লিখিয়ে দেওয়া
C. ছাত্রছাত্রীদের পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা
D. ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করা

উত্তর : D

19. ক্লাসে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে মনোযোগী করে তোলার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কী করবেন ?

A. আলোচনা করবেন
B. প্রশ্ন করবেন
C. গল্প বলবেন
D. ব্ল্যাকবোর্ড ও চক – ডাস্টার ব্যবহার করবেন

উত্তর : B

20. শিশুদের সংবেদনগত সচেতনতার বিকাশের উদ্দেশ্যে অনুসৃত শিক্ষণ মডেলটি হল

A. অপারেন্ট অনুবর্তন মডেল
B. শ্রেণি সম্মেলনী মডেল
C. সচেতনতা প্রশিক্ষণ মডেল
D. সামাজিক অনুসন্ধান মডেল

উত্তর : C

21. আপনার মতে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোন্‌টি শিশু শিক্ষার্থীদের মনের চাহিদা মেটায় ?

A. শারীরশিক্ষা
B. কর্মশিক্ষা
C. সমাজসেবা
D. গণিত

উত্তর : D

22. একজন শিক্ষক গবেষণা করেন কেন ?

A. অনুসন্ধানের জন্য
B. ঘটনা হিসেবে যা ধরা হয়েছে তা অস্বীকার করার জন্য
C. নতুনভাবে ঘটনা বর্ণনা ও ব্যাখ্যার জন্য
D. None

উত্তর : C

23. ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একজন শিক্ষকের কী পদক্ষেপ নেওয়া উচিত ?

A. শুধুমাত্র বিদ্যালয়েই অধিক থেকে অধিকতর পড়াশোনা করা
B. বিদ্যালয়ে শিক্ষকের সঙ্গে এবং বাড়িতে পিতা – মাতার সঙ্গে । পড়াশোনা করা
C. তাদের ইচ্ছা এবং আগ্রহকে অবহেলা না করা
D. যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে শুধুমাত্র সেই প্রশ্নগুলিই মুখস্থ করা

উত্তর : C

24. যদি প্রধান শিক্ষক তোমার প্রতি অসন্তুষ্ট থাকেন , তাহলে তুমি-

A. কথাবার্তার ধ্যমে তাঁর অসন্তোষ দূর করার চেষ্টা করবে
B. এই ঘটনাকে অধিক গুরুত্ব দেবে
C. প্রধান শিক্ষকের নামে অভিযোগ করবে
C. জন্য বিদ্যালয়ে ট্রান্সফার নেবে

উত্তর : A

25. একজন শিক্ষিকা নিশ্চিত হতে চান যে তাঁর শিক্ষার্থীরা সহজাত প্রেরণার অধিকারী । এক্ষেত্রে শিক্ষিকার করণীয়

A. প্রতিটি শিশুর সাফল্য অর্জনের একইরকম মানের ব্যবস্থা করবেন
B. প্রতিটি শিশুর শেষ ফল অপেক্ষা তার শিখন পদ্ধতির দিকে অধিকতর বেশি দৃষ্টি দেবেন
C. এমন শিক্ষণ কাজের পরিকল্পনা করবেন যা অভিসারী চিন্তনে উৎসাহ দেবে
D. স্পর্শযোগ্য পুরস্কার দেবেন

উত্তর : C

আগের পর্ব : মকটেস্ট পর্ব -৩ 

1 thought on “Child Psychology Mock Test | শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব – ৪”

Leave a Comment