আধুনিক জীবন ও বিজ্ঞান PDF

টেলিগ্ৰামে জয়েন করুন

আধুনিক জীবন ও বিজ্ঞান PDF

আধুনিক জীবন ও বিজ্ঞান PDF : সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আধুনিক জীবন ও বিজ্ঞান প্রবন্ধ রচনা-টি প্রদান করলাম। যেটি মাধ‍্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন‍্য গুরুত্বপূর্ণ।

আধুনিক জীবন ও বিজ্ঞান :

ভূমিকা :

“আধুনিক সভ‍্যতা বিজ্ঞানের দান
প্রতিদিন প্রতিক্ষণ তারই গুনগান।”

সভ্যতার ঊষালগ্নে মানুষ ছিল অত্যাচারী ও গুহাবাসী। সভ্যতার এই তিলোত্তমা মূর্তি তৈরি করতে গিয়ে মানুষ তিল তিল করে দান করেছে তার প্রাণশক্তি। আর বিজ্ঞান সে তো মানুষের নিরলস সাধনার ফসল। আদিম অরণ্যচারী অসহায় মানুষগুলো প্রকৃতির কাছে কত – না অসহায় ছিল । তারা চাকার আবিষ্কার করেই সভ্যতার শি বিজয়রথের পথচলা শুরু করেছিল । ক্রমান্বয়ে, আগুন, লোহা, তামা, ব্রোঞ্জ প্রভৃতি যুগ পেরিয়ে মানুষ বিজ্ঞানকে তার সভ্যতার বিজয়রথের বাহন করে আজ এসে পৌঁছেছে আধুনিক জীবনের দ্বারপ্রান্তে । বিজ্ঞান আজ মানুষের কাছে আলাদীনের প্রদীপের মতো।

প্রাত‍্যহিক জীবন ও বিজ্ঞান :

“কত অজানারে জানাইলে তুমি
কত ঘরে দিলে ঠাঁই, দুরকে করিলে নিকট বন্ধু
পরকে করিলে ভাই।”

দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র আজ বিজ্ঞানের উপর নির্ভরশীল। সভ্যতা একটি বহমান নদীর মতো , সভ্যতা সময়ের মতো চলমান , সে থেমে থাকে না-তাই তো আদিম , অরণ্যচারী মানুষগুলো বিবর্তনের পথ ধরে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে হাতে স্মার্ট ফোন নিয়েছে , সুপার সোনিক বিমানে চড়ছে , যে ঝড় – জল ভূকম্পের কাছে মানুষ অসহায় ছিল তার আগাম খবর সে জেনে নিচ্ছে । এসবই সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতির জন্য । এককথায় বলা যায় আধুনিক জীবন ও বিজ্ঞান একই সত্তায় পরিণত হয়েছে।

বিজ্ঞানের বিবর্তন :

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ তাই সভ্যসমাজের প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞান তার সুবিশাল হাত বাড়িয়ে দিয়েছে । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ বিজ্ঞানকে কাজে লাগিয়ে তার জীবনকে উপভোগ করছে ,দৈনন্দিন জীবনকে আমরা কয়েকটি ভাগ করে নিই এবং সেই ক্ষেত্রগুলিতে বিজ্ঞানের অপরিহার্যতা বিচার করি তবে ব্যাপারটা সম্বন্ধে আলোচনার পথটা অনেক সহজ ও বোধগম্য হবে।

গৃহস্থালিতে বিজ্ঞান :

বর্তমানে গৃহস্থালিতে আধুনিক জিনিসপত্র ব্যবহারে রীতিমতো বিপ্লব এসেছে । বিজ্ঞানকে ব্যবহার করে মানুষ তার জীবনযাত্রাকে যেমন একদিকে আরামপ্রদ করে তুলেছে তেমনি ব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতেও পারছে । খাবার বানানো থেকে খাবারকে সংরক্ষিত করে রাখা , প্রচণ্ড গরম ও প্রচণ্ড শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য যথাক্রমে ফ্রিজ , বাতানুকূল মেশিন , গিজার , রুম হিটারের ব্যবহার তো আজ ধনীর গৃহ থেকে মধ্যবিত্তের আঙিনাতেও পা রেখেছে । এ ছাড়া মাইক্রোওভেন ইত্যাদির মতো বহু আধুনিক সরঞ্জাম এই তালিকায় আছে।

শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান :

‘ বিজ্ঞান ’ মনে হয় আধুনিক জীবনের শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে তার কল্যাণময় অবদানকে ছড়িয়ে দিয়েছে । পুথি পড়া , অনুমানের ওপর জ্ঞান নির্ভরতা কাটিয়ে আজকের ছাত্র ইনটারনেট , আধুনিক শিক্ষা উপকরণের ওপর ভর করে সঠিক তথ্যনির্ভর জ্ঞানার্জনের পথে পা বাড়িয়েছে । কম্পিউটার , ক্যালকুলেটর , ইনটারনেট ইত্যাদি ছাড়া আজকের পড়াশোনা প্রায় ভাবাই যায় না।

চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান :

রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ওষুধ কিংবা যন্ত্রপাতি বিজ্ঞানের সৃষ্টি। চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য লাভ করেছে বিজ্ঞান । বর্তমানে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে বিভিন্ন রোগ নির্ণয় ইত্যাদির ক্ষেত্রে বিজ্ঞানের অবদান তর্কাতীত । শল্যচিকিৎসা বিজ্ঞানের ওপর নির্ভর করে সাফল্য লাভ করেছে দারুণভাবে । এইড্স , ক্যানসার ইত্যাদির মতো ক্ষেত্রেও যথেষ্ট সফলতা এসেছে । জিন মানচিত্র বিজ্ঞানের আর – এক অভিনব অবদান।

কৃষি ও শিল্প ক্ষেত্রে :

বড়ো বড়ো কলকারখানার দিকে তাকালে মনে হয় বিজ্ঞান লক্ষ্মী। বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যেমন শিল্পে বিপ্লব এনেছে তেমনি কৃষিক্ষেত্রেও মানুষই এনেছে ‘ সবুজ বিপ্লব ‘ । ক্রমবর্ধমান মানুষের জীবন ও জীবিকার ক্ষেত্রে কৃষি ও শিল্প ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের প্রয়োগ অবশ্যম্ভাবী।

বিজ্ঞানের অপ্রয়োগ :

বিজ্ঞান যেমন মানুষকে এগিয়েছে ঠিক তেমনি এর অপ্রয়োগও ঘটেছে। অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা ও বিজ্ঞানের প্রয়োগ কিন্তু মানুষকে যান্ত্রিক করে তুলছে এবং মানুষকে বিপথে ঠেলে দিচ্ছে । তাই মানুষকে সঠিকভাবে বিজ্ঞানমুখী করে তুলতে হবে । জনমানসে বিজ্ঞান চেতনার প্রসারে ছাত্রছাত্রীরা বিশেষ ভূমিকা পালন করবে।

মূল‍্যায়ন :

আমরা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলে নিজেদের গন‍্য করি। আধুনিক জীবনে বিজ্ঞান অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকলেও বিজ্ঞান এখনও কোথাও কোথাও তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি। তাই তো সমাজে এখনও অনেক কুসংস্কার বিদ্যমান ।বিজ্ঞানকে এখনও এগোতে হবে অনেক। আধুনিক জীবনে এখন আসছে অনেক আধুনিক রোগ , তাই তাদের মোকাবিলার জন্য বিজ্ঞানকেও আরও উন্নত আধুনিক হয়ে উঠতে হবে। তাহলে পৃথিবী এবং মানবজাতির আলোকময় যাত্রাপথ সুনিশ্চিত হবে।

আরও পড়ুন : 

বিজ্ঞানের সুফল ও কুফল

বনসৃজন রচনা

গাছ আমাদের বন্ধু

একটি গাছ একটি প্রাণ

PDF DOWNLOAD ZONE

File Name : আধুনিক জীবন ও বিজ্ঞান
Language : বাংলা
Size : 78 KB
Clik Here To Download

1 thought on “আধুনিক জীবন ও বিজ্ঞান PDF”

Leave a Comment