বিভক্তি কাকে বলে ? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

টেলিগ্ৰামে জয়েন করুন

বিভক্তি কাকে বলে ? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

বিভক্তি কাকে বলে :

বাক্যে একটি পদের সঙ্গে অপর একটি পদের মধ‍্যে সংযোগ স্থাপন এবং বাক্যটিকে সুসাজ্জিত করে তোলার জন্য যে বর্ণগুলি ব্যবহার করা হয় সেগুলিকেই বলা হয় বিভক্তি।

অপর ভাবে বিভক্তি কাকে বলে বলতে গেলে, যেসব বর্ণ বা বর্ণ সমূহ শব্দ বা ধাতুর শেষে সংযুক্ত হয়ে বাক্যের অর্থ প্রকাশে ভূমিকা পালন করে তাকে বিভক্তি বলে।

যেমন- অ ( শূন্য) ), কে, রে, এর, ইয়াছে, ইলেন, ই ইত্যাদি।

বিভক্তি কত প্রকার ও কি কি :

তথ‍্য: weekipedia

বিভক্তিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় যথা- ১. শব্দ বিভক্তি বা নাম বিভক্তি ২. ক্রিয়া বিভক্তি

🔹 শব্দ বিভক্তি কাকে বলে : যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যোগ হয়ে শব্দটিকে নামপদে পরিণত করে বাক‍্যে স্থান অর্জনের এর যোগ্যতা দেয় সেই বর্ণসমষ্টি কেই বলা হয় শব্দ বিভক্তি। যেমন- অ, কে, রা, এর, এ, তে ইত্যাদি।

শব্দ বিভক্তিকে সাত ভাগে ভাগ করা যায়

বিভক্তিবিভক্তি সূচক শব্দ
শূন্য / ১ মা0, অ
২ য়াকে, রে , এরে
৩ য়াদ্বারা, দিয়া, কর্তৃক
৪ র্থীকে, রে, এরে
৫ মীহইতে, থেকে, চেয়ে
৬ ষ্ঠীর, এর
৭ মীএ, য় , তে, এতে

 

🔹ক্রিয়া বিভক্তি কাকে বলে :  যে বর্ণসমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কর্মবাচক ক্রিয়া পদের গঠন করে বাক‍্যে স্থানলাভের যোগ্যতা অর্জন করে তাকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন- অ, ও, ই, ইল, এ, ইতেছি, ইয়াছেন ইত্যাদি ।

 

গুরুত্বপূর্ণ প্রশ্ন :

1. শব্দ বিভক্তি কত প্রকার ?

উ: সাত প্রকার

2. মৌলিক বিভক্তি কাকে বলে ?

উ: যে ভিভক্তি অন‍্য কোন বিভক্তি থেকে উৎপন্ন হয়নি তাকে সাধারণত মৌলিক বিভক্তি বলে।

3. প্রথমা বিভক্তি কাকে বলে ?

উ: যে বিভক্তি শব্দের সাথে অপ্রকাশিত ভাবে পদ গঠন করে বা কারক প্রকাশ করে তাকে প্রথমা বা শূন‍্য বিভক্তি বলে।

4. শূন‍্য বিভক্তির অপর নাম কি ?

উ: শূন‍্য বিভক্তির অপর নাম ‘অ’ বিভক্তি ।

5. অনুসর্গ কাকে বলে ?

উ : যে অব‍্যয়গুলি বিশেষ‍্য বা সর্বনামপদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে ।