নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর PDF | Class 9 Life Science Chapter 4 Question Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর PDF | Class 9 Life Science Chapter 4 Question Answer

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর – Class 9 Life Science Chapter 4 Question Answer : আজকের এই পর্বটিতে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর গুলি প্রদান করলাম। যদি আপনি একজন নবম শ্রেণীর ছাত্র-ছাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীববিদ‍্যা ও মানবকল্যাণ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি দেখা আবশ্যক।

প্রিয় ছাত্রছাত্রীরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF টির ডাউনলোড লিঙ্ক নিচে প্রদান করা হলো আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফ টি ডাউনলোড করে নিতে পারবেন।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর :

1. সক্রিয় অনাক্রম্যতার অর্থ কি ?

উ: ব্যাধির পরে ওই নির্দিষ্ট রোগ প্রতিরোধের জন্য দেহে সৃষ্ট প্রতিরোধ শক্তি।

2. সক্রিয় অনাক্রম্যতা পাওয়া যেতে পারে-

উ: ইনজেকশনের মাধ্যমে নিষ্ক্রিয় বা দুর্বল জীবাণু প্রয়োগের দ্বারা।

3. সক্রিয় কৃত্রিম অনাক্রম্যতা কি থেকে পাওয়া যায় ?

উ: নিস্ক্রিয় বা দুর্বল জীবাণু

4. নিষ্ক্রিয় অনাক্রম্যতা দেহে কি প্রবেশের ফলে পাওয়া যায় ?

উ: অ্যান্টিবডি

5. পোলিও টিকাকরণে দেহে প্রবেশ করানো হয়-

উ:  ভাইরাস

6. রসনির্ভর অনাক্রম্যতার কারণ কি ?

উ: B- লিম্ফোসাইট

7. স্মলপক্সের বিরুদ্ধে প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

উ: জেনার

8. শরীরের কোন অঙ্গ থেকে ইমিউন সিস্টেমের B- কোশ এবং T- কোশ উৎপন্ন হয় ?

উ: অস্থিমজ্জা

9. মাতৃদুগ্ধে যে ইমিউনোগ্লোবিউলিন সর্বাধিক পরিমাণে পাওয়া যায় তা হল –

উ: Ig A

10. স্মৃতি কোশ ( memory cell ) গঠিত হয় কি থেকে ?

উ: B লিম্ফোসাইট

11. অ্যান্টিজেনের প্রতিরোধ তন্ত্রকে উজ্জীবিত করার ধর্মকে কি বলে ?

উ: ইমিউনোজেনিসিটি

12. ইন্টারফেরনগুলি হল এক ধরনের-

উ: অ্যান্টিভাইরাল প্রোটিন

13. স্মৃতি কোশগুলি সঞ্চিত হয় কোথায় ?

উ:  প্লীহায়

14. মানবদেহের সবচেয়ে বড়ো লসিকাগ্রন্থি হল ?

উ: প্লীহা

15. একটি আদর্শ অ্যান্টিবডি অণু কোন অক্ষরটির মতো আকৃতিবিশিষ্ট হয় ?

উ: Y

16. মানবদেহের লিম্ফোসাইট ও অ্যান্টিবডি উৎপাদনের সাথে সম্পর্কিত গ্রন্থিটি হল ?

উ: থাইমাস

17. অ্যালার্জ হলে রক্তে যে ইমিউনোগ্লোবিউলিনের সংখ্যা বেড়ে যায় তা হল ?

উ: Ig G

18. আয়তনে বৃহত্তম ইমিউনোগ্লোবিউলিনটি কোনটি ?

উ: Ig M

19. অ্যান্টিবডির অধিক উৎপাদনের বিরুদ্ধে সুরক্ষাপ্রদানকারী কোশ কোনটি ?

উ: সাপ্রেসর T- কোশ

20. মানুষের রক্তের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে ?

উ: প্লাজমোডিয়াম

21. টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

উ: এডওয়ার্ড জেনার হল

22. প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হল এক বিশেষ প্রকার ?

উ: আদ্যপ্রাণী

23. ATS কীসের উদাহরণ ?

উ: কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা

24. কোন অপকারী ভাইরাস দূষিত জলের মাধ্যমে সংক্রমিত হয় ?

উ: পোলিও ভাইরাস

25. যক্ষ্মা রোগের জীবাণু প্রধানত মানুষের শরীরের কোন অংশে সংক্রমণ ঘটায় ?

উ: ফুসফুস

26. টিকাকরণের মূলনীতি কী ?

