বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান

টেলিগ্ৰামে জয়েন করুন

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে শেয়ার করলাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে। আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আলোচনাটি।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান :

ভূমিকা : উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৌত্র, সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায় ( 2 মে , 1921–23 এপ্রিল , 1992 ) পড়াশোনার পর একটি ব্রিটিশ বিজ্ঞাপনী সংস্থার আর্ট ডিরেক্টর হন। কলকাতার ফিল্ম সোসাইটি আন্দোলনের অন্যতম প্রবক্তা সত্যজিৎ প্রচ্ছদশিল্পী, ‘সন্দেশ’ পত্রিকার অন্যতম সম্পাদক ও সাহিত্যিকরূপে অসামান্য প্রতিভা ও খ্যাতির অধিকারী হলেও চলচ্চিত্রেই তিনি তাঁর সাম্রাজ্য নির্মাণ করেন।

অবদান : ইতালির ভিত্তোরিও দে – মিকা ও ফরাসি জঁ রেনোয়ার চলচ্চিত্রধারায় প্রভাবিত সত্যজিৎ মোট 36 টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণ করেন। সিগনেট প্রেসে ‘পথের পাঁচালী’-র কিশোর সংস্করণ ‘আম আঁটির ভেঁপু’-র প্রচ্ছদ আঁকতে গিয়ে উপন্যাসটি তাঁকে গভীরভাবে প্রভাবিত করে এবং তিনি তৈরি করলেন তাঁর প্রথম তথা আন্তর্জাতিক মানের প্রথম ভারতীয় ছবি ‘পথের পাঁচালী’ ( 1955 )। এই চলচ্চিত্রটি ‘কান চলচ্চিত্র উৎসব’ এ শ্রেষ্ঠ মানবিক তথ্যসম্পন্ন চিত্রসম্মান লাভ করে । বিভূতিভূষণের ‘পথের পাঁচালী’ , ‘অপুর সংসার’ ও ‘অপরাজিত’ নিয়ে তিনি অপু – ত্রয়ী তৈরি করেন। এই তিনটি ছবিই তাঁকে বিশ্ব চলচ্চিত্রের চিরন্তন সেরা পরিচালকদের অন্তর্ভুক্ত করে।

উল্লেখযোগ্য চলচ্চিত্র : সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলি হল ‘দেবী’ ,  ‘জলসাঘর’ , ‘তিন কন্যা’ , ‘মহানগর’ , ‘অভিযান’ , ‘কাপুরুষ ও মহাপুরুষ’ , ‘অরণ্যের দিনরাত্রি’ , ‘প্রতিদ্বন্দ্বী’ , ‘সীমাবদ্ধ’ , ‘জনঅরণ্য’ , ‘সদ্‌গতি ‘ , ‘সতরঞ্জ কী খিলাড়ি’ , ‘ঘরে বাইরে’ ,  ‘গণশত্রু’ , ‘আগন্তুক’ , ‘শাখাপ্রশাখা’ ; তথ্যচিত্র- ‘অশনিসংকেত’ ,  ‘কাঞ্চনজঙ্ঘা’ , ‘রবীন্দ্রনাথ’ , ‘সুকুমার রায়’ , ‘সিকিম’ , ‘দ্য ইনার আই’  ও ‘বালা’ ; শিশুচিত্র- ‘গুপি গাইন বাঘা বাইন’ , ‘হীরক রাজার দেশে’ ,  ‘সোনার কেল্লা ’ , ‘জয়বাবা ফেলুনাথ’ ইত্যাদি। চলচ্চিত্রে অবদানের জন্য তিনি ‘লিজিয়ন অব অনার’ – সহ বহু পুরস্কার পান। চলচ্চিত্র মাধ্যমের সব কৌশলই তাঁর আয়ত্তে ছিল।

মূল‍্যায়ন : বাংলা চলচ্চিত্রের ধারায় সত‍্যজিৎ রায়ের অবদান অসামান্য। তিনি বাংলা চলচ্চিত্রের ধারায় এক মাইলফলক রূপে পরিগণিত হন। শুধুমাত্র বাংলায় নয় তিনি সমস্ত বিশ্বের চলচ্চিত্রে এক মর্যাদার সম্নান দাবি করেন।

আরও পড়ুন :

বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান 

Leave a Comment