রায়তওয়ারি বন্দোবস্ত কি ? রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য, ফলাফল | Ryotwari System

টেলিগ্ৰামে জয়েন করুন

রায়তওয়ারি বন্দোবস্ত কি ? রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য, ফলাফল |

রায়তওয়ারি বন্দোবস্ত কি ? রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য, ফলাফল : আজকের এই পর্বটিতে তোমাদের সাথে রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হল।

রায়তওয়ারি বন্দোবস্ত কি

ব্রিটিশ ভারতের কিছু অংশে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় । এই গুরুত্বপূর্ণ বন্দোবস্তের মাধ্যমে জমির কৃষকদের থেকে রাজস্ব আদায় করা হত । এমনকি চাষের অযোগ্য জমি থেকেও কর আদায় হত । এই রাজস্ব সরাসরিভাবে আদায় করা রায়ত বা জমির কৃষকদের থেকে । এই বন্দোবস্তই রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত । ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও স্যার টমাস মনরোর উদোগে ১৮২০ খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে ভারতের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা নামে এক ধরনের ভূমি রাজস্ব ব‍্যবস্থা প্রবর্তিত হয় । টমাস মনরোকে এই ব্যবস্থার জনক বলা হয়

রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য

রায়তওয়ারি ব্যবস্থায় রায়তকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে ৩০/৪০ বছরের দীর্ঘমেয়াদি শর্তে জমি বন্দোবস্ত দেওয়া হত । এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি হল-

1. মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি : রায়তওয়ারি বন্দোবস্তে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে রাজস্ব আদায় করত । ফলে সরকার ও কৃষকের মাঝখানে কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী শ্রেণির কোন অস্তিত্ব ছিল না।

2. জমির শ্রেণিবিভাগ : রায়তওয়ারি ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের জমি বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে ৯ টি শ্রেণিতে বিভক্ত করা হয়।

3.জমির মালিকত্ত্ব : এই ব্যবস্থায় কৃষকের হাতে জমির মালিকানার অধিকার দেওয়া হয়নি। জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকার। কৃষক শুধু জমি ভোগ করতে পারত।

4.রাজস্বের পরিমাণ : রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত ৩০ বছর অন্তর অন্তর এই হারের পরিবর্তন করা হত।

রায়তওয়ারি বন্দোবস্তের ফলাফল

রায়তওয়ারি বন্দোবস্তের ফলাফল সম্পর্কে বিতর্ক রয়েছে । এই ব্যবস্থায় সুফল ও কুফল উভয়ই লক্ষ করা যায় ।।

রায়তওয়ারি বন্দোবস্তের সুফল

1. জটিলতা হ্রাস : রায়তওয়ারি বন্দোবস্তে সরকার ও কৃষকদের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে ওঠায় প্রশাসনিক জটিলতা হ্রাস পায় এবং জমি – সংক্রান্ত ভুল বোঝাবুঝি বিলুপ্ত হয়।

2. শোষণ হ্রাস : মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব না থাকায় এই ব্যবস্থায় কৃষকরা শোষণ ও অত্যাচারের হাত থেকে যথেষ্ট মুক্তি পায় ।

3. উচ্ছেদের আশঙ্কা হ্রাস : এই ব্যবস্থায় জমিদার জমি থেকে নিজেদের ইচ্ছামতো কৃষকদের উচ্ছেদ করতে পারত না । ফলে কৃষকের জীবন – জীবিকার নিরাপত্তা বৃদ্ধি পায়।

4. ভূমিদাসপ্রথার অবসান : এই ব্যবস্থায় অধিকাংশ কৃষকের ভূমিদাস রাখার ক্ষমতা ছিল না । ফলে ভূমিদাসপ্রথার অবসান ঘটেছিল।

