SSC MTS GK Mock Test Bengali Part-14 | এসএসসি এমটিএস মকটেস্ট

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK Mock Test Bengali Part-14

SSC MTS GK Mock Test Bengali Part-14 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে আমরা শেয়ার করলাম SSC MTS গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের SSC MTS GK Mock Test Bengali Part-14 এর বাছাই করা প্রশ্ন উত্তর গুলি।

SSC MTS GK Mock Test Bengali Part-14 :

1. হোয়াইট কোল কাকে বলে ?

A. শ্যাচরাদ গ্যাসকে
B. পেট্রোলিয়াম কে
C. ইউরেনামকে
D. জলবিদ্যুৎ কে

উত্তর : D

2. জাতীয় গৌরব সম্পাদনী সভার প্রতিষ্ঠতা কে করেন ?

A. রাজনারায়ণ বসু
B. রামমোহন রায়
C. কেশবচন্দ্র সেন
D. মহেন্দ্রলাল সরকার

উত্তর : A

3. গ্রিনমোল্ড কাকে বলে ?

A. ছত্রাক
B. পেনিসিলিয়াম
C. মিউকর
D. ঈষ্ট

উত্তর : B

4. ‘ আসাম কেশরী ’ নামে কে পরিচিত ছিলেন ?

A. অম্বিকা গিরি
B. বাবা রামচন্দ্র
C. লালা লাজপত রায়
D. বীরেন্দ্রনাথ শাসমল

উত্তর : A

5. জবাফুল কোন দেশের জাতীয় প্রতীক ?

A. মালয়েশিয়া
B. সুইডেন
C. ক্রোয়েশিয়া
D. বেলজিয়াম

উত্তর : A

6. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?

A. তারাপুর
B. চন্ডীগড়
C. নাগপুর
D. মণিপুর

উত্তর : A

7. আবগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি ?

A. মানস
B. হেলমন্দ
C. আমুদরিয়া
D. কালিগন্ডক

উত্তর : B

8. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় ?

A. ৩ রা ডিসেম্বর
B. ২ রা ডিসেম্বর
C. ৪ ঠা ডিসেম্বর
D. ৫ ই ডিসেম্বর

উত্তর : A

9. বুলবুল ঝড়ের নামকরণ করেছে কোন দেশ ?

A. ভারত
B. পাকিস্তান
C. বাংলাদেশ
D. শ্রীলঙ্কা

উত্তর : B

10. কত সালে সূর্য সেনের ফাঁসি হয় ?

A. ১৯৩০ সালে
B. ১৯৩২ সালে
C. ১৯৩৪ সালে
D. ১৯৩৬ সালে

উত্তর : C

11. ভারতের অরণ্য গবেষনা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

A. চেন্নাই
B. ব্যাঙ্গালোরু
C. দেরাদূন
D. ইন্দোর

উত্তর : C

12. দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত ?

A. রাজস্থান
B. উত্তরপ্রদেশ
C. পাঞ্জাব
D. মেঘালয়

উত্তর : A

13. কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

A. কার্নালে
B. এর্নাকুলামে
C. রাজামুন্দ্রীতে
D. দেরাদুনে

উত্তর : C

14. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ?

A. গঙ্গা
B. যমুনা
C. গোদাবরী
D. মহানন্দা

উত্তর : B

আরও পড়ুন : আগের পর্ব-13

2 thoughts on “SSC MTS GK Mock Test Bengali Part-14 | এসএসসি এমটিএস মকটেস্ট”

Leave a Comment