HS Geography Suggestion 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

টেলিগ্ৰামে জয়েন করুন

HS Geography Suggestion 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩

HS Geography Suggestion 2023 উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ : পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষার সাজেশন ২০২৩ (west Bengal Higher Secondary Class 12th Geography Suggestion 2023) নিম্নে প্রদান করা হল। এই West Bengal HS Geography Suggestion 2023 WBCHSE Class 12th পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নগুলি আগামী HS Geography 2023 বা উচ্চমাধ্যমিক ভূগোল ২০২৩ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।

HS Geography Suggestion 2023:

বন্ধুরা, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ -HS Geography Suggestion 2023 এর কমনযৌগ্য প্রশ্ন খুঁজছো তাহলে তোমরা ঠিক জায়গায় প্রবেশ করেছ। তোমরা নিচের দেওয়া প্রশ্নগুলো পড়লে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা প্রশ্নগুলি HS Geography Suggestion 2023 -উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ এর জন্য খুব হেল্পফুল হবে।

তোমরা যারা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে ২০২৩ উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন –2023 HS Geography Suggestion এর নীচে দেওয়া প্রশ্ন গুলি তোমাদের জন্য খুবই ইম্পটেন্ট।

উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ -HS Geography Suggestion 2023

প্রকৃতিক ভূগোল 

HS Geography Suggestion 2023 এর HS ভূগোল এর প্রথম পাঁচটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্ন লিখতে হবে। তোমরা জানো ভূগোলের প্রশ্ন গোটা 7 নম্বরের হয় না প্রশ্নের মান ভিন্ন ভিন্ন থাকে।2, 3, 4, 5  নম্বর প্রশ্নের সংমিশ্রণেই তোমাদের 7 মার্কসের প্রশ্ন তৈরি হয়।

ভূমিরূপ প্রক্রিয়া,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ

1. আরোহন ও অবরোহন বলতে কী বোঝ? 3

2. পর্যায়ন কাকে বলে ? 2

3. কাস্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর ?5

অথবা, কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ গুলির বর্ণনা দাও ?

অথবা, কাস্ট অঞ্চলে সিঙ্কহোল, পোলজে এবং পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তার চিত্রসহ ব্যাখ্যা কর ?

4. চুনাপাথর অঞ্চলের নদীর কার্যে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো ? 5

5. অ্যাকুইফার বা অ্যাকুইকুড এর পার্থক্য নির্দেশ কর ? 2

6. গিজার কি ? টম্বোলো কাকে বলে ?      2 +3

7. রিয়া ও ফিয়র্ড উপকূলের চারটি পার্থক্য লেখ ? 4

8. সম্মুখ তটভূমি ও পশ্চাদ তটভূমির মধ্যে পার্থক্য লেখ ? 2

9. সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোন চারটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা  কর ? 6

অথবা, তরঙ্গ কর্তিত মঞ্চ, স্বাভাবিক গিলান ব্লো হোল কিভাবে সৃষ্ট হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর ?

অথবা, সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা কর ?

10. প্রবাল প্রাচীর গড়ে ওঠার দুটি কারণ লেখ ? 2

11.ভাদোস স্তর কাকে বলে ? 2

12. গঠনঅনুসারে প্রস্রবণ চিত্রসহ বর্ণনা করো ? ভৌমজলের নিয়ন্ত্রক গুলি কি কি ?5+2

13.ক্লিন্টস ও গ্ৰাইক কাকে বলে ?

14. ভৌম জলের উৎস গুলি কি কি ? মানবজীবনে ভৌমজলের গুরুত্ব আলোচনা কর ? 2+2

ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া

15. পুযৌবন লাভের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ  চিত্রসহ আলোচনা কর ?5

16. নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝায় ? 2

17. স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা কর ?

অথবা, উইলিয়াম মরিচ ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা কর ?

18.মোনাডনক ও ইনসেলবার্জ এর মধ্যে পার্থক্য লেখ ? 3

19. নদীর পুনযৌবন লাভের ফলে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা কর ?

জলনির্গম প্রণালী

1. চিত্রসহ বিভিন্ন প্রকার  জলনির্গমন প্রণালী আলোচনা কর ? 3

অথবা, জলনির্গমন প্রণালী সঙ্গে তার নীচস্ত ভূতাত্ত্বিক গঠনের উদাহরণসহ ব্যাখ্যা কর ?

2. অঙ্গুরীয় জলনির্গমন প্রণালী বলতে কী বোঝ ?