রায়তওয়ারি বন্দোবস্তের কুফল

রায়তওয়ারি বন্দোবস্তের সুফলগুলির চেয়ে কুফলই বেশি লক্ষ করা যায় , যেমন-

1. সরকারি অত্যাচার : রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকরা কালক্রমে রাষ্ট্র তথা সরকারি কর্মচারীদের অত্যাচারের শিকার হয় । তারা রায়তের অস্থাবর সম্পত্তি ক্রোক করে তাকে জমি থেকে উচ্ছেদ করতে পারত । ঐতিহাসিক ড. তারা চাঁদের মতে , এই ব্যবস্থায় প্রজারা বহু জমিদারের পরিবর্তে এক বিরাট জমিদার বা সরকারের নিয়ন্ত্রণে আসে।

2. ভাড়াটে প্রজী : চিরস্থায়ী বন্দোবস্তের মতো স্থায়ী রাজস্বের হার রায়তওয়ারি ব্যবস্থায় ধার্য করা হয়নি । কৃষক বাড়তি রাজস্ব না দিলে তাকে জমি থেকে উৎখাত করা হত । ড . বিপানচন্দ্রের মতে , জমিতে কৃষকের মালিকানা কার্যকর হয়নি । এই ব্যবস্থায় জমিতে কৃষকের মালিকানা না থাকায় কৃষক কোম্পানির ভাড়াটে প্রজায় পরিণত হয়। সরকার প্রকাশ্যেই ঘোষণা করে যে , সরকার রাজস্ব হিসেবে যা আদায় করেন তা খাজনা ( Tax ) নয় , ভাড়া ( Rent ) ।

3. রাজস্বের বোঝা : রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল যা পরিশোধের সামর্থ্য প্রজাদের ছিল না । উৎপন্ন ফসলের শতকরা ৪৫ থেকে ৫৫ ভাগ রাজস্ব হিসেবে আদায় করা হত । তা ছাড়া সরকার ইচ্ছা করলে কুড়ি বা ত্রিশ বছর পরপর রাজস্বের হার বৃদ্ধি করতে পারত।

কিংবদন্তি কাকে বলে ?

4. প্রাকৃতিক বিপর্যয়ে দুর্দশা : প্রাকৃতিক বিপর্যয়ে ফসলহানি ঘটলেও রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকরা রাজস্ব প্রদানে বাধ্য ছিল । তা ছাড়া কোম্পানি রায়তকে রুপার মুদ্রায় রাজস্ব প্রদানের নির্দেশ দিলে রাজস্ব মেটাতে গিয়ে কৃষকরা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হতে হত।

মূল‍্যায়ন: রমেশচন্দ্র দত্ত বলেছেন যে , “ এই ব্যবস্থায় শোষণের তীব্রতা অনেক বেশি ছিল এবং চিরস্থায়ী বন্দোবস্তের চেয়ে তা অধিকতর ক্ষতিকর ছিল। ” সরকারি আমলারা এই ব্যবস্থায় কৃষকের সম্পত্তি বাজেয়াপ্ত করে জমি থেকে তাকে উচ্ছেদ করতে পারত । জমির অস্থায়ী বন্দোবস্তই ছিল জনসাধারণের দারিদ্র্য ও দুর্ভিক্ষের প্রধান কারণ।

আরও পড়ুন : 

চিরস্থায়ী বন্দোবস্ত কি ? এই বন্দোবস্তের কারণ, বৈশিষ্ট্য, সুফল ও কুফল

কিংবদন্তি কাকে বলে ? কিংবদন্তির বৈশিষ্ট্য, গুরুত্ব এবং কিংবদন্তি ও পৌরাণিক কাহিনির পার্থক্য 

রুশ বিপ্লব কি ? রুশ বিপ্লবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণ

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. ভারতের কোথায় রায়তওয়ারি প্রথা চালু হয়েছিল ?

উ:ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও স্যার টমাস মনরোর উদোগে ১৮২০ খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে ভারতের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি ব্যবস্থা নামে এক ধরনের ভূমি রাজস্ব ব‍্যবস্থা প্রবর্তিত হয়।

2. রায়তওয়ারি বন্দোবস্তের জনক কে ?

উ: টমাস মনরো

3. রায়তওয়ারি বন্দোবস্ত কত সালে চালু হয় ?

উ: 1820 সালে

1 thought on “রায়তওয়ারি বন্দোবস্ত কি ? রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য, ফলাফল | Ryotwari System”

Leave a Comment