উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজ গুলির ভূমিকা

টেলিগ্ৰামে জয়েন করুন

উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজ গুলির ভূমিকা

সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পরবর্তীতে আলোচনা করলাম উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজ গুলির ভূমিকা   সম্পর্কে।

উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজ গুলির ভূমিকা :

ভূমিকা : উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনে ব্রা সমাজের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্রাহ্ণসমাজ বোঝাতে আদি ব্রায়সমাজ , ভারতবর্ষের ব্রাহ্মসমাজ , সাধারণ ব্রায়সমাজ , নববিধান ব্রা সমাজ প্রভৃতিকে বোঝায় । রাজা রামমোহন রায় কলকাতায় 1828 সালে ব্রাহ্ণসভা প্রতিষ্ঠা করেন । 1830 খ্রিস্টাব্দে এর নাম হয় ব্রাহ্মসমাজ। রামমোহনের মৃত্যুর পরবর্তীকালে ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর , কেশবচন্দ্র সেন প্রমুখ।

1. কুসংস্কারের বিরোধিতা ও যুক্তিবাদী চিন্তাধারার প্রসার : ব্রাহ্ণসমাজ ভারতীয় সমাজে প্রচলিত নানা কুসংস্কারের যেমন বিরোধিতা করেছিল , তেমনই মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

2. জাতিভেদপ্রথা ও ধর্মীয় গোঁড়ামির বিরোধ : ব্রাহ্মসমাজ হিন্দুসমাজের জাতিভেদপ্রথা ও ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করে । হিন্দুধর্মের নামে নানা প্রচলিত কুপ্রথার প্রতিরোধে ব্রায়সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

3. নারীকল্যাণের ভূমিকা : ব্রায়সমাজ নারীকল্যাণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিল । যেমন – পর্দাপ্রথার বিলুপ্তিসাধন , বিধবাবিবাহের আইনসিদ্ধকরণ , বহুবিবাহ নিষিদ্ধকরণ , নারীসমাজে শিক্ষার প্রচলন প্রভৃতি।

4. জাতীয় সংহতির বিকাশ : ব্রাহ্মসমাজ ভারতবাসীর মধ্যে জাতীয় সংহতির চেতনা প্রসারের ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেছিল। উদারপন্থী ধর্মীয় আদর্শ ও জাতীয়তাবাদের আদর্শ প্রচারের মাধ্যমে ব্রাহ্মসমাজ জাতীয় সংহতি চেতনার জাগরণ ঘটায়।

5. সমাজসেবা : ব্রাহ্মসমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল । সমাজসেবা ও জনহিতকর কাজের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা , যেমন- দুর্ভিক্ষের সময় কেশবচন্দ্র সেন একদল বাঙালি তরুণকে নিয়ে ত্রাণের এক দৃষ্টান্ত রেখেছিলেন।

মূল‍্যায়ন : ব্রাহ্মসমাজ বাংলার সমাজসংস্কারের ক্ষেত্রে অনুকরণযোগ্য দৃষ্টান্ত রেখেছিল। এই প্রতিষ্ঠান সমাজসংস্কারের মাধ্যমে এক জাতীয় জাগরণ ঘটাতে চেয়েছিল। পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন ব্রাহ্মসমাজের কিছু আদর্শ গ্রহণ করে।

আরও পড়ুন : 

ইলবার্ট বিল বিতর্ক

1 thought on “উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজ গুলির ভূমিকা”

Leave a Comment