ম‍্যালপিজিয়ান নালিকা কি ? এর গঠন ও কাজ

টেলিগ্ৰামে জয়েন করুন

ম‍্যালপিজিয়ান নালিকা কি ? এর গঠন ও কাজ

ম‍্যালপিজিয়ান নালিকা কি : আজকের এই পর্বটিতে আলোচনা করবো ম‍্যালপিজিয়ান নালিকা কাকে বলে এবং ম‍্যালপিজিয়ান নালিকার গঠন ও কাজ সম্পর্কে।

ম‍্যালপিজিয়ান নালিকা কি :

পতঙ্গ শ্রেণিভুক্ত প্রাণীদের ( যেমন- আরশোলা , ফড়িং ইত্যাদি ) রেচনাঙ্গ হল ম্যালপিজিয়ান নালিকা বা ম্যালপিজিয়ান টিউবিউল।

ম‍্যালপিজিয়ান নালিকার গঠন :

পতঙ্গ (যেমন -আরশোলা ) এর পৌষ্টিকতন্ত্রের দুটি অংশ মেসেনটেরন ও ইলিয়ামের সংযোগস্থলে , হলুদ রঙের সরু সুতোর মতো নালিকাগুচ্ছ অবস্থান করে। এদের ম্যালপিজিয়ান নালিকা বলে। এদের প্রতিটি গুচ্ছে 12-20টি নালিকা থাকে।

ম‍্যালপিজিয়ান নালিকার কাজ :

পতঙ্গদের দেহকোশে উৎপন্ন রেচন পদার্থ হিমোসিল বা দেহগহ্বরে মুক্ত হয়। সেখান থেকে ম্যালপিজিয়ান টিউবিউল ওই রেচন পদার্থ শোষণ করে। তারপর ওই রেচন পদার্থ পৌষ্টিকনালীতে মুক্ত করে। পৌষ্টিকনালীর মাধ্যমে ওই রেচন পদার্থ দেহের বাইরে নির্গত হয়।

আরও পড়ুন : 

গলগি বডি কাকে বলে ? গঠন, অবস্থান ও কাজ 

রেচনতন্ত্র সম্পর্কে বিস্তারিত তথ‍্য 

Leave a Comment