ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি এবং এই সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর PDF

টেলিগ্ৰামে জয়েন করুন

Table of Contents

পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি : 

পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব‍্যবহারের মাধ‍্যম হল সরকারের অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধির একটি ভিত স্থাপন করা, এই পরিকল্পনার সাহায‍্যে সরকার বিভিন্ন লক্ষ্যে স্থাপিত হতে পারে । সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্টালিন দ্বারা এবং পরে অন্যান্য দেশে ব্যবহৃত হয় । এই পরিকল্পনা গ্রহণ করা প্রথম দেশটি হল রাশিয়া ।

ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি এবং এই সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর PDF

ভারতের সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার তালিকা :

প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951-56

জহরলাল নেহেরুর নেতৃত্বে ডোমার মডেলের উপর ভিত্তি করে কৃষির উপর ব‍্যপক ভাবে জোর দেওয়া হয়েছিল। এই পরিকল্পনার শেষে দেশে পাঁচটি IIT স্থাপিত হয় ।

দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956-61

জহরলাল নেহেরুর নেতৃত্ব দ্বারা চালু হয় , এই পরিকল্পনাটি PC মহালনবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, এই পরিকল্পনায় শিল্পের উপর বিশেষভাবে জোর দেয়া হয়েছিল । এই সময় 1957 সালে ভারত প্রবল অর্থ সংকটের সম্মুখীন হয়েছিল ।

তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961-66

এটিও জহরলাল নেহেরুর নেতৃত্ব তৈরি হয়েছিল । এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন ডি.আর.গডগিল । এই পরিকল্পনায় অর্থনীতির উপর বিশেষভাবে জোর দেওয়া হয় ।

প্ল‍্যান হালি ডে 1966- 69

তৃতীয় পরিকল্পনায় ভারত -পাকিস্তান এবং ভারত- চিনের যুদ্ধের কারণে ব্যর্থ হয় । যার কারণে  এই তিনটি বছর ছুটির পরিকল্পনা হিসেবে ঘোষিত হয়েছিল ।

চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969-74

ইন্দিরা গান্ধীর নেতৃত্বে চালু হয়েছিল , এই পরিকল্পনার দুটি উদ্দেশ্য ছিল স্থিতিশীলতার সাথে বৃদ্ধি এবং প্রগতিশীল অর্জন । দুগ্ধ বিপ্লব উৎপাদনে জোর দেওয়া হয় ।

পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974-78

ন্যায়বিচার, কৃষি উৎপাদন, কর্মসংস্থান এবং “গরীব হাটাও” এই পরিকল্পনার অন্তর্ভুক্ত ।

রোলিং প্ল‍্যান 1978-80

পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তির পর এই সময়টা রোলিং প্ল‍্যান নামে পরিচিত ।

ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980-85

এই পরিকল্পনাটি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল ।  আর্থিক ক্ষেত্রে ও বেসরকারীকরণ এর উপর বিশেষ জোর দেয়া হয়েছে ।

সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985-90

এই পরিকল্পনাটি রাজীব গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল , এই পরিকল্পনায় অর্থনীতি, সামাজিক ন্যায় ও প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল ।

অ্যানুয়াল প্ল‍্যান      1990-92

কেন্দ্রের রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারণে এটি অ্যানুয়াল প্ল্যান নামে ঘোষিত হয়েছিল, এই দুটি সালে দুটি বার্ষিক প্রোগ্রাম সংগঠিত হয়েছিল ।

অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992-97

এই পরিকল্পনা পি ভি নরসিংহ রাও এর নেতৃত্বে পরিচালিত হয়েছিল । এই পরিকল্পনায় কর্মসংস্থান, শিক্ষা, আধুনিকীকরণ গুরুত্ব দেয়া হয় ।

নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1997-2002

এই পরিকল্পনাটি অটল বিহারি বাজপেয়ির অধীনে পরিচালিত হয়েছিল । এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়, তথ্য প্রযুক্তি, শিক্ষা উন্নয়ন, কৃষি ইত‍্যাদি । এটি ভারতের স্বাধীনতার 50 তম বছরে চালু হয়েছিল ।

দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2003-07

অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংয়ের নেতৃত্বে এই পরিকল্পনাটি চালু হয়েছিল । এই পরিকল্পনার লক্ষ্য ছিল আগামী 10 বছরে ভারতের মাথাপিছু আয় দ্বিগুণ করা ।

একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007-12

এটি মনমোহন সিংয়ের সময়ে সংঘটিত হয়েছিল এটি প্রস্তুত করেছিলেন সি রঙ্গরাজন । এই পরিকল্পনায় পানীয় জল, লিঙ্গ বৈষম্য রোধ, দারিদ্র দূরীকরণ উপর মূল লক্ষ্য ছিল ।

দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012-17

এই পরিকল্পনাটি মনমোহন সিংহের সময়ে  সংঘটিত হয়েছিল । এই পরিকল্পনায় কৃষি শিল্প, বাণিজ্যের উন্নতি, দরিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থান এর উপর বিশেষ জোর দেয়া হয়েছিল , এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8% ।

পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত MCQ প্রশ্ন উত্তর

1. পরিকল্পনা কমিশন 1950 সালের সভাপতিত্ব কে করেছিলেন ?

উ: জহরলাল নেহেরু

2. পরিকল্পনা কমিশনের ধারণাটি প্রথম ভারতে এনেছিলেন কোন ব্যক্তি ?

উ: এম বিশ্বসরাইয়া

3. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল?

উ: PC মহলানবিশ তত্ত্বের উপর ভিত্তি করে ?

4. কোন দেশ থেকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনের ধারণাটি নেয়া হয়েছিল ?

উ: রাশিয়া

5. কত সালে প্রথম ভারতের প্রথম পঞ্চবার্ষিকী প্ল‍্যান কমিশন গঠিত হয়েছিল ?

উ: 1951 সালে

6. “গরিবি হটাও” স্লোগান টি কোন পরিকল্পনা কমিশনে বলা হয়েছিল ?

উ: পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা

8. কত শতাংশ আয় প্রথম পঞ্চবার্ষিকীতে বেরেছিল ?

উ: 18 %

9. কোন পরিকল্পনা কমিশনে সবুজ বিপ্লবের উপাদানের উপর জোর দেওয়া হয়েছিল ?

উ: চতুর্থ

10. পঞ্চায়েতিরাজ কথাটি কোন পঞ্চবার্ষিকী প্রকল্পে উদ্ভব হয়েছিল ?

উ: দ্বিতীয়

11. প্রথম পরিকল্পনা কমিশনটি কোন মডেলের উপর ভিত্তি করে নির্মিত ? হয়েছিল

উ: ডোমার মডেল

12. পরিকল্পনার কমিশনের কোন সময়কে ছুটির সময় হিসেবে ধরা হয় ?

উ: 1966- 69 সময়কে

 13. পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল কত সালে ?

উ: 1950 সালে

 14. সেবি ( SEBI ) গঠিত হয় কত সালে ?

উ: 1992 সালে

15. ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব করেন কোন ব্যক্তি ?

উ: প্রধানমন্ত্রী

16. কত নম্বর ধারা অনুযায়ী 1050 এসালে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল ভারতে ?

উ: 39 ধারা

17. ভারতের পরিকল্পনা কমিশন মূলত একটি কি ?

উ: উপদেষ্টা সংস্থা

18. প্রথম ভারতীয় দের দ্বারা প্রচলন করা ব্যাংক এর নাম কি ?

উ: আওয়াধ ব্যাংক

 19. কোন পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয় ?

উ: পঞ্চম

 20. পরিকল্পনা কমিশন বর্তমানে কি নামে পরিচিত ?

উ: নীতি আয়োগ ( 2015 সাল থেকে )

 

আরও পড়ুন : ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন 

 

 

1. “গরিবি হটাও”কথাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ?

উ: পঞ্চম

2. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব ঘটেছিল ?

উ: তৃতীয়

1 thought on “ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি এবং এই সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর PDF”

Leave a Comment