Child Psychology Mock Test Part-2 | শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব – ৩

টেলিগ্ৰামে জয়েন করুন

Child Psychology Mock Test | শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব - ৩

Child Psychology Mock Test – শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব – ৩ : সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আরো একটি Child Psychology Mock Test – শিশুশিক্ষার প‍্যাকটিস সেট প্রদান করলাম। এই মক টেস্ট গুলিতে অংশগ্রহণের মাধ্যমে তোমাদের প্রস্তুতিকে আরো উন্নত করতে পারবে। এবং এই Child Psychology Mock Test PDF  ডাউনলোড লিঙ্কটি নিচে প্রদান করা হল।

Child Psychology Mock Test :

1. শিশুর প্রথম বিদ্যালয় কোনটি

A. ঠাকুমার কোল
B. বাবার কোল
C. মায়ের কোল
D. দাদুর কোল

উত্তর : মায়ের কোল

2. প্রাথমিক স্তরের শিশুর ‘ শিক্ষণ – শিখন প্রক্রিয়া সম্পন্ন হয় কোথায় ?

A. বিদ্যালয়ে
B. গৃহে
C. সমাজে
D. শ্রেণীকক্ষে

উত্তর : বিদ‍্যালয়

3. প্রাথমিক স্তরের শিশুদের স্বভাব কিরকম ?

A. গভীরভাবে কল্পনা করা
B. জিনিসপত্র ভেঙে ফেলা
C. অনুকরণ করা
D. None

উত্তর : অনুকরণ করা

4. জগৎ সম্পর্কে শিশুরা তাদের ধারণা বা বোধ প্রত্যক্ষভাবেই গড়ে তোলে ‘ — এই অভিমতটি ব্যক্ত করেছেন কোন বিজ্ঞানী ?

A. প্যাভলভ
B. স্কিনার
C. পিয়াজেঁ
D. থার্স্টোন

উত্তর : পিয়াজেঁ

5. গেস্টাল্ট ’ কথাটির সঙ্গে যেটি মানানসই নয় , সেটি হল

A. অবয়ব
B. সম্পূর্ণ আকার
C. কাঠামো
D. পদ্ধতি

উত্তর : পদ্ধতি

6. স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে কোন তত্ত্বটি প্রকাশ করেছেন ?

A. দ্বি – উপাদান তত্ত্ব
B. এক উপাদান তত্ত্ব
C. ত্রি – উপাদান তত্ত্ব
D. বহু উপাদান তত্ত্ব

উত্তর : দ্বি উপাদান তত্ত্ব

7. শিশুর আকার , আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ীভাবে বাড়াকে বলে কি বলে ?

A. শিশুর বিকাশ
B. শিশুর উন্নয়ন
C. শিশুর বৃদ্ধি
D. শিশুর সমৃদ্ধি

উত্তর : শিশুর বৃদ্ধি

8. শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাববিস্তার করে-

A. হাইড্রোজেন
B. উৎসেচক
C. হরমোন
D. ভিটামিন

উত্তর : হরমোন

9. শিশুর সামাজিক বিকাশে সহায়তা করে কে ?

A. গৃহ
B. প্রতিবেশী
C. পরিবার
D. সবগুলি

উত্তর : সবগুলি

10. শিশুর সৃজনশীলতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ?

A. নতুনত্ব
B. অভিসারী
C. নমনীয়তা
D. উপযোজন

উত্তর : অভিসারী

11. কোন উপাদান শিশুর বুদ্ধিকে সবথেকে প্রভাবিত করে ?

A. পরিবেশ
B. পরিবেশ ও বংশগতি উভয়ই
C. বংশগতি
D. None

উত্তর : বংশগতি

12. 1905 খ্রিস্টাব্দে বি‌ঁনে – সাইমন প্রকাশিত বুদ্ধি অভীক্ষাতে প্রশ্নের সংখ্যা কটি ছিল ?

A. 15 টি
B. 30 টি
C. 35 টি
D. 40 টি

উত্তর : 30 টি

13. শিশুদের সামাজিক বিকাশের ক্ষেত্রে অনুঘটক রূপে কাজ করে কে ?

A. নৈতিকতা
B. বয়স
C. সামাজিকীকরণ প্রক্রিয়া
D. লালন- পালন

উত্তর : সামাজিকীকরণ প্রক্রিয়া

14. শিশুদের ভাষাগত বিকাশের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হল –

A. হিজিবিজি লেখা
B. চুপচাপ প্রকৃতি
C. তোতলামি
D. বেশি কথা বলা

উত্তর : তোতলামি

15. বিকাশের কোন দশায় মেয়েদের মধ্যে ‘ ইলেকট্রা কমপ্লেক্স ‘ – এর উৎপত্তি ঘটতে দেখা যায় ?

A. বাল্যকালে
B. বয়স্ককালে
C. বয়ঃসন্ধিকালে
D. শৈশবকালে

উত্তর : শৈশবকালে

16. শ্রেণিকক্ষে শিশুদের প্রশ্ন করার মাধ্যমে কি করা হয় ?

