WBP Lady Constable GK Mock Test in Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

WBP Lady Constable GK Mock Test in Bengali

WBP Lady Constable GK Mock Test in Bengali : প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা আরও একটি WBP Lady Constable GK Mock Test in Bengali নিয়ে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

WBP Lady Constable GK Mock Test in Bengali : এই প্র্যাকটিস সেটটিতে  অংশগ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরোও উন্নত করতে পারবে। এবং আপনারা নতুন কিছু জানার উদ্দেশ্যে এই WBP Lady Constable GK Mock Test in Bengali পর্বটিতে অংশগ্রহণ করুন।

WBP Lady Constable GK Mock Test in Bengali :

1. বীরবল ছদ্মনাম পরিচিত কে ?

A. প্যারিচাঁদ মিত্র
B. রাজশেখর বসু
C. প্রমথ চৌধুরী
D. পূর্ণেন্দু পত্রী

উত্তর : C

2. লোথাল কোন নদীর তীরে অবস্থিত ?

A. সিন্ধু
B. ঘাঘর
C. রাভি
D. সবরমতী

উত্তর : D

3. রাজশেখর বসু কোন রাজর সভাকবি ছিলেন ?

A. হর্ষবর্ধন
B. পল্লবরাজ সিংহবিষ্ণু
C. প্রথম মহিপাল
D. কোনোটিই নয়

উত্তর : C

4. পঞ্চম সিদ্ধান্তিকা কার রচনা ?

A. ভারবি
B. বরাহমিহির
C. ভরত মুনি
D. বাৎস্যায়ন

উত্তর : B

5.মোপলা উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?

A. রাজস্থান
B. ওড়িশা
C. কেরল
D. ঝাড়খন্ড

উত্তর : C

6. ইদুক্কি পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত ?

A. কয়না
B. কৃষ্ণা
C. পেরিয়ার
D. তাপ্তি

উত্তর : C

7. তারাপুর অ্যাটোমিক পাওয়ার স্টেশন কবে স্থাপিত হয় ?

A. 1969
B. 1973
C. 1984
D. 1993

উত্তর : A

8. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কবে স্থাপিত হয় ?

A. 1954
B. 1971
C. 1984
D. 1977

উত্তর : A

9. দিবাং-দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে
অবস্থিত ?

A. অসম
B. সিকিম
C. ওড়িশা
D. মধ্যপ্রদেশ

উত্তর : A

10. দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র নীচের কোনটি ?

A. কানপুর
B. আহমেদাবাদ
C. কোয়েম্বাটুর
D. কোনোটিই নয়

উত্তর : C

11 বৃন্দাবন গার্ডেন ভারতের কোথায় অবস্থিত ?

A. মহারাষ্ট্র
B. কর্ণাটক
C. কলকাতা
D. ব্যাঙ্গালোর

উত্তর : B

12. আকরিক লোহা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে
আছে ?

A. রাজস্থান
B. ওড়িশা
C. কর্ণাটক
D. কোনোটিই নয়

উত্তর : B

14. বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালন করা হয় ?

A. 8 মে
B. 10 মে
C. 22 মে
D. 24 মে

উত্তর : B

15. কালো সীসা কাকে বলে ?

A. কয়লা
B. গ্রাফাইড
C. জিঙ্ক
D. কোনোটিই নয়

উত্তর : B

16. কুকুর কোন দেশের জাতীয় পশু ?

A. পাকিস্তান
B. চীন
C. শ্রীলঙ্কা
D. মায়ানমার

উত্তর : D

আরও দেখুন :

Lady Constable GK Mock Test Part-1

 

Leave a Comment