ভূমিকম্প MCQ প্রশ্ন উত্তর | Earthquake MCQ Questions Answers Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

ভূমিকম্প MCQ প্রশ্ন উত্তর | Earthquake MCQ Questions Answers Bengali

ভূমিকম্প MCQ প্রশ্ন উত্তর : সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ভূমিকম্পের বাছাই করা গুরুত্বপূর্ণ কয়েকটি MCQ প্রশ্ন উত্তর প্রদান করা হল। এই ভূমিকম্প MCQ প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ভূমিকম্প MCQ প্রশ্ন উত্তর :

1. S তরঙ্গের সাথে কোন শব্দের মিল নেই ?

A.  অনুদৈর্ঘ‍্য তরঙ্গ
B. পরবর্তী তরঙ্গ
C. পার্শ্ব তরঙ্গ
D.গৌণ তরঙ্গ

উত্তর: C

2. 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা কত ছিল রিখটার স্কেলে ?

A. 2.6
B. 3.5
C. 4.6
D. 8.5

উত্তর : D

3. 1974 সালে গঙ্গোত্রী হিমবাহ সংলগ্ন অঞ্চলে ভূমিকম্পের কারণ কি ?

A. গুহার ভাঙন
B. ডিনামাইট বিস্ফোরণ
C. উল্কাপাত
D. হিমানী সম্প্রপাত

উত্তর : D

4. 1995 সালে জাপানের কোবে শহরে যে ভূমিকম্প সৃষ্টি হয় তার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে কত কিমি গভীরে ?

A.  20 KM
B. 15 KM
C. 10 KM
D. 5 KM

উত্তর : B

5. 2001 সালে গুজরাটে কত তারিখে ভূমিকম্প ঘটেছিল ?

A. 26 শে সেপ্টেম্বর
B. 26 শে এপ্রিল
C. 26 শে জানুয়ারি
D. 26 শে ফেব্রুয়ারি

উত্তর : C

6. Sun Andreas Fault এর উপর অবস্থিত ?

A. সানফ্রান্সিসকো
B. নিউইয়র্ক
C. ব্রাসিনিয়া
D. None

উত্তর : A

7. অগভীর কেন্দ্রবিশিষ্ট ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে কত গভীরে থাকে ?

A. 70 কিলোমিটার গভীরতার মধ্যে
B. 50 কিলোমিটার গভীরতার মধ্যে
C. 30 কিলোমিটার গভীরতার মধ্যে
D. 90 কিলোমিটার গভীরতার মধ্যে

উত্তর : A

8. অমিলটি খুঁজে বের করো-

A .অনুদৈর্ঘ্য তরঙ্গ
B. মুখ্য তরঙ্গ
C. প্রধান তরঙ্গ
D. গৌণ তরঙ্গ

উত্তর : D

9. উত্তর কাশীতে ভূমিকম্প হয়েছিল কত সালে ?

A.1980 সালে
B.1991 সালে
C.1998 সালে
D. 2000 সালে

উত্তর : B

10. নীচের কোনটি একটি ভূমিকম্প – প্রবণ শহর ?

A. কোলকাতা
B. মস্কো
C. বাগদাদ
D. লসএঞ্জেলস্

উত্তর : D

11. কত সালের ভূমিকম্পের কারণে অসমের ডিবং নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল ?

A.1901 সালে
B.1921 সালে
C. 1950 সালে
D.1970 সালে

উত্তর : C

12. কয়না জলাধারে জলের চাপে ভূমিকম্প হয় কোন রাজ‍্যে ?

A. গুজরাট রাজ্যে
B. মহারাষ্ট্রে রাজ্যে
C. সিকিম রাজ্যে
D. পশ্চিমবঙ্গ রাজ্যে

উত্তর : B

13. কামচাৎকা , জাপান প্রভৃতি দেশ টোন বলয়ে অবস্থান করছে ?

A. মধ্যমহাদেশীয় বলয়
B. প্রশান্তমহাসাগরীয় বলয়
C. মধ্য আটলান্টিক বলয়
D. মধ্য সাগরীয় বলয়

উত্তর : B

14. কোনটি ভূমিকম্পের দেহতরঙ্গ নয় ?

A. P তরঙ্গ
B. S তরঙ্গ
C. L ভরস
D. P ও S তরঙ্গ

উত্তর : C

15. ক্রাকাভোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুদমের সময় ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয় কত সালে ?

A. 1921 সালে
B. 1928 সালে
C. 1938 সালে
D. 1983 সালে

উত্তর : D

16. গভীর কেন্দ্রবিশিষ্ট ভূমিকম্প কেন্দ্রের গভীরতা হল ভূপৃষ্ঠ থেকে কত কিমি নীচে ?

A. 70-700 কিমি
B. 30-700 কিমি
C. 300-700 কিমি
D. 400-600 কিমি

উত্তর : C

17. গুজরাটের ভুজ – এ ভূমিকম্পের তীব্রতার মান ছিল-

A. 2.9
B. 4 : 5
C. 6.9
D. 7.9

উত্তর : 7.9

18. টেথিয়ান বলয় বলা হয় কোন বলয়কে ?

A. প্রশান্ত মহাসাগরীয় বলয়কে
B. আল্পীয় হিমালয় বলয়কে
C. মধ্য আটলান্টিক বলয়কে
D. আফ্রিকার বৃহৎ গ্রস্ত উপত্যকা বলয়কে

উত্তর : B

19. দুর্গম পার্বত্য অঞ্চলে ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয় কোন কারণে ?

A. রাস্তা তৈরির জন্য
B. গবেষণার জন্য
C. জলাধার নির্মাণের জন্য
D. ধস ঘটানোর জন্য

উত্তর : A

20. নবীন ভঙ্গিল পর্বত গঠনের কারণে ভূমিকম্প হয়েছে

A. উত্তর কাশীতে
B. মহারাষ্ট্রে
C. ইন্দোনেশিয়ায়
D. আন্দামানে

উত্তর : A

আরও পড়ুন :

ভারতীয় জলবায়ুর প্রশ্ন উত্তর 

ভারতীয় নদনদীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

ভারতের কৃষিকাজ ও পশু পালনের প্রশ্ন উত্তর

2 thoughts on “ভূমিকম্প MCQ প্রশ্ন উত্তর | Earthquake MCQ Questions Answers Bengali”

Leave a Comment