লিঙ্গ কাকে বলে ? কত প্রকার ও কি কি ?

টেলিগ্ৰামে জয়েন করুন

লিঙ্গ কাকে বলে ? কত প্রকার ও কি কি ?

লিঙ্গ কাকে বলে :

লিঙ্গ কথার আক্ষরিক অর্থ হলো ‘লক্ষণ বা চিহ্ন’ । যে লক্ষণ বা চিহ্নের সমন্বয় দ্বারা একটি শব্দ পুরুষ, স্ত্রী , স্ত্রী বা পুরুষ কিছু নয় বা জড় বস্তুকে সম্পূর্ণ পৃথকভাবে বোঝানো হলে সাধারণত তাকে লিঙ্গ বলে ।

লিঙ্গের প্রকারভেদ :

লিঙ্গকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়ে থাকে যথা- 1. পুরুষ বা পুংলিঙ্গ 2. স্ত্রীলিঙ্গ 3. ক্লীবলিঙ্গ 4. উভয়লিঙ্গ ।

1.পুরুষ লিঙ্গ কাকে বলে : যে সমস্ত শব্দের দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকেই একান্তভাবে বোঝানো হয় তাকে পুরুষ লিঙ্গ বলে। যেমন- কাকা, বাবা, রাজা, শিক্ষক ইত‍্যাদি।

2.স্ত্রীলিঙ্গ কাকে বলে : যে সমস্ত শব্দের দ্বারা কেবলমাত্র স্ত্রী জাতিকেই বোঝানো হয় তাকে স্ত্রীলিঙ্গ বলা হয়। যেমন- বোন, কাকি, শিক্ষিকা, রাণী ইত্যাদি।

3. ক্লীবলিঙ্গ কাকে বলে : যে সমস্ত শব্দের দ্বারা শুধুমাত্র জড়বস্তুকে নির্দেশ বা বোঝানো হয় তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন- টেবিল, চেয়ার, ব্যাগ, বোর্ড, বই ইত্যাদি।

4. উভয়লিঙ্গ কাকে বলে : যে সমস্ত শব্দের দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয় জাতিকেই বোঝানো হয়ে থাকে তাকে বলা হয় উভয়লিঙ্গ। যেমন- কবি, ডাক্তার, শিশু ইত‍্যাদি।

লিঙ্গ প্রয়োগের নিয়ম :

লিঙ্গ প্রয়োগের নিয়মগুলি হলো –

1. বিশেষ্য এবং বিশেষণেরই শুধুমাত্র লিঙ্গ পরিবর্তন হয়ে থাকে।

2. সর্বনাম, অব্যয় এবং ক্রিয়ার কোন লিঙ্গ পরিবর্তন হয় না।

3. লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে পুরুষ লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ হতে পারে, আবার স্ত্রী লিঙ্গ থেকে পুরুষ লিঙ্গও হতে পারে।

4. কিন্তু পুংলিঙ্গ থেকে ক্লীবলিঙ্গ বা উভয় লিঙ্গ থেকে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গে কখনো পরিণত হতে পারে না ।

5. মূলত পুং বা পুরুষলিঙ্গের শব্দের শেষে আ, ঈ, নি, ইনী, আনী, ইকা প্রভৃতি প্রত্যয় যোগ করার মাধ্যমে স্ত্রীলিঙ্গে পরিণত করা হয় ।

‘আ’ প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন :

পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ
তনয় তনয়া
সদস‍্য সদস‍্যা
প্রথম প্রথমা
শ্রেষ্ঠ শ্রেষ্ঠা
পূজনীয় পূজনীয়া

‘ঈ’ প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন :

পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ
সুন্দর সুন্দরী
দেব দেবী
ছাত্র ছাত্রী
নর নারী
পুত্র পুত্রী
মানব মানবী
তরুণ তরুণী

‘নি’ প্রত্যয় যোগ লিঙ্গ পরিবর্তন :

পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ
ধোপা ধোপানি
মাস্টার মাস্টারনী
নাতি নাতনি

‘ইকা’ প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন : 

পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ
গায়ক গায়িকা
লেখক লেখিকা
অভিভাবক অভিভাবিকা
গ্রাহক গ্ৰাহীকা
বালক বালিকা

‘আনী’ প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন :

পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ
ভব ভবানী
চন্দ্র চন্দ্রানী
ইন্দ্র ইন্দ্রানী
রুদ্র রুদ্রানী
শিব শিবানী

‘ইনি’ প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন : 

পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ
চাতক চাতকিনী
বাঘ  বাঘিনী

আরও পড়ুন :

* প্রবন্ধ কাকে বলে এবং প্রকারভেদ ?

* বর্ণ কাকে বলে এবং প্রকারভেদ ?

1. নিত‍্য পুংলিঙ্গ কাকে বলে ?

উ: কত গুলো পুংলিঙ্গ আছে তাদের কোন স্ত্রী লিঙ্গ হয় না। এদের নিত্য পুংলিঙ্গ বলে ।যেমন-কাপুরুষ, পুরোহিত, কৃতদার, কবিরাজ ইত‍্যাদি ।

2. নিত‍্য স্ত্রীলিঙ্গ কাকে বলে ?

উ: কতগুলি স্ত্রীলিঙ্গ শব্দ যাদের পুংলিঙ্গ সম্ভব নয় যেমন – দেবতা, যোগিনী, বিধবা, সধবা, সতীন ইত্যাদি এদের বলে নিত‍্য স্ত্রীলিঙ্গ ।

3.পুংলিঙ্গ কে ইংরাজিতে কি বলে ?

উ: Masculine

4. কমন জেন্ডার কাকে বলে ?

উ: যে বিশেষ্য এবং বিশেষণ দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কে বোঝায় তাকে কমন জেন্ডার বলে।

Leave a Comment