বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে কী জান ?

টেলিগ্ৰামে জয়েন করুন

বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে কী জান ?

বিজয়কৃষ্ণ গোস্বামী : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই তোমাদের সাথে শেয়ার করলাম বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা। চলুন দেখে নেওয়া যাক বিস্তৃত আলোচনাটি।

বিজয়কৃষ্ণ গোস্বামী :

ভূমিকা : বিজয়কৃষ্ণ গোস্বামী (1841 -99 খ্রি.) ছিলেন উনিশ শতকের বাংলার একজন সাধক ও ধর্মসংস্কারক।

1. প্রথম জীবন : বিজয়কৃয় গোস্বামী নদিয়া জেলার দহকুল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শান্তিপুরে গোবিন্দ গোস্বামীর টোলে প্রাথমিক শিক্ষা শেষ করে কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি ( 1959 খ্রি.) হন।

2.ব্রাহ্মসমাজে অংশগ্রহণ : সংস্কৃত কলেজে পড়াশোনার সময় বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ব্রাহ্মসমাজে যোগ দেন (1863 খ্রি.) । এরপর ব্রাহ্মধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি দীর্ঘ 25 বছর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন । তিনি শান্তিপুর , ময়মনসিংহ , গয়া প্রভৃতি স্থানে ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

3.কেশবচন্দ্রের সঙ্গে বিরোধ : বিজয়কৃষ্ণ ব্রাহ্মসমাজের আচার্য হয়ে পূর্ববঙ্গে আসেন ( 1863 খ্রি.) এবং কিছুদিন ঢাকায় কেশবচন্দ্র সেনের সঙ্গে কাজ করেন । পরবর্তীকালে কেশবচন্দ্রের কিছু অনুগামী তাঁর সঙ্গ ত্যাগ করে সাধারণ ব্রাহ্মসমাজ (1878 খ্রি.) নামে একটি পৃথক সংগঠন প্রতিষ্ঠা করেন । এইসময় বিজয়কৃষ্ণ সাধারণ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা হিসেবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

4.ব্ৰায়সমাজ বর্জন : কিছুদিন পর সাধারণ ব্রাহ্ণসমাজের সঙ্গে তাঁর মতভেদ দেখা দিলে তিনি ব্রাহ্ণসমাজের আচার্যের পদ থেকে বিতাড়িত (1886 খ্রি.) হন।

5. নব্যবৈষ্ণব আন্দোলন : কিছুদিন পর বিজয়কৃয় ব্রাহ্মসমাজ ত্যাগ (1888 খ্রি.) করে বৈষ্ণবধর্মে ফিরে আসেন এবং ঢাকার গেণ্ডারিয়ার আশ্রম প্রতিষ্ঠা করে ধর্মসাধনায় মন দেন । এভাবে তিনি বাংলায় নব্যবৈষ্ণব আন্দোলনের সূচনা করেন । অশ্বিনীকুমার দত্ত , বিপিনচন্দ্র পাল , মনোরঞ্জন গুহঠাকুরতা , সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তি এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

6.সংস্কার : বিজয়কয় স্ত্রীশিক্ষা ও নারীজাতির উন্নতির জন্য চেষ্টা চালান। তিনি পরবর্তীকালে শ্রীশ্রীরামকৃষ্ণ ও ত্রৈলঙ্গস্বামীর সর্বধর্মসমন্বয় এবং সাকার ব্রহ্মেরর আদর্শে অনুপ্রাণিত হয়ে মূর্তিপূজাকে সমর্থন করেন।

7.সন্ন্যাসগ্রহণ : সন্ন্যাসগ্রহণের পর বিজয়কৃষ্ণ গোস্বামীর নতুন নাম হয় অচ্যুতানন্দ সরস্বতী। তিনি 1899 খ্রিস্টাব্দে পুরীতে দেহত্যাগ করেন।

মূল‍্যায়ন : সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী সারাজীবন সত্যের অনুসন্ধানেই ঘুরে বেড়িয়েছেন। তাঁর নববৈষ্ণব আন্দোলন রামকৃষ্ণ – বিবেকানন্দের আন্দোলনের মতোই মানবমনে প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন :

লালন ফকির সম্পর্কে কি জান ?

সতীদাহ প্রথা সম্পর্কে বিস্তারিত তথ‍্য ?

প্রশ্ন :

1. বিজয়কৃষ্ণ গোস্বামী রচিত গ্ৰন্থের নাম কি ?

উ: তার রচিত যোগসাধন বিষয়ক গ্ৰন্থ প্রশ্নোত্তর

2. বিজয়কৃষ্ণ গোস্বামী কোন আন্দোলন গড়ে তোলেন ?

উ: নব‍্যবৈষ্ণব আন্দোলন

1 thought on “বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে কী জান ?”

Leave a Comment