লালন ফকির টীকা | লালন ফকির সম্পর্কে কি জানো ?

টেলিগ্ৰামে জয়েন করুন

লালন ফকির টীকা | লালন ফকির সম্পর্কে কি জানো ?

সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে আলোচনা করবো লালন ফকির সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিস্তৃত আলোচনাটি।

লালন ফকির :

ভূমিকা : উনিশ শতকে বাংলায় সর্বধর্মসমন্বয়ের ক্ষেত্রে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন আধ্যাত্মিক বাউলসাধক লালন ফকির (1774 -1890 খ্রি.) বা লালন সাঁই ।

1. প্রথম জীবন : লালনের প্রথম জীবনের বেশকিছু বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় না । সম্ভবত তিনি 1774 সালে যশোহর জেলায় ঝিনাইদহ মহকুমার হারিশপুর গ্রামে বা কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তরুণ বয়সে তীর্থভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মলম শাহ ও তাঁর স্ত্রী মতিজানের সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন।

2. ধর্মবিশ্বাস : লালন হিন্দু না মুসলিম ছিলেন তা নিয়ে বিতর্ক আছে। কেউ তাঁকে হিন্দু , আবার কেউ বা মুসলিম বলে মনে করতেন। কিন্তু লালন নিজে এবিষয়ে কিছু না বলে বরং গান বেঁধেছেন –

“ সব লোকে কয় লালন কি জাতি সংসারে।
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে। ”

অন্য একটি গানে লালন লিখেছেন-

“ এমন সমাজ কবে গো সৃজন হবে।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
জাতি গোত্র নাহি রবে।”

3. বাউল গান : কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাদীক্ষা না থাকলেও লালন নিজ সাধনাবলে হিন্দু ও মুসলিম ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞানলাভ করেন এবং মানবজীবনের আধ্যাত্মিক রহস্য নিয়ে প্রায় দু – হাজার বাউল গান রচনা করেন।

4. ‘ মনের মানুষ ’ – এর ধারণা : লালন বিশ্বাস করতেন , সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ। সেই মনের মানুষের কোনো জাতি – ধর্ম – বর্ণ – লিঙ্গভেদ নেই। তাই সেই মানুষকে নিয়ে লালন গান বাঁধেন- “ মিলন হবে কত দিনে , আমার মনের মানুষেরই সনে। ”

5. ঠাকুরবাড়ির সংযোগ : ঠাকুর পরিবারের অনেকের সঙ্গে লালনের যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও লালনের গান ও দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছেন। রবীন্দ্রনাথ লিখেছেন , “ লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু , মুসলমান , বৌদ্ধ , জৈন ধর্মের সমন্বয় করে কী যেন একটা বলতে চেয়েছেন- আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত।

মূল‍্যায়ন : লালন সকল ধর্মের সঙ্গেই সুসম্পর্ক রাখতেন। তিনি হিন্দু ও ইসলাম- উভয় ধর্মশাস্ত্র সম্পর্কে জ্ঞানলাভ করেন। 1890 খ্রিস্টাব্দে 116 বছর বয়সে লালনের মৃত্যু হয় । তাঁর মৃত্যুর পর হিন্দু বা মুসলিম কোনো ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি।

আরও পড়ুন : 

শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান 

2 thoughts on “লালন ফকির টীকা | লালন ফকির সম্পর্কে কি জানো ?”

Leave a Comment