মৃত্তিকা

1. ইলুভিয়েশন ও এলুভিয়েশন এর মধ্যে পার্থক্য লেখ ? 3

2. মৃত্তিকা সৃষ্টিতে আদিশীলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা কর ? 5

3. এরিডিসল মাটির প্রধান বৈশিষ্ট্য লেখ?2

4. মৃত্তিকা পরিবেশ কাকে বলে ? 2

5. এন্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য আলোচনা কর ? 2

6. মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির বর্ণনা দাও? 3

7. রেগোলিথ কি ? 2

8. মৃত্তিকা ক্ষয় প্রকৃত ও মনুষ্যসৃষ্ট কারণের সম্মিলিত ফল ব্যাখ্যা কর ? 4

9. মাটি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর ?5

10. আঞ্চলিক, আন্তআঞ্চলিক ও অনাগুলিক মাটির সংজ্ঞা দাও 2+2+2

বায়ুমণ্ডল

HS Geography Suggestion 2023 বায়ুমণ্ডলের জীববৈচিত্র, দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়গুলো থেকে দুটি প্রশ্ন আসবে যেকোনো একটির উত্তর দিতে হবে।

1. ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা কর ? 5

অথবা, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা কর ?

2. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ ? 4

3. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ ? 3

4. উষ্ণ এবং শীতল সীমান্তের সংজ্ঞা    দাও ? 4

5. এল নিনোর ক্ষতি ব্যাখ্যা কর ? 3

6. মৌসুমী বায়ুর উপর জেটবায়ু প্রবাহের প্রভাব আলোচনা কর ? 3

7. মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা কর ? 5

8. জেট বায়ু প্রবাহের তিনটি বৈশিষ্ট্য আলোচনা কর ? 4

9. ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ ?4

10. জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ আলোচনা কর এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা কর ? 5

11. উদাহরণসহ বিভিন্ন মরু উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ সম্পর্কে আলোচনা কর ? 4

12. লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা কর ? 4

13. গ্লোবাল ওয়ারর্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি আলোচনা কর ? 3

14. ওজোন স্তরের হ্রাসের প্রভাব গুলি আলোচনা করো ? 4

15. পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব গুলি আলোচনা করো?4

জীববৈচিত্র্য

1. জীববৈচিত্র্য বিন্যাসে মানুষের ভূমিকা আলোচনা কর ? 3

2. জীববৈচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা কি ? 3

3. রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি ? 3

4. আলফা ও বিটা বৈচিত্রের মধ্যে তুলনা কর ? 3

5. ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য লেখ ?

দুর্যোগ ও বিপর্যয়

1. দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য    লেখ ? 3

2. হরপা বান ও PMR বলতে কী বোঝ ?

অর্থনৈতিক ভূগোল

অর্থনৈতিক ক্রিয়াকলাপ (কৃষিকাজ)

এখান থেকে দুটি প্রশ্ন আসবে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের

1. সবুজ বিপ্লবের প্রধান উপাদান গুলি কি কি ? 3

2. আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দুটি করে সুফল ও কুফল লেখ ? 4

3. ভারতে নীল বিপ্লবের সুবিধা কি ? 3

4. ধান, গম, উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে আলোচনা কর ? 4

5. শ্রীলংকা নারকেল উৎপাদনে অগ্রণী কেন ? 3

6. দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা কর ? 3

7.  শস‍্যাবর্তনের সংজ্ঞা দাও ? শস্য সমন্বয় বলতে কী বোঝ ? 2+2

শিল্প

শিল্প থেকে দুটি প্রশ্ন থাকবে যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের

1. ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা কর ? 3

2. ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখ ? 5

3. রুঢ় শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা কর ? 3

4. মালয়েশিয়া রবার শিল্পে উন্নত হওয়ার কারণ কি ? কাগজ শিল্পের প্রধান কাঁচামাল গুলি কি কি ? 3+2

5. হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্পের  একাদেশীভবনের কারণ কি ? 4

6. পেট্রোরসায়ন শিল্প বলতে কী বোঝ ? পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা কর ? 2+ 3

7. ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ কি ? 3

8. কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বিশ্লেষণ কর ? 3

5. সোনালী চতুর্ভুজ কাকে বলে ? 2

6. তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের  সংজ্ঞা দাও ?

 জনসংখ্যা ও জনবসতি

জনসংখ্যা ও জনবসতি থেকে HS Geography Suggestion 2023  এর জন‍্য 2 টি প্রশ্ন থাকবে যে কোন 1 টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের।

1. জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে ? 2

2. জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা কর ? 3

3. গোষ্ঠীবদ্ধ বসতি গরে ওঠার দুটি প্রাকৃতিক কারণ লেখ ? 2

4. কোন ধরনের ভৌগলিক পরিবেশের বিক্ষিপ্ত জনগোষ্ঠী গড়ে ওঠে ? 3

5. ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা দাও ? 3

6. রৈখিক জনবসতি বলতে কী বোঝ ?

7. পৃথিবীর অসম জনবন্টনের কারণগুলি আলোচনা কর ? 5

8. পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ? 5

9. হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ কর ? 5

10. ম্যাক্রো বা মাইক্রো / ক্ষুদ্র বা বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি ? 3

11. পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর ? 2

12. ছত্রিশগড়ের খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও ?

আরও সাজেশন : 

HS Bengali Suggestion 2023

HS History Suggestion 2023

HS English Suggestion 2023

8 thoughts on “HS Geography Suggestion 2023 | উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩”

Leave a Comment