অরণ‍্য সম্পদ MCQ প্রশ্ন উত্তর | Forest Resources MCQ Questions Answers Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

অরণ‍্য সম্পদ MCQ প্রশ্ন উত্তর | Forest Resources MCQ Questions Answers Bengali

অরণ‍্য সম্পদ MCQ প্রশ্ন উত্তর : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অরণ্য সম্পদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা প্রয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক অরণ্য সম্পদের প্রশ্ন উত্তর গুলি।

অরণ‍্য সম্পদ MCQ প্রশ্ন উত্তর : 

1. চন্দন গাছ কোন অরণ্যে দেখা যায় ?

উত্তর : ক্রান্তীয় মৌসুমী অরণ্যে।

2. দক্ষিণ আফ্রিকায় নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত ?

উত্তর : ভেল্ড

3. অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত ?

উত্তর : ডাউনস্

4. উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত ?

উত্তর : প্রেইরি

5. সরলবর্গীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তার লেখ ?

উত্তর : উত্তর গোলার্ধের 50 ° -70 ° উত্তর অক্ষরেখার মধ্যে।

6. আয়রণ উড গাছ কোন অরণ্যে পাওয়া যায় ?

উত্তর : নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে ।

7. ভূমধ্য সাগরীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তার কত ?

উত্তর : পৃথিবীর উভয় গোলার্ধের 30 ° -45 ° অক্ষরেখার মধ্যে।

৪. আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত ?

উত্তর : পম্পাস

9. পৃথিবীর দীর্ঘতম বনভূমির নাম কি ?

উত্তর : তৈগা বনভূমি

10. পৃথিবীর গভীরতম বনভূমির নাম লেখ ?

উত্তর : সেলভা

11. নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের অক্ষাংশগত বিস্তার লেখ ?

উত্তর : নিরক্ষরেখার উভয় দিকে 5 ° -10 ° অক্ষাংশ

12. রবার গাছ কোন অরণ্যের বৃক্ষ ?

উত্তর : ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৃক্ষ ।

13. কোন গাছের রস থেকে চুইংগাম তৈরি হয় ?

উত্তর : জাপোটি বৃক্ষের রস ‘ চিকল ‘ থেকে

14. কোন অরণ্যে বিভিন্ন প্রজাতির গাছ পাশাপাশি জন্মায় ?

উত্তর : ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে

15. মোচা বা শঙ্কু আকৃতির বৃক্ষ কোন অরণ্যে জন্মায় ?

উত্তর : সরল বর্গীয় অরণ্যে

16. কোন গাছ থেকে তাৰ্পিন তেল পাওয়া যায় ?

উত্তর : পাইন গাছ থেকে

17. সরল বর্গীয় অরণ্যের প্রধান দুটি গাছের নাম লেখ ?

উত্তর : পাইন ও ফার

18. সূচালো ক্ষুদ্র পত্রযুক্ত গাছ কোন অরণ্যে দেখা যায় ?

উত্তর : সরল বর্গীয় অরণ্যে

19. কোন বনভূমির পরিমাণ পৃথিবীতে সবচেয়ে বেশি ?

উত্তর : সরল বর্গীয় অরণ্য

20. ক্রান্তীয় তৃণভূমি আফ্রিকায় কী নামে পরিচিত ?

উত্তর : সাভানা

21. কোন অরণ্য অঞ্চলকে চির গোধূলি অঞ্চল বলে ?

উত্তর : নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য অঞ্চলকে

22. কোন গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি হয় ?

উত্তর : ওক গাছের ছাল থেকে

23. কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় ?

উত্তর : ম্যানগ্রোভ উদ্ভিদে

24. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি ?

উত্তর : ভারত – বাংলাদেশের সুন্দরবন

25. কোন গাছকে ভূমধ্য সাগরীয় অরণ্যের প্রতিফলক বৃক্ষ বলা হয় ?

উত্তর : জলপাই গাছকে

26. ভেনেজুয়েলাতে ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত ?

উত্তর : ল্যানোস

27. কোন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে ?

উত্তর : নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে

28. নিউজপ্রিন্ট উৎপাদনে কোন অরণ্যের কাঠ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ?

উত্তর : সরল বর্গীয় অরণ্যের কাঠ

29. কোন অঞ্চলকে পৃথিবীর ফল ভান্ডার বলে ?

উত্তর : ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে

30. তৈগা শব্দের অর্থ কী ?

উত্তর : পাইন বন

অরণ‍্য সম্পদ MCQ প্রশ্ন উত্তর  গুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আরও পড়ুন :

ভারতের অরণ‍্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

জল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভূমিকম্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভারতের বিভিন্ন নদীর উৎপত্তি ও পতনস্থল

2 thoughts on “অরণ‍্য সম্পদ MCQ প্রশ্ন উত্তর | Forest Resources MCQ Questions Answers Bengali”

Leave a Comment