HS Philosophy Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩

টেলিগ্ৰামে জয়েন করুন

HS Philosophy Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩

HS Philosophy Suggestion 2023 – উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার সাজেশন ২০২৩ (West Bengal Higher Secondary Class 12th Philosophy Suggestion 2023) নিয়ে নিম্নে আলোচনা করা হল।নিম্নোক্ত West Bengal HS Philosophy Suggestion 2023-পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩ এর দেওয়া প্রশ্ন গুলি তোমাদের HS Philosophy 2023 – উচ্চমাধ্যমিক দর্শন ২০২৩ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে।

সুপ্রিয় ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার দর্শন বিষয়ে ভালো মানের স্কোর করতে চাইলে তোমাদেরকে অবশ্যই আমাদের দেওয়া HS Philosophy Suggestion 2023- উচ্চ মাধ্যমিক ২০২৩ দর্শন সাজেশন দ্বারা নির্মিত প্রশ্ন গুলি ফলো করতে হবে ২০২৩ HS Philosophy পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি।

যে সকল ছাত্র-ছাত্রীরা দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩ বা HS Philosophy Suggestion 2023 পরীক্ষার জন্য সাজেশন খুঁজে থাকলে তোমরা সঠিক জায়গায় এসেছে। তোমরা নিচের দেওয়া  প্রশ্নগুলি পড়লেই এখান থেকে 101% কমন পেয়ে যাবে।

তথ‍্য: wbchse

HS Philosophy Suggestion 2023 :

মোট ৬টি অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন দেওয়া হয়েছে যে ৬টি অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে। অন্য যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন দেওয়া হয়নি সেগুলো থেকে তোমাদের HS Philosophy  Suggestion 2023 এর জন্য কোনো প্রশ্ন পড়তে হবে না।

বচন

1. বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখ ? বচন সংযোজকের কাজ কি ?

2. নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি উদাহরণসহ আলোচনা কর। ব্যাপ্য ও অব্যাপ্য পদ কাকে বলে ? পদের ব‍্যাপ‍্যতার নিয়মগুলি উল্লেখ কর ?

3. নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝ ? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কর ?

4. নিরপেক্ষ বচনের পদের ব্যাপ‍্যতা বলতে কী বোঝ। চারপ্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ‍্য ও অব‍্যাপ‍্য উদাহরণসহ লেখ ?

5. নিরপেক্ষ বচনের চতুরবর্গ পরিকল্পনা উদাহরণসহ ব্যাখ্যা কর ?

6. বচনাকার কাকে বলে ? বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য কী ? বচন কি সত্য বা মিথ্যা হতে পারে ?

বচনের বিরোধিতা ও বিরুপতা

1. অমাধ্যম অনুমান কি ? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখ?

2. আবর্তন কাকে বলে ?আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ লেখ? আবর্তন কে কেন অমাধ্যম অনুমান বলা হয় ?

3. সরল আবর্তন ও সীমিত আবর্তনের পার্থক্য লেখ ?

4. A বচনের আবর্তন সম্ভব নয় কেন ? কোন ক্ষেত্রে কি A বচনের সরল আবর্তন সম্ভব? O বচনের আবর্তন সম্ভব নয় কেন ?

5. নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝ ? নিষেধমূলক আবর্তন কি বৈধ ?

6. বিবর্তন কে কেন অমাধ্যম অনুমান বলা হয়? বিবর্তনের গুণ ও পরিমাণের দুটি নিয়ম উল্লেখ কর ? 

নিরপেক্ষ ন্যায়

টীকা লেখ

1. নিরপেক্ষ ন্যায়।

2. নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পদ,পক্ষ পদ ও হেতু পদের কাজ ।

3. অব্যাপ‍্য হেতু দোষ

4. অবৈধ সাধ্য দোষ

5. চতুস্পদঘটিত দোষ

মিলের পরীক্ষামূলক পদ্ধতি

1. মিলের অন্বয়ী পদ্ধতিটি আলোচনা    কর ?

অথবা, সমুদ্রের কাছাকাছি জায়গায় প্রচুর নারকেল গাছ জন্মায় সুতরাং সমুদ্র তীরবর্তী আবহাওয়া নারকেল গাছ জন্মানোর কারণ পদ্ধতিটি ব্যাখ্যা কর ?

2. মিলের ব্যাতিরেকী কি পদ্ধতিটি আলোচনা কর ?

অথবা, অপটিক্যাল লোবে আঘাত অন্ধত্বে নিয়ে যায় সুতরাং অপটিক্যাল লোব হল দৃষ্টি শক্তির কারণ। উক্ত দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা কর ?

3. মিলের সংযুক্ত (অন্বয়ী-ব্যাতিরেকী) পদ্ধতি আলোচনা কর ?

অথবা, যখন আমি সকালে বেড়াতে যাই তখন আমার ঠান্ডা লাগে আর যখন আমি সকালে বেড়াতে যাই না তখন আমার ঠান্ডা লাগে না সুতরাং সকালে বেড়ানোই আমার ঠান্ডা লাগার কারণ। এই যুক্তিতে মিলে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা কর ?

আরোহমূলক দোষ

টীকা লেখ

1. অবৈধ সামান্যীকরণ দোষ

2. কাকতালীয় দোষ

3. সহকার্যকে কার্য ও কারণ মনে করার দোষ

4. বহুকারণবাদ

5. মন্দ উপমা

আরও দেখুন :

HS Bengali Suggestion 2023 : Clik Here 

HS History Suggestion 2023 : Clik Here 

HS Geography Suggestion 2023 : Clik Here 

HS Political Science Suggestion 2023 : Clik Here 

6 thoughts on “HS Philosophy Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩”

Leave a Comment