কি কাকে বলে ? What is Key | কি এর প্রকারভেদ

টেলিগ্ৰামে জয়েন করুন

কি কাকে বলে ? What is Key | কি এর প্রকারভেদ

কি কাকে বলে – What is Key : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম কি কাকে বলে ? কি এর প্রকারভেদ সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আলোচনাটি।

কি কাকে বলে :

বৈশিষ্ট্যসূচক চরিত্রসমূহ সঠিকভাবে নির্ধারণ করার পর সেগুলির প্রয়োগ দ্বারা যে বিশেষ উপায়ে অপরিচিত জীবের শনাক্তকরণ সহজ ও সুবিধাজনক করা হয়, তাকে ‘কি’ (Key) বলে।

শ্রেণি-বিজ্ঞানীগণ Key তৈরি করেন। Key তৈরি ও ব্যবহার বিভিন্নভাবে করা যায়। সংগৃহীত নমুনা উদ্ভিদের বৈশিষ্ট্যাবলি বিশ্লেষণ করে প্রাথমিক পর্যায়ে গোত্র পর্যন্ত নির্ধারণ করা হয়, পরবর্তী ধাপে গণ, প্রজাতি ও উপপ্রজাতি প্রভৃতি নির্ণয় করা হয়।

Key তৈরির জন্য অপরিচিত জীবদের স্থায়ী ও নির্ভরযোগ্য বৈশিষ্ট্যগুলিকে নির্ভুলভাবে নির্ধারণ করতে হয়। এভাবে নির্ধারিত বৈশিষ্ট্যের তালিকা থেকে ব্যবহার উপযোগী বিপরীতধর্মী বৈশিষ্ট্য পাওয়া যায়। এইরূপ বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জোড়কে কাপলেট (couplet) বলে এবং কাপলেটের এক একটি বৈশিষ্ট্যকে লিড (Lead) বলে।

Key-এর প্রকারভেদ : Key প্রধানত দু-প্রকার। যথা – 1. ডাইকোটোমাস ‘কি’ (Dichotomous Key), ও 2. পাঞ্চড কার্ড ‘কি’ (Pounched card Key)

1. ডাইকোটোমাস কি কাকে বলে :

প্রতিটি ধাপে একজোড়া বিপরীতধর্মী লিডযুক্ত কাপলেট সৃষ্টির মাধ্যমে এই Key তৈরি করা হয় বলে একে ডাইকোটোমাস Key বলে। অধিকাংশ ক্ষেত্রে ডাইকোটোমাস ‘কি’ ব্যবহার করা হয়। এই Key দুই প্রকার যথা-1. ইনডেনটেড কি এবং 2. ব্র‍্যাকেটেড কি ।

2. পাঞ্চড কার্ড কি কাকে বলে :

এই ধরনের কি’তে কিছু নির্দিষ্ট মাপের কার্ড থাকে এবং সেই কার্ডগুলিতে গোত্র, গণ বা প্রজাতির নাম লেখা বা ছাপানো থাকে। প্রত্যেকটি কার্ড ক্রমিক নম্বর অনুযায়ী রাখতে হবে। প্রত্যেক কার্ডের যে-কোনো একটি কোণে উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লিখতে হবে। যে সকল ট্যাক্সাতে ওই সকল বৈশিষ্ট্য দেখা যায় তাদের নামের পাশে একটি করে ছিদ্র করে চিহ্নিত করা হয়, আর যে সকল ট্যাক্সাতে ওই বৈশিষ্ট্য দেখা যায় না তাদের নামের পাশে কোনো ছিদ্র করা হয় না।

যে বৈশিষ্ট্যগুলি নির্দিষ্ট করা হয়েছে এবং কার্ডগুলির নম্বর একই হবে। একটি উদ্ভিদকে শনাক্ত করতে হলে প্রথমে ওই উদ্ভিদে যে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য লেখা কার্ড নির্বাচন করতে হবে। উদ্ভিদে যদি একাধিক বৈশিষ্ট্য থাকে, তখন তাকে উত্তীর্ণ বলে ধরা হয়। নির্বাচিত কার্ডের সেটগুলির মধ্যে একটি মাত্র ছিদ্র করতে হবে। যে কার্ডটিতে ছিদ্র করা হয়েছে, উদ্ভিদটি সেই গোত্রের অন্তর্ভুক্ত বলে ধরা হবে।

পাঞ্চড কার্ড কি এর বৈশিষ্ট্য : এই পদ্ধতিতে উদ্ভিদের প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য একটি করে কার্ডের সেট তৈরি করতে হয়। তারফলে অনেকগুলি কার্ডের সেট তৈরি করতে হয়। শিক্ষণবীশের ক্ষেত্রে এই পদ্ধতিতে ‘কি’ করা সুবিধাজনক। তবে এই পদ্ধতিতে ‘কি’ করা খরচ সাপেক্ষ, কারণ অনেক কার্ড কিনতে হয় এবং তাতে নাম, নম্বর ও বৈশিষ্ট্য ছাপাতে হয়।

আরও পড়ুন : অস্টিওপোরোসিস কি ? অস্টিওপোরোসিস রোগের লক্ষণ ও কারণ ?

Leave a Comment