কোষপর্দা কাকে বলে ? কোষপর্দার গঠন, অবস্থান এবং বৈশিষ্ট্য

টেলিগ্ৰামে জয়েন করুন

কোষপর্দা কাকে বলে ? কোষপর্দার গঠন, অবস্থান এবং বৈশিষ্ট্য

কোষপর্দা কাকে বলে : কোষের পর্দা কোষকে রক্ষা করে এবং সংগঠিত করে। সব কোষের বাইরে একটি করে পর্দা দ্বারা আবদ্ধ থাকে। আজকে আমরা জানবো কোষপর্দা কাকে বলে এবং কোষপর্দার গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে।

কোষপর্দা  কাকে বলে :

সজীব কোশের প্রোটোপ্লাজমকে আবৃত করে প্রোটিন ও লিপিডের সমন্বয়ে গঠিত , স্থিতিস্থাপক , অর্ধভেদ্য পর্দাকে কোষপর্দা বা প্লাজমা পর্দা বলে।

কোষপর্দার অবস্থান :

সজীব অবস্থান সজীব কোশের প্রোটোপ্লাজমকে পরিবৃত করে সাইটো প্লাজমের অব্যবহিত বহিঃতল বরাবর অবস্থিত।

কোষপর্দার গঠন :

গঠন বিভিন্ন বিজ্ঞানী কোশপর্দার গঠন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন । এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল সিঙ্গার ও নিকলসন প্রস্তাবিত ফ্লুইড মোজেইক মডেল। এই মডেল অনুযায়ী-

1. কোষপর্দাতে দুটি ফসফোলিপিড স্তর কোশপদী রয়েছে , একে লিপিড দ্বিস্তর বলে।

2. লিপিড দ্বিস্তরের মধ্যে গ্লোবিউলার প্রোটিন অণু মোজাইকের মতো ইতস্তত ছড়িয়ে থাকে।

3. এই প্রোটিনগুলি তরল লিপিড স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে সক্ষম । আবার , লিপিড অণুগুলিও নিজের স্থান পরিবর্তনে সক্ষম , যার জন্য এর নাম তরল মোজাইক গঠন ।

4. প্রোটিনগুলি দু – প্রকারের হয় । কিছু কিছু প্রোটিন , দুটি লিপিড স্তরকে আংশিক বা পুরোপুরি ভেদ করে অবস্থান করে । এদের অভ্যন্তরীণ প্রোটিন বা পর্দান্তর প্রোটিন বলে । অন্য প্রোটিনগুলি আলগাভাবে বাইরে বা ভেতরের দিকে লিপিড স্তর বা পর্দান্তর প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে , এদের বাহ্যিক বা প্রান্তীয় প্রোটিন বলে।

পড়ুন : কোষ

কোষপর্দার বৈশিষ্ট্য বা কাজ :

কোষপর্দার কাজ গুলি হল –

1. কোশের আকৃতি প্রদান করে এবং প্রোটোপ্লাজমকে রক্ষা করে।

2. কোশস্তরে ব্যাপন ও অভিস্রবণ সংঘটিত হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেয়।

3. পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এটি যথাক্রমে তরল ও কঠিন খাদ্য , কোশের ভিতরে প্রবেশে সাহায্য করে।

4. বিভিন্ন পদার্থের পরিবহণ নিয়ন্ত্রণ করে।

5. কোশ – অঙ্গাণু উৎপন্ন করে ও তাদের রক্ষা করে।

6. রাইবোজোমযুক্ত পর্দা প্রোটিন সংশ্লেষে অংশ নেয়।

আরও পড়ুন : 

কোশপ্রাচীর কাকে বলে ? গঠন, অবস্থান এবং বৈশিষ্ট্য

1 thought on “কোষপর্দা কাকে বলে ? কোষপর্দার গঠন, অবস্থান এবং বৈশিষ্ট্য”

Leave a Comment