অর্থনীতি কি বা কাকে বলে এবং ভারতের অর্থনীতি থেকে MCQ প্রশ্ন ও উত্তর

টেলিগ্ৰামে জয়েন করুন

অর্থনীতি কি বা কাকে বলে এবং ভারতের অর্থনীতি থেকে MCQ প্রশ্ন ও উত্তর

অর্থনীতি কি বা কাকে বলে এবং ভারতের অর্থনীতি থেকে MCQ প্রশ্ন ও উত্তর

অর্থনীতি কাকে বলে (Economics )

অর্থনীতি শব্দটি হল ইংরাজী Economics শব্দের প্রতিশব্দ অর্থনীতি শব্দটির উদ্ভব হয়েছে একটি গ্রিক শব্দ থেকে, Eco যার অর্থ “বাড়ি” এবং Nomos যার আক্ষরিক অর্থ অ্যাকাউন্ট । অর্থনীতি উনিশ শতকের সময় বৃদ্ধির হার খুবই সামান্য ছিল কিন্তু তার পরবর্তী সময় থেকে অর্থনীতির বৃদ্ধির হার দ্রুততার সঙ্গে ঘটেছে । অর্থনীতির মূল উদ্দেশ্য হলো একটি অর্থনৈতিক সংস্থা কিভাবে কাজ করে তা যথাযথভাবে   বোঝা ।

অর্থনীতি একটি সামাজিক বিজ্ঞান যা সম্পদের উৎপাদন ও বন্টনের ব্যবহার ও বিশ্লেষণ করতে চাই । উনিশ শতকের সময়ে মানুষের কাছে অর্থনীতি ছিল একটি অবসর  প্রাপ্ত সময়ের কাজ , কিন্তু বর্তমান সময়ের কথা চিন্তা করলে অর্থনীতি একটি এমন পর্যায়ে পৌঁছে গেছে যা, বড়ো বড়ো ব্যাংক, আন্তর্জাতিক সংস্থা সহ বিভিন্ন সরকারি ক্ষেত্রে যাদের নিজস্ব অর্থনীতিবীদ কর্মী রয়েছে ।

অর্থনীতি পাঠের গুরুত্ব

বর্তমান পৃথিবীর বাস্তব পরিস্থিতির সব ধরনের তথ্যের বর্ণনা পাওয়া যেতে পারে এই অর্থনীতি থেকে, আমরা কেন অর্থনীতি অধ্যায়ন করব তারই কিছু কারণ নিচে আলোচনা করা হলো ।

সিদ্ধান্ত গ্ৰহন :

অর্থনীতিবিদরা কোম্পানি এবং সরকারের কাছ থেকে সিদ্ধান্ত জানার জন্য তথ্য ও পূর্বাভাস দিয়ে থাকে । এই সিদ্ধান্ত তথ্য প্রদানের উপর ভিত্তি করে তৈরি করা হয় ।

দৈনন্দিন জীবনকে প্রভাবিত করা:

অর্থনৈতিক সমস্যা আমাদের জীবনকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে থাকে যেমন ট‍্যাক্স, সুদের হার, সম্পদের বৈষম্যের, মুদ্রাস্ফীতি এবং পরিবেশের বিভিন্ন বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে এর সাথে ।

শিল্প:

যে কোন শিল্পের বিস্তৃতি ও আকার নির্ভর করে থাকে এই অর্থনীতির উপর । একটি শিল্পের উন্নতির জন্যভালো করে অর্থনীতি অধ্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ ।

ব্যবসা বাণিজ্য:

একটি ব্যবসার উন্নতির জন্য গ্রাহকদের আচরণ এবং তাদের কি চাহিদা রয়েছে সেটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ । অর্থনীতিবিদরা ব্যবসায়িক কৌশল  জানতে বিভিন্ন তথ্য ও মডেল ব্যবহার করেয় ।

আন্তর্জাতিক দৃষ্টিকোণ:

অর্থনীতি আমাদের পৃথিবীকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে, দেশীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বোঝা ঐতিহাসিক এবং বর্তমানে বিভিন্ন সমাজ কিভাবে যোগাযোগ করে সেই সম্পর্কে ধারণা লাভ করা

ভারতের অর্থনীতির MCQ প্রশ্ন ও উত্তর

আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভারতের অর্থনীতি সম্পর্কে । ভারতের অর্থনীতি থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো যগুলো খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।

1. কোন কারণের জন্য মুদ্রাস্ফীতি দেখা দেয়  ?

