প্রফেজ কাকে বলে ? প্রফেজ এর বৈশিষ্ট্য | What is Prophase

টেলিগ্ৰামে জয়েন করুন

প্রফেজ কাকে বলে ? প্রফেজ এর বৈশিষ্ট্য | What is Prophase

প্রফেজ কাকে বলে – what is prophase : সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে প্রফেজ কাকে বলে এবং প্রফেজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

প্রফেজ এর অর্থ :

গ্রিক-pro = পূর্ব; before; phase = দশা, stage or appearance)

প্রফেজ কাকে বলে :

নিউক্লিয়াস বিভাজনের যে দশায় নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় এবং নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার
অবলুপ্তি ঘটে তাকে প্রফেজ বলে। এটি নিউক্লিয়াস বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী দশা।

প্রফেজ এর বৈশিষ্ট্য :

প্রফেজ এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলি হল-

i. এই দশায় ক্রোমাটিন সূত্রগুলি নিরুদিত হয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে।

ii. ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোটো ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। ক্রোমাটিন সূত্রের কুন্ডলীভবনকে স্পাইরালাইজেশন বলে ।

iii. প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিডদ্বয় পরস্পর সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে।

iv. প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিডদ্বয় পরস্পরকে নিবিড়ভাবে পেঁচিয়ে অবস্থান করে। প্যাঁচানো অবস্থাকে প্লেক্টোনেমিক কুন্ডলী এবং প্যাঁচানো পদ্ধতিকে স্পাইরালাইজেশন বলে।

v. প্রফেজ দশা চলাকালীন নিউক্লিওলাসটি আকারে ক্রমশ ছোটো হতে থাকে এবং শেষের দিকে পুরোপুরি বিলুপ্ত হয়।

vi. প্রফেজের শেষের দিকে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে।

প্রাণীকোশের ক্ষেত্রে ইন্টারফেজ দশায় সেন্ট্রোজোমের সেন্ট্রিওলদ্বয় বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোজোম গঠন করে এবং প্রফেজে এরা ধীরে ধীরে নিউক্লিয়াসের দুই বিপরীত মেরুতে গিয়ে অবস্থান করে। নতুন সেন্ট্রোজোমকে ঘিরে অ্যাস্ট্রালরশ্মির আবির্ভাব ঘটে। উভয়প্রান্তের অ্যাস্ট্রাল রশ্মি পরস্পর জোড়া লেগে বেমতত্ত্ব গঠন করে।

আরও পড়ুন :

ইন্টারফেজ কাকে বলে ? ইন্টারফেজ দশার বৈশিষ্ট্য ও স্থায়িত্ব ?

টেলোফেজ কাকে বলে এবং বৈশিষ্ট্য ? 

1 thought on “প্রফেজ কাকে বলে ? প্রফেজ এর বৈশিষ্ট্য | What is Prophase”

Leave a Comment