অ্যানাফেজ কাকে বলে ? অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য | What is Anaphase

টেলিগ্ৰামে জয়েন করুন

অ্যানাফেজ কাকে বলে ? অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য | What is Anaphase

অ্যানাফেজ কাকে বলে – Anaphase : প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে অ্যানাফেজ কাকে বলে এবং অ্যানাফেজ এর বৈশিষ্ট্য গুলি নিয়ে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

অ্যানাফেজ কাকে বলে :

অ্যানাফেজ (Anaphase; গ্রিক-ana = up বা ওপরে, phase = stage বা দশা)

নিউক্লিয়াস বিভাজনের যে দশায় প্রতিটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড থেকে অপত্য ক্রোমোজোম গঠিত হয় এবং তারা বিপরীত মেরুপ্রান্তের দিকে গমন করে, তাকে অ্যানাফেজ বলে। এটি নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় এবং স্বল্পস্থায়ী দশা।

অ্যানাফেজ এর বৈশিষ্ট্য :

অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য গুলি হল-

i. এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দু-ভাগে বিভক্ত হয়, ফলে ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়।

ii. ক্রোমোজোমাল তন্তুর সংকোচন, ইন্টারজোনাল তন্তুর প্রসারণ এবং অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণের ফলে অর্ধেক অপত্য ক্রোমোজোম বেমের এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অপত্য ক্রোমোজোম বেমের অন্য মেরুর দিকে সরে যেতে থাকে। এরূপ চলনকে অ্যানাফেজীয় চলন বলে । মেরুর দিকে সরে যেতে থাকে। এরূপ চলনকে অ্যানাফেজীয় চলন বলে।

iii. সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলিকে ‘V’ (মেটাসেন্ট্রিক), ‘L’ (সাবমেটাসেন্ট্রিক), ‘J’ (অ্যাক্রোসেন্ট্রিক) এবং ‘I’ (টেলোসেন্ট্রিক) আকৃতিবিশিষ্ট দেখায়।

iv. টিবিউলিন প্রোটিন সংযুক্তির ফলে ইন্টারজোনাল তন্তুগুলিও প্রসারিত হয় ফলে অপত্য ক্রোমোজোমগুলি মেরুর দিকে সরে যায়

v. বেমের মাঝ বরাবর বেমতন্তুগুলি পরস্পর মিলিত হয়ে স্টেম বডি সৃষ্টি করে। স্টেম বডি উলম্বতলে বৃদ্ধি পেয়ে অপত্য ক্রোমোজোমগুলিকে বিপরীত মেরুর দিকে ঠেলে দেয়।

vi. অ্যানাফেজের শেষের দিকে ক্রোমোজোমগুলি বেমের মেরুপ্রান্তে পৌঁছায়।

আরও পড়ুন :

প্রফেজ কাকে বলে এবং বৈশিষ্ট্য ?

মেটাফেজ কাকে বলে এবং বৈশিষ্ট্য ? 

Leave a Comment