MTS GK Mock Test in Bengali Part -19

টেলিগ্ৰামে জয়েন করুন

MTS GK Mock Test in Bengali Part -19

MTS GK Mock Test in Bengali Part -19 : সুপ্রিয় বন্ধুরা আজকের এই পর্বটিতে তোমাদের সাথে শেয়ার করলাম MTS GK Mock Test in Bengali Part -19 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য এই প্রশ্ন উত্তর গুলি খুবই সাহায্যকারী হবে।

MTS GK Mock Test in Bengali Part -19 :

1. ভূমিকম্পের সময় কয় ধরনের তরঙ্গ সৃষ্টি হয় ?

A. এক ধরনের
B. দুই ধরনের
C. তিন ধরনের
D. চার ধরনের

উত্তর : C

2. বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে ?

A. মূলে
B. পাতায়
C. কাণ্ডে
D. খাদ্য সঞ্চয় করে না

উত্তর : B

3. ‘টুটি-ই-হিন্দুস্থান’ নামে কে পরিচিত ?

A. আমীর খসরু
B. পুরন্দর খান
C. মহম্মদ জায়াসী
D. রয় বনমাল

উত্তর : A

4. প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু কত সালে ?

A. ১৯২৫ সালে
B. ১৯৩০ সালে
C. ১৯৩৫ সালে
D. ১৯৪০ সালে

উত্তর : B

5. রাইটার্স বিল্ডিং এ অভিযান চালানো হয় কত সালে ?

A. ১৯৩২ সালে
B. ১৯৩৪ সালে
C. ১৯৩৬ সালে
D. ১৯৩০ সালে

উত্তর : D

6. কোন প্রাণীটি আলট্রা শব্দ তৈরি করতে পারে ?

A. হাতি
B. সিংহ
C. হাঙর
D. শুশুক

উত্তর : D

7. কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায় ?

A. দাচিগ্রাম
B. বক্সা
C. লেপিজ
D. কুমিল্লা

উত্তর : A

8. ১৪ই এপ্রিল কার জন্মবার্ষিকীকে ছুটির দিন হিসাবে ঘোষণা করলো কেন্দ্র ?

A. বি.আর.আম্বেদক
B. নেতাজি
C. বল্লভভাই প্যাটেল
D. জওহরলাল নেহেরু

উত্তর : A

9. ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ কবে পালিত হয় ?

A. ২১শে এপ্রিল
B. ২৩শে এপ্রিল
C. ২৫শে এপ্রিল
D. ২৭শে এপ্রিল

উত্তর : C

10. দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি ?

A. তামিল
B. তেলেও
C. কন্নড়
D. মালয়ালম

উত্তর : A

11. বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়া পরিবর্তন দেখা যায় ?

A. ট্রপোস্ফিয়ার
B. স্ট্যাটোস্ফিয়ার
C. আয়নোস্ফিয়ার
D. ওজন স্তরে

উত্তর : A

12. ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ?

A. ৩৫০ নং ধারায়
B. ৩৫৪ নং ধারায়
C. ৩৫৬ নং ধারায়
D. ৩৫৮ নং ধারায়

উত্তর : C

13. হুমায়ুননামা কার লেখা ?

A. আকবর
B. গুলবদন বেগম
C. আবুল ফজল
D. জাহাঙ্গীর

উত্তর : B

14. শনি গ্ৰহের সবচেয়ে বড়ো উপগ্ৰহের নাম কি ?

A. টাইটান
B. মিমাস
C. পান
D. ল‍্যাপিটাস

উত্তর : A

পূর্বের পর্ব : মকটেস্ট পর্ব -18

Leave a Comment