দীর্ঘ দিবা উদ্ভিদ কাকে বলে | Long Day Plant

টেলিগ্ৰামে জয়েন করুন

দীর্ঘ দিবা উদ্ভিদ কাকে বলে | Long Day Plant

প্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম , এই পর্বটিতে আমরা দীর্ঘ দিবা উদ্ভিদ কাকে বলে সেই সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের জন‍্য খুবই হেল্পফুল হবে।

দীর্ঘ দিবা উদ্ভিদ কাকে বলে :

সংকট আলোককালের থেকে বেশি সময়কাল ধরে আলো দিলে যে সব উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন হয়, তাদের দীর্ঘ দিবা উদ্ভিদ বলে।

স্বাভাবিকভাবেই রাত্রিকাল দীর্ঘ হলে এদের ফুল ফোটে না বা স্বল্প অন্ধকারকাল থাকলে এদের পুষ্প প্রস্ফুটনের হার বেড়ে যায়, তাই এদের হ্রস্ব রাত্রি উদ্ভিদও বলা হয়। গ্রীষ্মকালের যেসব গাছের ফুল ফোটে তারা সচরাচর দীর্ঘ দিবা উদ্ভিদ হয়।

উদাহরণ- ব্ল্যাক হেনবেন, পালং, বিট, মূলা, গম, ওট, বার্লি, লেটুস ইত্যাদি।

আরও পড়ুন : শৈবাল কাকে বলে ? শৈবালের শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব ? 

Leave a Comment