A. সময় কাটানো হয়
B. বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়
C. নিষ্ক্রিয়তা সৃষ্টি করা হয়
D. আলোচ্য বিষয়কে প্রাঞ্জল করা হয়

উত্তর : আলোচ্য বিষয়কে প্রাঞ্জল করা হয়

17. শিশুদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি কোনটি ?

A. প্রতি সপ্তাহে একবার করে পরীক্ষা
B. প্রতি মাসে একবার করে পরীক্ষা
C. বার্ষিক পরীক্ষা
D. সার্বিক মূল্যায়ন যা সারাবছর ধরেই চলতে থাকবে

উত্তর : সার্বিক মূল্যায়ন যা সারাবছর ধরেই চলতে থাকবে

18. প্রাথমিক স্তরের বিভিন্ন শ্রেণিতে ‘ খেলার মাধ্যমে শিক্ষণ ‘ – এর ভিত্তি কি ?

A. পাঠদানের সমাজতাত্ত্বিক নীতি
B. কমশিক্ষার নীতি
C. শিক্ষণ পদ্ধতির নীতি
D. উন্নয়ন ও বিকাশের মানসিক নীতি

উত্তর : পাঠদানের সমাজতাত্ত্বিক নীতি

19. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টি শিক্ষণ পদ্ধতির একটি বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় না ?

A. শিক্ষা হল উদ্দেশ্য নির্ভর
B. শিক্ষণ একটি সর্বার্থসাধক পদ্ধতি
C. কেবলমাত্র শিক্ষালয়েই শিক্ষণ সম্ভব
D. ভুলে যাওয়াও শিখনের একটি পদ্ধতি

উত্তর : কেবলমাত্র শিক্ষালয়েই শিক্ষণ সম্ভব

20. আপনার শ্রেণিকক্ষের একজন ব্যাহত দৃষ্টিসম্পন্ন ছাত্র হল কৈলাশ । শ্রেণিকক্ষের অন্যান্য ছাত্রছাত্রীরা কয়েকদিনের মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করবে । এই পরিস্থিতিতে আপনি কী করবেন ?

A. সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন তাকে বিদ্যালয়ে আসতে না করবেন
B. তাকে একটি কম গুরুত্বপূর্ণ কাজ দেবেন
C. কৈলাশকে আপনি কাহিনী লেখার পাঠ দেবেন
D. কৈলাশ সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতে অংশগ্রহণ না করে তাকে সেই পরামর্শ দেবেন

উত্তর : কৈলাশকে আপনি কাহিনী লেখার পাঠ দেবেন

21. শিক্ষকের ভূমিকা হিসেবে নিম্নলিখিত কোন্ বক্তব্যটি সঠিক ?

A. শিক্ষক শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাবেন
B. শিক্ষক কেবলমাত্র একজন সমালোচক হবেন
C. শিক্ষক ছাত্রছাত্রীদের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন
D. শিক্ষক ভালো মনের শিক্ষার্থীদেরই কেবল গুরুত্ব দেবেন

উত্তর : শিক্ষক শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাবেন

22. আপনার মতে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রেষণার মাত্রা নির্ভর করে নিম্নের কোন্ বিষয়টির উপর ?

A. পেশাগত প্রশিক্ষণ
B. অধিক বেতন প্রাপ্তি
C. শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য
D. অধিক ছুটি উপভোগ

উত্তর : শিক্ষার্থী ও পেশার প্রতি আনুগত্য

23. শ্রেণিকক্ষের শৃঙ্খলা বিঘ্নিত হয় কখন ?

A. শ্রেণির সব শিক্ষার্থীরা দুষ্টু হলে
B. শিক্ষার্থীদের কোনো কাজ না থাকলে
C. শ্রেণির কয়েকজন শিশু দুষ্টু হলে
D. সবগুলি

উত্তর : শিক্ষার্থীদের কোনো কাজ না থাকলে

24. Pedagogy হল কি ?

A. শিক্ষণ ও শিখন সম্পর্কিত বিদ্যা
B. শিশু বিকাশ বিদ্যা
C. যোগাযোগ সম্পর্কিত বিদ্যা
D. শিখন সম্পর্কিত বিদ‍্যা

উত্তর : শিক্ষণ ও শিখন সম্পর্কিত বিদ্যা

25. শিক্ষকতা পেশায় হরেন , যিনি-

A. পাঠ্যবিষয় সম্পর্কে অসামান্য জ্ঞানের অধিকারী
B. নিয়মশৃঙ্খলা লঙ্ঘন করলে নিয়মিত শিক্ষার্থীদের শাস্তি দেন
C. শিক্ষার্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণে সক্ষম
D. শিক্ষকতা সম্পর্কে বিশেষভাবে আগ্রহী

উত্তর : শিক্ষকতা সম্পর্কে বিশেষভাবে আগ্রহী

আরও পড়ুন : 

শিশু মনস্তত্ত্ব মক টেস্ট পর্ব – ২ 

PDF DOWNLOAD ZONE

File Name : শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব-৩
Language : বাংলা
Size: 92 KB 
Clik Here To Download

1 thought on “Child Psychology Mock Test Part-2 | শিশু মনস্তত্ত্ব মকটেস্ট পর্ব – ৩”

Leave a Comment