WBP Practice Set Math | Math Practice Set WBP Bengali

টেলিগ্ৰামে জয়েন করুন

WBP Practice Set Math | Math Practice Set WBP Bengali

WBP Practice Set Math | Math Practice Set WBP Bengali

প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের কাছে শেয়ার করছি WBP Practice Set Math এর একটি পাঠ । এই প্রশ্নগুলি সমাধানের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে পারবে । যেকোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেজন্যই তোমাদের এই WBP Practice Set Math পাঠটি দেওয়া ।

সুতরাং আর দেরি না করে WBP Practice Set Math এর প্রশ্ন গুলি দেখে নেওয়া যাক ।

WBP Practice Set Math | Math Practice Set WBP Bengali

1. একটি 280 মিটার লম্বা ট্রেন ঘণ্টায় 60 কিমি গতিবেগে যায়। 220 মিটার লম্বা প্লাটফর্ম অতিক্রম করিতে ট্রেনটির কত সময় (সেকেন্ড) লাগবে?
a. 20
b. 20
c. 30
d. 35
ANS: C

2. G দ্বিগুণ দ্রুত কাজ করে S এর চেয়ে। যদি G একটা কাজ করতে পারে S এর চেয়ে ৩০ দিন কম সময়ে, তাহলে তাদের
দুজনের একত্রে কাজটি শেষ করতে কত দিন প্রয়োজন ?
a. 25
b.  20
c. 22
d. 15
ANS: B

3. 1 থেকে 100 র মধ্যে ও সংখ্যাটি কতবার ইউনিটের স্থানে থাকে ?
a. 20
b. 10
c. 11
d. 19
ANS: B

4. B এর কাছে রয়েছে 32টি পেন, 24 টি
পেন্সিল এবং 16 টি ইরেজার। এই তিনটি
জিনিষ নিয়ে B কতগুলি সেট বানাতে
পারবে যাতে একটিও পড়ে থাকবে না?
a. 6
b. 7
c. 8
d. 9
ANS: D

5.. নিচে দেওয়া তথ্যের রেঞ্জ এবং মোড নির্ণয় কর: 17 18, 28, 19. 16.18, 17, 29, 18.
a. 12 এবং 18
b. 13 এবং 18
c. 12 এবং 17
d. 11 এবং 17
ANS: B

6. অমিত ৩০০ মিটার দূরত্ব অতিক্রম করে ২ মিনিট ৩০ সেকেন্ডে। তাহলে তার গতি কিমি প্রতি ঘন্টায় কত ছিল?
a. 7.2
b. 6.9
c. 7.1
d. 7.3
ANS:  A

7. দুবার দুটি সংখ্যার অন্তর তাদের যোগফলের সমান। যদি একটি সংখ্যা ১৫ হয়, তাহলে অপরটি সংখ‍্যাটি কত?
a. 15
b. 10
c. 20
d. 5
ANS: D

8. K একটি টেবিল ১১ হাজার টাকায় কিনে তা বিক্রি করল সাড়ে ১৩ হাজার টাকায়। তাহলে তার লাভের হার কত হল
a.19.8%
b. 20.6%
c. 22.7%
d. 22%
ANS: C

9. একটি নির্দিষ্ট আসলে এক বছরে বার্ষিক ১০ শতাংশ হারে সরল সুদের পরিমাণ ১০০০ টাকা। তাহলে কার্যকরী সুদের হার কত হবে যদি যদি তা অর্ধ বার্ষিকী যৌগিক সুদের হারে গণনা করা হয় ?
a. 10.25
b. 10.10
c. 10.15
d. 10.20
ANS :  A

WBP Practice Set Math | Math Practice Set WBP Bengali

10. অরুন এক ডজন পেন কিনলো ১২০ টাকায়। তারপর ৩ টে করে পেনের সেট বানিয়ে বিক্রি করল প্রতিটি সেট ৩৫ টাকা দরে। তাহলে তার লাভ কত হল ?
a. 16.67%
b. 20%
c. 15%
d. 33.33%
ANS: A

11. 0.5 x 0.05 =  কত ?
a. 0.25
b. 0.0025
c. 0.025
d. 25
ANS: C

12.. 1000 এর 10% = কত ?
a. 10
b. 100
c. 1
d. 1000
ANS: B

13. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 4 : 5 হলে লাভ কত হবে ?
a. 20%
b. 5%
c. 25%
d. এদের কোনওটি নয়
ANS: C

14. দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5 : 4 এবং 2 : 1 সমান আয়তনে উভয়কে মিশ্রিত করা হল। নূতন মিশ্রণে দুধ ও জলের অনুপাতের হার কত হবে ?
a. 7 : 11
b. 11:7
c. 7:5
d. 5:7
ANS: B

15. ক্ষুদ্রতম কোন্ সংখ্যা 3000 থেকে বিয়োগ করলে বিয়োগফল 7. 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে?
a. 998
b. 1999
c. 1998
d. 1001
ANS:  A

16. একটি জিনিস 120 টাকায় বিক্রয় করে এক ব্যক্তির শতকরা 20 টাকা ক্ষতি হয়; 180 টাকায় ঐ বস্তুটি বিক্রয় করল শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
a. 10% ক্ষতি
b. 5% ক্ষতি
c. 10% লাভ
d. 20% লাভ
ANS: D

17. একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে। এদের প্রথম 20 জনের বয়সের গড় 11.2 বছর। পরের 10 জনের বয়সের গড় 12.7 বছর। শ্রেণীর সকল ছাত্রের বয়সের গড় (বছর হিসাবে)
a. 11.5
b. 11.3
c. 11.9
d. 11.7
ANS: D

18. দুটি সমপরিমাণ মূলধন, একটি 4% হারে অপরটি 4.5% বা ( 4  পূর্ণ 1 এর 2 ) সরল সুদে  খাটানো হল; 6 বছর পরে দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত সুদ, প্রথম ক্ষেত্রের প্রাপ্ত সুদের চেয়ে 21 টাকা বেশী হল। প্রত্যেক মূলধনের পরিমাণ হল
(a) 600 টাকা
(b) 750 টাকা
(c) 900 টাকা
(d) 700 টাকা
ANS: D

19. A, B ও C একটি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে লভ্যাংশের 52,000 টাকা A পায়, 65000 টাকা পায় B এবং 7800 টাকা C পায়। তাহলে A কত টাকা বিনিয়োগ করেন ?
(a) 10000
(b) 150000
(c) 120000
(d) 100000
ANS: D

20. A ও B একটি যৌথ ব্যবসায় 5 : 2 অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 12% দান করার পর A লভ্যাংশের 770 টাকা পায়। তবে মোট লভ্যাংশ কত?
a. 1325টাকা
b. 2125টাকা
c. 1235টাকা
d. 1225টাকা
ANS: D

Read More : WBP Constable Previous Year Question Paper Lat 6 Year 

Leave a Comment