SSC MTS GK in Bengali Part -6

টেলিগ্ৰামে জয়েন করুন

SSC MTS GK in Bengali Part -6

SSC MTS GK in Bengali Part -6 : সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের SSC MTS GK in Bengali Part -6 এই পর্বটিতে শেয়ার করলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সাহায্যকারী হবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তর গুলি।

SSC MTS GK in Bengali Part -6 :

1. সম্প্রতি প্রয়াত অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা Lou Ottens তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন ?

A. আমেরিকা
B. পোল্যান্ড
C. নেদারল্যান্ড
D. জাপান

উত্তর : C

2. ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম কী ?

A. কৃষ্ণা ও কাবেরি
B. নর্মদা ও তাপ্তি
C. গোদাবরী ও মহানদী
D. কোনটিই নয়

উত্তর : B

3. ঝুম হল একপ্রকার-

A. একটি চাষের পদ্ধতি
B. একটি লোকনৃত্য
C. একটি নদীর নাম
D. একটি উপজাতি

উত্তর : A

4. আনন্দমঠ গ্রন্থের লেখক কে ?

A. মধুসূদন দত্ত
B. নবীনচন্দ্র সেন
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর : C

5. ভিটামিন A এর ঘাটতির ফলে কোন রোগটি হয় ?

A. রাতকানা
B. স্কার্ভি
C. রিকেট
D. চুল পড়া

উত্তর : A

6. Kia Motor India- র ন্যাশানাল হেড হিসাবে নিযুক্ত হলেন কে ?

A. গুরমিত সিং
B. সুখবীর সিং সাধু
C. ওমশঙ্কর পাবার
D. হারদীপ সিং ব্রার

উত্তর : D

7. পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত ?

A. মাথায়
B. হাতে
C. পায়ে
D. পেটে

উত্তর : A

8. তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেছে ?

A. ভারত
B. চীন
B. রাশিয়া
D. জাপান

উত্তর : B

9. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল ?

A. ৭১০ খ্রিস্টাব্দে
B. ৭১২ খ্রিস্টাব্দে
C. ৭১৪ খ্রিস্টাব্দে
D. ৭১৬ খ্রিস্টাব্দে

উত্তর : B

10. সম্প্রতি কোন রাজ্যে কালানমক রাইস ফেস্টিভ্যাল এর উদ্বোধন করা হল ?

A. গুজরাট
B. উত্তরপ্রদেশ
C. পাঞ্জাব
D. হরিয়ানা

উত্তর : B

11. শকাব্দের প্রবর্তক কে ?

A. কনিষ্ক
B. রুদ্রমন
C. বিক্রমাদিত্য
D. অশোক

উত্তর : A

12. ‘ দ্য লাইট অফ এশিয়া ‘ বইটি মূলত কার ওপরে লেখা ?

A. মহাবীর
B. গৌতম বুদ্ধ
C. আলেকজান্ডার
D. চন্দ্রগুপ্ত মৌর্য

উত্তর : B

13. সম্প্রতি প্রয়াত চেমানচেরী কুনহীরামন নাইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন ?

A. ভারতনাট্যম
B. কথক
C. কথাকলি
D. মণিপুরি

উত্তর : C

14. সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি ?

A. বুধ
B. বৃহস্পতি
C. শনি
D. শুক্র

উত্তর : D

15. হর্ষবর্ধনের রাজত্বের সময় বাংলার রাজা কে ছিলেন ?

A. লক্ষ্মণ সেন
B. ধর্মপাল
C. ভাস্কর বর্মণ
D. শশাঙ্ক

উত্তর : A

আরও পড়ুন : আগের পর্ব – 5

1 thought on “SSC MTS GK in Bengali Part -6”

Leave a Comment