সমস্থিতি MCQ প্রশ্ন উত্তর | Isostacy MCQ Questions Answer

টেলিগ্ৰামে জয়েন করুন

সমস্থিতি MCQ প্রশ্ন উত্তর | Isostacy MCQ Questions Answer

সমস্থিতি MCQ প্রশ্ন উত্তর : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম সমস্থিতির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই সমস্থিতি MCQ প্রশ্ন উত্তর গুলি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সমস্থিতি MCQ প্রশ্ন উত্তর :

1. ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন ভূমিরূপ (পর্বত, মালভূমি, সমভূমি, উপকূলভূমি) এর ভারসাম্য বজায় রাখার ঘটনাকে ?

A. সমস্থিতি
B. সমুদ্রবক্ষের বিস্তৃতি
C. পাতের ভারসাম্য
D. সমান ভূমিরূপ

উত্তর : A

2. Isostasy শব্দটি প্রথম ব্যবহার করেন-

A. ডাটন
B. এইরি
C. প্র্যাট
D. বাউই

উত্তর : A

3. অক্ষাংশ বাড়লে অভিকর্ষের মানের কি পরিবর্তন হয় ?

A. বাড়ে
B. কমে
C. একই থাকে
D. ধীরে পরিবর্তিত হয়

উত্তর : A

4. নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অভিকর্ষজ মান বৃদ্ধির হয় কি কারণে ?

A. নিরক্ষরেখা থেকে মেরুর দিকে শিলাসমূহের ঘনত্ব বৃদ্ধি পায়
B. পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর মেরুর দিকে যে কোন স্থানের দূরত্ব কম
C. মেরু অঞ্চলে চুম্বকের আকর্ষণ মান অধিক
D. নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে পদার্থের সঞ্চালন ঘটে

উত্তর : B

5. অভিকর্ষ বিচ্যুতির মান –

A. ধনাত্মক
B. ঋনাত্মক
C. ধনাত্মক ও ঋনাত্মক
D. কোনোটি নয়

উত্তর : C

6. g anomaly বলতে কী বোঝায় ?

A. অভিকর্ষ বিচ্যুতি
B. গড় উষ্ণতা বিচ্যুতি
C. চুম্বক বিচ্যুতি
D. কোনটিই নয়

উত্তর : A

7. কোন ব‍্যক্তি আন্দিজ পর্বতমালায় অভিকর্ষের মান নির্ণয় করেন ?

A. জর্জ এভারেস্ট
B. পিয়ের বুগের
C. জর্জ এইরি
D. বাউই

উত্তর : B

8. ভারতে কে প্রথম অভিকর্ষজ অসংগতি পর্যবেক্ষণ করেন ?

A. জর্জ এভারেস্ট
B. এইরি
C. প্র্যাট
D. বুগের

উত্তর : A

9. কোন্ যন্ত্রের সাহায্যে নক্ষত্রের উন্নতি কোণ মেপে কোনও স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় ?

A. থিয়োডোলাইট
B. ট্রানজিট থিয়োডোলাইট
C. প্রিসমেটিক কম্পাস
D. কোনটিই নয়

উত্তর : C

10. পদার্থের ঘনত্ব একই, কিন্তু গভীরতা ভিন্ন ভিন্ন উক্তিটি কার ?

A. এইরি
B. হেফোর্ড
C. প্র্যাট
D. বাউই

উত্তর : A

11. স্যার জর্জ এইরির তত্ত্বটি কোন্ ধর্মের ওপর প্রতিষ্ঠিত ?

A. প্রতিবিধান তল
B. সমউচ্চতা
C. সমস্থিতি
D. পদার্থের ভাসমানতা

উত্তর : D

12. এইরির শিকড় ধারণাকে ( Root concept ) সমর্থন করেন-

A. ডালটন
B. প্র্যাট
C. ডাউন
D. হাইস্কানেন

উত্তর : D

13. প্রতিবিধান তলের ধারণাটি কে প্রবর্তন করেন ?