উ: স্মৃতি

27. HIV হল এক বিশেষ প্রকার-

উ:  RNA- যুক্ত ভাইরাস

28. BCG ভ্যাকসিন প্রয়োগ করা হয় কোন রোগ প্রতিরোধের জন্য ?

উ: যক্ষ্মা

29. কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় কোন জ্বরে ?

উ: ম্যালেরিয়া

30. ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

উ: লেভেরান

31. ‘ ভাইরাস ‘ শব্দের অর্থ কি ?

উ: বিষ

32. অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডি আবদ্ধ হয় তাকে কি বলে ?

উ: এপিটোপ

33. জীবদেহে রোগ সৃষ্টিকারী বিজাতীয় বস্তুকে কি বলে ?

উ: পতঙ্গ

34. বিশ্বের যে সংস্থা প্রথম ধৌতকরণ সম্পর্কিত ধারণা দেয় ?

উ: UNICEF

35. দেহের প্রতিরক্ষার প্রথম স্তর হল ?

উ: ত্বক

36. ডিপথেরিয়া রোগের জীবাণু হল ?

উ: করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি

37. ডেঙ্গু রোগ সংক্রমণকারী ভাইরাস কোনটি ?

উ: ফ্ল্যাভিভাইরাস

38. টিটেনাস রোগের জীবাণুর নাম কি ?

উ: ক্লসট্রিডিয়াম টিটেনি

39. জন্ডিস কোন রোগের উপসর্গ হিসেবে দেখা যায় ?

উ: হেপাটাইটিস

40. মানুষের অশ্রুতে থাকা কোন উৎসেচক ব্যাকটেরিয়ার কোশপ্রাচীর ভাঙতে সক্ষম ?

উ: লাইসোজাইম

41. ডেঙ্গু জ্বরের ভেক্টরটি হল ?

উ: ইডিস

42. বিশ্বস্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে ?

উ: 7 এপ্রিল

43. ‘লক-জ’ কোন রোগটির অপর নাম ?

উ: টিটেনাস

44. জলাতঙ্কের টিকা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?

উ: লুই পাস্তুর 1885 সালে

45. ডেয়ারি দুধের সন্ধান প্রক্রিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া
কোনটি ?

উ: ল্যাক্টোব্যাসিলাস

46. রাইজোবিয়াম হল একটি-

উ: গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া

47. কোন প্রকার শস্য চাষে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ?

উ: ডাল

48. ধান চাষের জমিতে অ্যাজোল্লা ব্যবহার করলে মাটিতে-

উ: নাইট্রোজেনের পরিমাণ বাড়ে

49. অ্যাজোল্লা হল একপ্রকার-

উ: ফার্ন

50. নস্টক হল একপ্রকার-

উ: নীলাভ সবুজ শৈবাল

51. অলোসিরা হল একপ্রকার-

উ: নীলাভ সবুজ শৈবাল

52. মিথোজীবী কিন্তু অর্বুদ সৃষ্টিতে অক্ষম ব্যাকটেরিয়া কোনটি ?

উ: অ্যাজোস্পাইরিলাম

53. কোন্ ব্যাকটেরিয়াটি স্বাধীনজীবী অথচ N2 সংবন্ধনকারী ?

উ: অ্যাজোটোব্যাকটর

54. জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত নোসেমা কোনটি ?

উ: প্রোটোজোয়া

55. ‘ অণুজীব ( microbe ) ‘ শব্দটির প্রবর্তক হলেন কে ?

উ: সেডিলক

56.  Bt- প্রোটিন উৎপাদনকারী ব্যাকটেরিয়া কোনটি ?

উ: ব্যাসিলাস থুরিনজিয়েনসিস

57. ধানক্ষেত ছাড়াও কোন্‌টির অঙ্গজ দেহে সায়ানোব্যাকটেরিয়ার বসতি পাওয়া যায় ?

উ:  সাইকাস

58. অ্যান্টিবায়োটিক কার বৃদ্ধি অবদমিত করে ?

উ: ব্যাকটেরিয়া , ছত্রাক ও ভাইরাস

59. জৈবসাররূপে নীলাভ – সবুজ ব্যাকটেরিয়া ব্যবহারের কারণ কি ?

উ: নাইট্রোজেন সংবন্ধন করে

60. সয়াবিন শস্য উৎপাদন বৃদ্ধিতে ব্যবহৃত জীব কোনটি ?

উ: রাইজোবিয়াম

আরও পড়ুন :

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর

PDF DOWNLOAD ZONE

File Name : নবম শ্রেণীর জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
Language : বাংলা
Size : 94 KB
Clik Here To Download

Leave a Comment