উ: অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস

2. MODVAT সম্পূর্ণ নাম কি ?

উ: Modified Value Added Tax

3. ভারতের অর্থনীতি কি প্রকৃতির ? 

উ: মিশ্র অর্থনীতি

4. লন্ডন শেয়ার বাজারে কোন সূচকটি ব্যবহৃত হয় ?

উ: FTSE

5. প্লাস্টিক মানি কাকে বলা হয় ?

উ: ক্রেডিট কার্ড কে

6. ভারতের অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করেন কে ?

উ: কেন্দ্রীয় অর্থ মন্ত্রক

7. নাবার্ড ( NABARD )কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে ? ওঠে 

উ: ষষ্ঠ

8. কোন দিনটিতে অশোক মেহতা কমিটি স্থাপিত হয়েছিল ?

উ: 1977 সালে

9. কত সালে বোম্বে অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা হয় ?

উ: 1852 সালে

10. ‘দ্যা ওয়েলথ অফ নেশন’ বইটির রচয়িতা কে ?

উ: অ্যাডাম স্মিথ

 11. ভারতে কাগজের মুদ্রা কোন ব্যাংক দ্বারা পরিচালিত হয় ?

উ: রিজার্ভ ব্যাঙ্ক

12. সাদা বিপ্লব কথাটি কি উৎপাদনের যুক্ত ?

উ: দুধ

13. ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরকে নিয়োগ করেন কে ?

উ: ভারতের অর্থমন্ত্রী

14. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর অবস্থান কোথায় ?

উ: মুম্বাই

15. SAARC প্রতিষ্ঠিত হয় কবে ?

উ: 8 ডিসেম্বর 1985 সালে

15. ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উ: পশ্চিমবঙ্গের কুলটি

16. ভারতের প্রথম সার কারখানা কোথায় স্থাপিত হয় ?

উ: সিন্দ্রিতে

17. ভারতের আর্থিক বছর শুরু হয় কোন মাস থেকে ?

উ: 1 এপ্রিল

18. অর্থনীতির জনক বলা হয়ে থাকে কাকে ?

উ: অ্যাডাম স্মিথকে

19. ভারতের অর্থনীতির অর্থনৈতিক পরিকল্পনা সময়কাল কত ?

উ: 1951 – 56

20. ভারতের কোন ব্যাংকে ব্যক্তিগত একাউন্ট খোলা যায় না ?

উ: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

21. ভারতের প্রথম শিল্পনীতি কোন সালে ঘোষণা করা হয় ?

উ: 1948 সাল

22. মরশুমি বেকারত্ব কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায় ?

উ: কৃষি ক্ষেত্রে

23. কত সালে মানব উন্নয়ন রিপোর্ট প্রথম প্রকাশিত হয় ?

উ: 1990 সালে

24. এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ এর নাম কি ?

উ: বম্বে স্টক এক্সচেঞ্জ

25. ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেছিলেন কোন ব্যক্তি ?

উ: দাদাভাই নওরোজি

 26. বুল  এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে যুক্ত ?

উ: শেয়ার বাজার

 27. ভারতের অর্থনীতি মিশ্র প্রকৃতির অর্থনীতি সেটা কোথা থেকে সিদ্ধান্ত ? হয় 

উ: শিল্পনীতি 1948

28. প্রথম কোন ভারতীয় ব্যাংক Mobile  ATM চালু করেছিল ?

উ: HSBC

29. ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এর নাম কি ~

উ: B S I

30. ভারতের প্রথম আদমশুমারি হয় কত সালে ?

উ: 1901 সালে

 

আরও পড়ুন : ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত প্রশ্ন উত্তর

1. অর্থনীতির জনক কে ?

উ : অ্যাডাম স্মিথ

2. আধুনিক অর্থনীতির জনক কে ?

উ: পল অ্যান্থনি স‍্যামুয়েলনস

Leave a Comment