A. হেফোর্ড
B. আইজ্যাক
C. প্র্যাট
D. এইরি

উত্তর : C

14. প্রতিবিধান তলে ভূত্বক গঠনকারী পদার্থসমূহের

A. চাপ ও পীড়ন সমান থাকে
B. চাপ ও পীড়ন অসমান থাকে
C. চাপ সমান কিন্তু পীড়ন অসমান থাকে
D. চাপ অসমান কিন্তু পীড়ন সমান থাকে

উত্তর : A

15. প্র্যাটের তত্ত্ব অনুযায়ী হাল্কা ও ভারী শিলায় গঠিত ভূত্বকীয় স্তম্ভগুলির উচ্চতার পার্থক্য কীরূপ হয় ?

A. হাল্কা শিলায় গঠিত স্তম্ভগুলি ভারী শিলায় গঠিত স্তম্ভ অপেক্ষা উঁচু হবে।
B. ভারী শিলায় গঠিত স্তম্ভগুলি হাল্কা শিলার স্তম্ভ অপেক্ষা উঁচু হবে।C. দুটির উচ্চতা সমান হবে
D. হাল্কা শিলায় গঠিত স্তম্ভগুলি ভারী শিলায় গঠিত স্তম্ভ অপেক্ষা দু’গুন বেশি উঁচু হবে

উত্তর : A

16. প্র্যাট এর পরীক্ষা অনুসারে নিন্মোক্ত কার উচ্চতা বেশী ?

A. সিসা
B. আয়রন
C. অ্যান্টিমনি
D. জিঙ্ক

উত্তর : C

17. সমস্থিতির ভারসাম্যকে সিমাটোজেনির সাহায্যে ব্যাখ্যা করেন –

A. ডাটন
B. প্র্যাট
C. এইরি
D. এল.সি.কিং

উত্তর : D

18. জলি সমস্থিতির বিষয়ে যে Zone of Compensation- এর কথা বলেছেন তার গভীরতা

A. 16 KM
B. 15 KM
C. 12 KM
D. 3 KM

উত্তর : A

19. সমস্থিতির প্রমাণ কী ?

A. বরফের গলনের ফলে স্ক্যান্ডেনেভিয়ার দেশগুলির উত্থান
B. স্ক্যান্ডেনেভিয়ার দেশগুলির অনুভূমিক স্থানান্তর
C. আরবল্লী পর্বতের ক্ষয়িষ্ণু অবস্থা
D. মহাদেশগুলির স্থিতিশীল অবস্থা

উত্তর : A

20. উদস্থৈতিক ভারসাম্য

A. ভৌমজলের ভারসাম্য অবস্থা
B. বিভিন্ন উচ্চতাবিশিষ্ট সমঘনত্বযুক্ত কাঠের ভাসমান অবস্থা
C. জলাশয়ের স্থিতিশীল অবস্থা
D. ঢাল অনুয়ায়ী জলের প্রবাহমাত্রা

উত্তর : B

21. কে প্রথম সুসংহত সমুদ্রবক্ষ প্রসারণের ধারণা প্রবর্তন করেন ?

A. হ্যারিে
B. আর্থার হোমস
C. হ্যারি পিটার
D. লিম্যান

উত্তর : A

22. মধ্য আটলান্টিক শৈলশিরায় সমুদ্রতল সম্প্রসারনের বার্ষিক হার

A. ৪ সেমি
B. 2 সেমি
C. 6 সেমি
D. 4 সেমি

উত্তর : B

23. কোন পুস্তকে সমুদ্রবক্ষের বিস্তার তত্ত্বটি প্রকাশিত হয় ?

A. History of Oceanography
B. Origin of Ocean Basin raphy
C. Tectonics of Ocean Floor
D. History of Ocean Basin

উত্তর : D

24. কুরী পয়েন্টের উষ্ণতা কত ?

A. 620 ° C
B. 600 ° C
C. 650 ° C
D. 660 ° C

উত্তর : D

25. পৃথিবীর চৌম্বকীয় বিচ্যুতি মাপা হয় –

A. গ্যালভেনোমিটার
B. ম্যাগনেটোমিটার
C. ব্যারোমিটার
D. অ্যানিমোমিটার

উত্তর : B

এই সমস্থিতি MCQ প্রশ্ন উত্তর গুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি মন্তব্য করে জানাবেন। 

আরও পড়ুন :

ভূমিকম্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

অরণ্য সম্পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Leave a Comment